হনুমানের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করলেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের নিবড়ায়। এ দিন এই এলাকার বাসিন্দারা বেলা ৩টে নাগাদ মুম্বই রোড অবরোধ করেন। কিছু ক্ষণের মধ্যেই অবশ্য পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। তবে হনুমানের তাণ্ডবের প্রতিবাদে কিছু মানুষের পথ আটকানোর জেরে যানজটে ভুগতে হয়েছে অনেককে। আটকে পড়া এক নিত্যযাত্রীর কথায়, “হনুমান তো না বুঝেই ঝামেলা পাকিয়েছে। কিন্তু সব ব্যাপারে রাস্তা আটকে প্রতিবাদ জানালে আরও বহু মানুষ যে সমস্যায় পড়েন, তা সকলে বুঝবে কবে?” স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় গত দু’দিন ধরে একটি হনুমান দাপিয়ে বেড়াচ্ছে। পথচারীদের আঁচড়ে কামড়ে দিচ্ছে হনুমানটি। আতঙ্ক ছড়িয়েছে এলাকা। গত দু’দিনে মোট চার জনকে হনুমানটি কামড়ে দিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। জেলা বন দফতরের পক্ষ থেকেও এ কথা স্বীকার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক জন বৃদ্ধকে কামড়ে দেয় হনুমানটি। তার পরেই ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেন। পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয়, সমস্যাটি নিয়ে বন দফতরের সঙ্গে কথা বলা হবে। এরপরেই বাসিন্দারা অবরোধ প্রত্যাহার করেন। জেলা বনাধিকারিক গৌতম চক্রবর্তী বলেন, “নিবড়ায় হনুমানের অত্যাচারের কথা জানি। আমাদের দফতরের কর্মীদের খাঁচা নিয়ে হনুমানটিকে ধরার জন্য ওই গ্রামে পাঠানো হয়েছে।”
|
মাধ্যমিকের মধ্যেই মাইক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর কলেজের ছাত্র সংসদ পরিচালিত বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে বিতর্ক দেখা দিল। মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা ছিল। পরীক্ষার সময় সাউন্ড বক্স বাজিয়ে অনুষ্ঠান করা ঘিরে বিতর্ক। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত বলেন, “অনুষ্ঠানে সাউন্ড বক্স চলছে বলে অভিযোগ পেয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলি।” ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “মেদিনীপুর কলেজের কিছু দূরে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র রয়েছে। তাও সাউন্ড বক্স বাজিয়ে অনুষ্ঠান হয়।” মেদিনীপুর কলেজের ছাত্র সংসদ টিএমসিপির দখলে। এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পন্ডা বলেন, “বিশৃঙ্খল দল। ওদের কাছ থেকে এটাই প্রত্যাশিত!” টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরির অবশ্য বক্তব্য, “সাউন্ড বক্সের আওয়াজ খুবই কম ছিল। কলেজ ক্যাম্পাসের বাইরে আওয়াজ বেরোয়নি। এ নিয়ে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ বলেন, “ছাত্র সংসদকে সাউন্ড বক্স না বাজানোর অড়ুরোধ করা হয়েছিল।”
|
ঘর ভেঙে ধান খেল বুনো হাতি
নিজস্ব প্রতিবেদন |
সোমবার রাতে ফের বুনো হাতির ঘটনা ঘটল আলিপুরদুয়ার ২ ব্লকের তুরতুরি গ্রাম পঞ্চায়েতের লোকনাথপুর গ্রামে। গভীর রাতে একটি দাঁতাল হাতি বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের রায়ডাক জঙ্গল থেকে বার হয়ে গ্রামের ভাইয়ারাম পান্না নামে এক আদিবাসী কৃষকের রান্নাঘর ও শোওয়ার ঘর ভেঙে গুড়িয়ে দেয়। চাল, লবণ ও ঘরে মজুদ রাখা ৬ কুইন্টাল ধান খেয়ে নেয় হাতিটি। ঘটনায় স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে নিরাশ্রয় হয়ে পড়েছেন ভাইয়ারাম। বনকর্মী ও গ্রামবাসীরা মিলে রাতেই দাঁতালটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয়। বন দফতরের পক্ষ থেকে ওই পরিবারকে পলিথিন দেওয়া হয়েছে। এলাকায় লাগাতার হাতির হানায় অতিষ্ট গ্রামবাসীরা হানা রুখতে পদক্ষেপ গ্রহন, ক্ষতিপুরণ ও হাতি তাড়ানোর জন্য সার্চ লাইট, পটকার দাবিতে সরব হয়েছেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রাম প্রসাদ তিরকে জানিয়েছেন, বুনো হাতির হানায় রীতিমত অসহায় অবস্থায় দিন কাটছে। গত তিন মাসে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের বিভিন্ন জঙ্গল লাগোয়া চা বাগান ও বনবস্তিতে ৬৪ বার বুনো হাতির হানার ঘটনা ঘটেছে। অন্য দিকে, মঙ্গলবার দুপুরে ১০০ দিনের কাজ সেরে পশ্চিম দমনপুর রেঞ্জের উত্তর পোরো বস্তি এলাকায় পোরো নদীতে স্নান করতে গিয়ে হাতির আক্রমণে জখম হন এক দম্পতি। তাঁদের গুরুত্বর জখম অবস্থায় আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের নাম পাটিল রাভা ও হাড়ি রাভা।
|
বাইসনের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
সড়ক দুর্ঘটনায় একটি বাইসনের মৃত্যুর ঘটনা ঘটল। মঙ্গলবার সন্ধ্যায় নাগরাকাটা থানার গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া চাপড়ামারি জঙ্গলের পানঝোরা এলাকার কাছে ৩১ নং জাতীয় সড়কে। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই বাইসনটির মৃত্যু হয়। গাড়িটির কোনও খোঁজ মেলেনি। উল্লেখ্য, ৩০ জানুয়ারিতে চাপড়ামারির খুনিয়া মোড় লাগোয়া এলাকায় একই ভাবে আরেকটি বাইসন মারা গিয়েছিল। তার আগে ২০১১ সালে গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া পথে সড়ক দুর্ঘটনায় একটি চিতাবাঘ ও একটি বাইসনের মৃত্যু হয়। পরের বছর, সড়ক দুঘর্র্টনায় মৃত্যু হয় ২টি বাইসনের।
|
হাতির তাণ্ডব
নিজস্ব সংবাদদাতা • গঙ্গাজলঘাটি |
সব্জি বাজারে ঢুকে হামলা চালাল দলছুট এক দাঁতাল। বাসিন্দাদের তাড়া খেয়ে বিরক্ত সেই হাতি দাঁড়িয়ে পড়ল রাস্তায়। আটকে পড়লে যান চলাচল। মঙ্গলবার সকালে গঙ্গাজলঘাটি থানার দুর্লভপুর গ্রামে এই তাণ্ডব চলে। সোমবার রাতে সোনামুখী থানার মানিকবাজার গ্রামে এক দল হাতি হামলা চালিয়েছে। |