দখল হওয়া বাড়ি ফিরে পেলেন সুমিতা সাউ। সোমবার তিনি মহকুমাশাসকের কাছে অভিযোগ করেছিলেন, কিছু তৃণমূল কর্মী তাঁর না থাকার সুযোগ নিয়ে বাড়িটি অন্য এক জনকে বিক্রি করে দিয়েছে। তিনি জানিয়েছিলেন, ২০০৮ সালের ২৭ জানুয়ারি পুরসভার কাছে পাঁচ হাজার টাকা জমা দিয়ে তিনি অমরাবতীর ভ্যামবে কলোনিতে কেন্দ্রীয় সরকারের আম্বেদকর আবাস যোজনার একটি বাড়ি পান। তখন থেকে স্বামী-সন্তান নিয়ে ওই বাড়িতেই থাকেন তিনি। মাস দেড়েক আগে এক আত্মীয় অসুস্থ হয়ে পড়ায় তিনি দেশের বাড়ি উত্তরপ্রদেশে যান। ২৪ ফেব্রুয়ারি সেখান থেকে ফিরে দেখেন, তাঁর বাড়ি দখল হয়ে গিয়েছে। সেখানে মুন্না রজক নামে এক জন বাস করছেন। বাড়ির ভিতর থেকে উধাও জিনিসপত্র। সুমিতাদেবী দাবি করেন, তৃণমূল কর্মী দীনেশ কর্মকার, মলয় বাউরি-সহ আরও কয়েক জন মিলে তাঁর বাড়িটি বিক্রি করে দিয়েছেন। স্থানীয় তৃণমূল কাউন্সিলর দীপঙ্কর লাহার অবশ্য দাবি, অভিযুক্তরা কেউ তৃণমূলের নয়। মঙ্গলবার কয়েক জন দলীয় কর্মীকে নিয়ে তিনি সুমিতাদেবীর স্বামী রাজেন্দ্রবাবুকে বাড়িতে ঢুকিয়ে দেন। দীপঙ্করবাবু বলেন, “আমরা এই ধরনের কাজ সমর্থন করি না। যাদের নামে অভিযোগ উঠেছে, পুলিশ তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিক।” সিপিএমের জেমুয়া-বিধাননগর লোকাল কমিটির সম্পাদক পঙ্কজ রায়সরকার অবশ্য দাবি করেন, গত এক বছরে তৃণমূল কর্মীদের দৌরাত্ম্যে বহু সরকারি প্রকল্পের বাড়ি দুঃস্থদের থেকে এ ভাবে বেহাত হয়েছে। যদিও দীপঙ্করবাবুরা তা মানতে নারাজ।
|
কারখানার ম্যানেজারের কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। জামুড়িয়ার বাহাদুরপুরের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ফেরার পথে তাঁর টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। পাণ্ডবেশ্বরের শোনপুর বাজারি ট্রেনিং সেন্টারের সামনে মঙ্গলবারের ঘটনা। ওই ম্যানেজার সঞ্জীব খান্ডেলওয়াল জানান, এ দিন সকালে দুবরাজপুর থেকে গাড়ির চালককে সঙ্গে নিয়ে তিনি কারখানায় ফিরছিলেন তিনি। তাঁর ব্যাগে টাকা ছিল। শোনপুর বাজারি ট্রেনিং সেন্টারের সামনে একটি মোটরবাইকে তিন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদের গাড়ি দাঁড় করায়। টাকার ব্যাগটি কেড়ে নিয়ে চম্পট দেয়। পাণ্ডবেশ্বর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
|
চাকরির দাবিতে মঙ্গলবার দুর্গাপুরে বিধাননগরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন তা রাখা হচ্ছে না। এ ব্যাপারে দাবি জানাতে গেলে কর্তৃপক্ষ শুধু কিছু সংস্থার নামের তালিকা দেখিয়ে বলছেন, এই সব সংস্থা নিয়োগ করতে আগ্রহী। কলেজ কর্তৃপক্ষ জানান, তাঁরা চেষ্টা চালাচ্ছেন। পড়ুয়াদের ধৈর্য ধরতে হবে বলে তাঁদের দাবি।
|
প্রকাশ্যে দিনের আলোয় দুর্গাপুরের সিটিসেন্টারে মৌলানা আজাদ রোড থেকে এক মহিলার হার ছিনতাই হল মঙ্গলবার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেফালি কুণ্ডু নামে ওই মহিলা বাড়ির কাছে সব্জি কিনছিলেন। সেই সময়ে মোটরবাইকে চড়ে দুই দুষ্কৃতী হাজির হয়। তারা শেফালিদেবীর গলার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। গলায় সামান্য আঘাত পান ওই মহিলা। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
|
রেলের যন্ত্রাংশ চুরির অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের বার্নপুর আরপিএফ পোস্ট। ধৃতের নাম মহম্মদ জাহাঙ্গীর ওরফে রাজু। সোমবার রাতে তাকে বার্নপুর স্টেশন চত্বর এলাকা থেকে ধরা হয়।আরপিএফের দাবি, ধৃত ব্যক্তি যন্ত্রাংশ চুরির কথা স্বীকার করেছে। দীর্ঘদিন থেকেই সে স্টেশন চত্বর ও আশপাশের অঞ্চলে চুরি করত বলে জেনেছে আরপিএফ। মঙ্গলবার রাতে ফাঁদ পেতে তাকে ধরা হয়।
|
অবৈধ খনির কয়লা চুরির অভিযোগে ধনকিশোর যাদব নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বারাবনি থানার পুলিশ। একই সঙ্গে পুলিশ বেশ কিছু চোরাই কয়লাও বাজেয়াপ্ত করেছে।ওই থানা এলাকার একাধিক জায়গায় চোরাই কয়লার কারবার চলছে বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। |