শর্ত দেওয়া হল ফ্র্যাঞ্চাইজিদের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আই লিগে দুটি ফ্র্যাঞ্চাইজি হিসাবে কাদের নেওয়া হবে তা ঠিক হবে মে-র দ্বিতীয় সপ্তাহে। দরপত্র নেওয়া হবে ৩০ মার্চ থেকে ১০ মে। মঙ্গলবার ফেডারেশনের সভায় ৩০ জন সম্ভাব্য ফ্র্যাঞ্জাইজির কর্তা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সহারা গোষ্ঠী, বেঙ্কিজ গ্রুপ, ডিএসকে গ্রুপ, ডডসাল গ্রুপ, হিরো মোটরস ও জিন্দাল স্টিল প্রমুখ। ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল ফ্র্যাঞ্চাইজিদের আই লিগে খেলার ব্যাপারে যে শর্ত দিয়েছেন তাতে ছয় বছরের মধ্যে তাদের নিজস্ব মাঠ তৈরি করতে হবে। আর যাদের মাঠ নেই তাদের দীর্ঘ দিনের জন্য লিজ নিয়ে নিজস্ব মাঠ গড়ে তুলতে হবে। পাশাপাশি তাদের এএফসি লাইসেন্সিং প্রক্রিয়া পূরণ করতে হবে। |
জোড়া সোনা জিতলেন প্রশান্ত
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
এই প্রথম সাইক্লিংয়ে নামলেন আর নেমেই বাজিমাত। এশিয়ান প্রতিবন্ধী সাইক্লিংয়ে নেমেই এ দিন জোড়া সোনার পদক জিতে নিলেন বাংলার প্রতিবন্ধী সাঁতারু প্রশান্ত কর্মকার। গ্রেটার নয়ডার এফ ওয়ান ট্র্যাকে প্রশান্ত এ দিন প্রথম নামেন ১০ কিলোমিটার এমসি-৫ ক্লাসের ব্যক্তিগত টাই ট্রায়ালে। যেখানে তিনি ১৬.৫৫.৮৬০ সেকেন্ড সময় করে সোনা জেতেন। এর পর ব্যক্তিগত রোড রেসেও এশিয়ার সেরা সাইক্লিস্টদের পিছনে ফেলে দু’নম্বর সোনা তুলে নেন। চ্যাম্পিয়নশিপের প্রথম দিন মোট ৭টি পদক জিতলেন ভারতীয়রা। প্রশান্ত বলেছেন, “মাত্র দু-তিন মাস অনুশীলন করে এত ভাল ফল করতে পারব সেটা আমি কল্পনাও করতে পারিনি।” |