বেআইনি কারবার, ঠুঁটো আইন। ছবি: সুব্রত জানা। |
রাস্তার উপরেই দেদার ঢালা হচ্ছে ইমারতি দ্রব্য। সেখান থেকেই আবার ট্রাকে তুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে ক্রেতাদের কাছে। এ ভাবে দিনের পর দিন চলছে ব্যবসা। এলাকাটি উলুবেড়িয়া ২ বিডিও অফিসের একেবারে নাকের ডগায় বনস্পতি খালের উপরে রাজাপুর পোল। পোলের দু’পাশের রেলিং ভাঙা। পিলারের অবস্থাও ভাল নয়। কিন্তু তার উপরেই চলছে ব্যবসা। উলুবেড়িয়া-আমতা রোডের মধ্যে পড়ে এই পোল। এখান দিয়ে যায় ৭০সি রুটের বাস। রাস্তার আশপাশে ছোটবড় বেশ কিছু কারখানা, ইটভাটা। একাধিক ইমারতি দ্রব্যের দোকান। পোলের মধ্যেই বেশির ভাগ সময়ে পড়ে ইট-বালি-স্টোন চিপস্, বালি। যে কোনও সময়ে দুর্ঘটনার আশঙ্কা থাকলেও পুলিশ-প্রশাসন নির্বিকার। মুম্বই রোডে কোনও কারণে যান চলাচল না করলে এই রাস্তাটি বাইপাস হিসাবে ব্যবহার করেন অনেকে। তখন গাড়ির চাপ বাড়ে।
বাসিন্দাদের নালিশ, রাস্তার উপরে ইমারতি দ্রব্য রাখার ব্যাপারে কিছু নেতার মদত আছে। অভিযোগ জানিয়েও লাভ হয়নি। উলুবেড়িয়ার মহকুমাশাসক সুজয় আচার্য বলেন, “বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখব।” |
মাধ্যমিক পরীক্ষা শেষ। শুরু পরীক্ষা পরবর্তী অর্থনৈতিক চাপানউতোর। পুড়শুড়ার মাধ্যমিক পরীক্ষার প্রধান পরীক্ষাকেন্দ্র পশ্চিমপাড়া হাইস্কুল। এই কেন্দ্রের অর্ন্তগত একমাত্র পরীক্ষাকেন্দ্র হল সোঁয়ালুক আজাদ হাইস্কুল। অভিযোগ, সোঁয়াপুর আজাদ হাইস্কুলকে পর্ষদের বরাদ্দ অর্থ দিচ্ছে না পশ্চিমপাড়া হাইস্কুল। পুড়শুড়ার সেন্টার ইনচার্জ তথা পশ্চিমপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক নেপালচন্দ্র মল্লিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সোঁয়াপুর আজাদ হাইস্কুলের প্রধান শিক্ষক উৎপলকুমার পণ্ডিত বলেন, “পরীক্ষা পরিচালনার জন্য পর্ষদের বরাদ্দ, নিয়মিত ছাত্র পিছু ১৫ টাকা ও বহিরাগতদের জন্য ১০ টাকা। বরাদ্দ টাকা পর্ষদ পাঠিয়েও দিয়েছে। কিন্তু টাকা পাচ্ছি না। স্কুলের তহবিল থেকে কাজ চালাতে হচ্ছে।” নেপালবাবু অবশ্য বলেন, “ওই স্কুলে মোট ৩০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। সেন্টার ফি হিসাবে পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ২০ টাকা করে মোট ৬,০০০ টাকা তো তিনি পাবেন। বাকি খরচ বলতে পরীক্ষার জন্য ঘর ও শিক্ষক দেওয়া। সেই খরচের হিসেব দিলেই টাকা দেওয়া হবে।” উৎপলবাবুর পাল্টা দাবি, “নেপালবাবু ইচ্ছাকৃত ভাবে পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকার সঙ্গে পর্ষদের বরাদ্দ গুলিয়ে দিচ্ছেন।” পর্ষদের বর্ধমান আঞ্চলিক দফতরের কর্তা অরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা পশ্চিমপাড়া হাইস্কুলের সেন্টার কমিটিকে টাকা পাঠিয়ে দিয়েছি। ওই সেন্টার কমিটির অর্ন্তগত স্কুলকে খরচের হিসেব পেশ করে টাকা বুঝে নিতে বলা হয়েছে।”
|
দিনরাতের ফুটবল বাগনানের গ্রামে
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
হাজারি সেবাসমিতির বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে রবিবার এক দিনের দিবারাত্র ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হাওড়ার বাগনানের মুর্গাবেড়িয়ায়। জেলার বিভিন্ন এলাকা থেকে ৮টি দল প্রতিযোগিতায় যোগদান করে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার সাংসদ সুলতান আহমেদ, বাগনানের বিধায়ক রাজা সেন প্রমুখ। সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচিও এ দিন পালন করা হয়। সহায়তায় ছিল নহলা-বাড়ভগবতীপুর-মুর্গাবেড়িয়া সমন্বয় সমিতি।
|
ফুরফুরায় জলসা
নিজস্ব সংবাদদাতা • ফুরফুরা |
হুগলির ফুরফুরা শরিফে তিন দিন ব্যাপী ইসালে সওয়াব শুরু হয়েছে। এই উপলক্ষে বাংলাদেশ, অসম, ওড়িশা-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ ফুরফুরায় আসেন। ১৮৯১ সালে এই জলসার প্রতিষ্ঠা হয়েছিল। এই উপলক্ষে প্রতিদিন দু’বেলা প্রার্থনা সভা হবে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্যও এখানে প্রার্থনা করা হয়।
|
উরস উৎসব
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
সারারাত ব্যাপী উরস উৎসব পালিত হল আরামবাগের হোরপুর দেওয়ান-এ-খাস দরবারের সাইয়েদিয়ায়। বৃহস্পতিবার পির আলা হজরত সৈয়দ শাহসুফি সাইয়েদুল ইসলাম প্রতিষ্ঠিত ওই উৎসবে বিভিন্ন জেলা থেকে প্রায় ২০ হাজার মানুষের সমাগম হয়। উৎসব এ বার ১১২ বছরে পড়ল বলে জানিয়েছেন উদ্যোক্তারা। |