টুকরো খবর
গঙ্গারামপুরে দিদিমার বাড়ি ফিরল তোজো
মামার বাড়িতে ফিরল ছোট্ট তোজো। অমিত মোহান্তর ছবি।
মামার বাড়িতে ফিরল শিশু ইন্দ্রাশিস ওরফে তোজো। সোমবার সকাল ৯টা নাগাদ কলকাতা থেকে গৌড় এক্সপ্রেসে আত্মীয়ের কোলে চেপে তোজো বুনিয়াদপুর স্টেশনে পৌঁছয়। সেখান থেকে ট্যাক্সিতে গঙ্গারামপুরের বড়বাজারে দিদিমা প্রগতি বসাকের বাড়িতে পৌঁছায় সে। ছোট্ট তোজোকে দেখতে প্রতিবেশীরা ভিড় করেন। গত বুধবার সকালে নিউ জার্সি থেকে বিমানে জেঠু ভাস্কর কুন্ডুর কোলে চেপে কলকাতার দমদম বিমানবন্দরে পৌঁছছিল সে। নিউ জার্সির আদালতের নির্দেশে তোজো এখন থেকে তার দিদিমা প্রগতি বসাকের কাছেই থাকবে। এক বছর বয়সী তোজোকে নিয়ে বালুরঘাটের কুন্ডু কলোনির বাসিন্দা ইঞ্জিনিয়ার দেবাশিস সাহা ও তাঁর স্ত্রী পামেলা গত বছর জুলাইয়ে চাকরি সূত্রে আমেরিকার নিউ জার্সিতে যান। অগস্টের ৯ তারিখে খাট থেকে পড়ে তোজো গুরুতর জখম হয়। মারধরের ফলে শিশুটি জখম হয় বলে অভিযোগ তুলে নিউ জার্সির চাইল্ড প্রোটেকশন টিম আদালতে বাবা ও মায়ের বিরুদ্ধে মামলা করেন। এর পরে ইন্দ্রাশিস সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেও আদালতের নির্দেশে তাকে সেখানকার হোমে রাখা হয়। প্রায় ৭ মাস ধরে মামলা চলার পর অবশেষে নিউজার্সির আদালত গত ১৪ ফেব্রুয়ারি এক রায়ে শিশুটিকে তার দিদিমার জিম্মায় রাখার নির্দেশ দেয়। তোজোর সঙ্গে এদিন তার মা পামেলাদেবীও বাপের বাড়িতে ফিরেছেন। দিদিমা প্রগতি দেবী বলেন, “আমরা তোজোকে ফিরে পেয়ে খুব খুশি। আমার নিজের দুটো মেয়েকে বড় করেছি। নাতিকেও মানুষ করতে সমস্যা হবে না।”

পরীক্ষাকেন্দ্র বদলের দাবিতে প্রধানশিক্ষককে তালা, বিক্ষোভ
উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র পাল্টানোর দাবিতে প্রধান শিক্ষককে তালা বন্ধ করে আটকে রাখার পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল পরীক্ষার্থীরা। সোমবার দুপুরে মালদহের চাঁচলের গোবিন্দপাড়া হাইস্কুলে ঘটনাটি ঘটে। প্রধান শিক্ষকের ঘরে তালা ঝোলানোর পর দু’ঘন্টা ধরে ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরে ব্লক প্রশাসনের তরফে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক মমতাজ আলি বলেন, “এ ক্ষেত্রে আমার তো কিছু করার নেই। সমস্যার কথা কর্তৃপক্ষকে জানিয়েছি।” সেন্টার ইনচার্জ শুভঙ্কর মুখোপাধ্যায় বলেন, “কার কোথায় সুবিধা হবে, সেভাবে তো আর পরীক্ষা কেন্দ্র করা যায় না। আন্দোলনের কথা শুনিনি। খোঁজ নিয়ে দেখছি।” স্কুল সূত্রে জানা গিয়েছে, চাঁচল-১ ব্লকে ১০টি উচ্চ মাধ্যমিক স্কুল ও চাঁচল-২ ব্লকে ৭টি স্কুল রয়েছে। পরীক্ষাকেন্দ্র হবে ৬টি স্কুলে। চাঁচল-২ ব্লকে রয়েছে একটি মাত্র পরীক্ষাকেন্দ্র। সেটা গোবিন্দপাড়া হাইস্কুলে। ফলে চাঁচল-২ ব্লকের বেশিরভাগ পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে দূরে যেতে হবে। চাঁচল-২ ব্লক এলাকায় আরও দু’একটি পরীক্ষাকেন্দ্র হলে সেই সমস্যা মিটবে বলে দাবি করেছে পরীক্ষার্থীরা। গোবিন্দপাড়া হাই স্কুল থেকে এবার পরীক্ষা দিবে ৪০৬ জন পরীক্ষার্থী। গত বছর তাঁরা বীরস্থলি হাইস্কুলে পরীক্ষা দিলেও এবার তাঁদের পরীক্ষাকেন্দ্র করা হয়েছে চাঁচল সিদ্ধেশ্বরী হাই স্কুলে। বীরস্থলি চাঁচল-১ ব্লকে হলেও তা গোবিন্দপাড়া এলাকা থেকে একেবারেই কাছে। কেন্দ্র না পাল্টানো হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে তারা।

নিরাপত্তার দাবিতে জেলাশাসকের কাছে
বাস কর্মীদের নিরাপত্তা ও সরকারি ক্ষতিপূরণের দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হলেন বাস মালিকেরা। সোমবার দুপুরে উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসকের সঙ্গে দেখা করে ওই দাবি জানান। জেলাশাসক বিষয়টি রাজ্য সরকারকে জানানোর আশ্বাস দিয়েছেন। আর বাস ধর্মঘটের যে ডাক বাস মালিকেরা দিয়েছিলেন, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইসলামপুরের মহকুমাশাসক সমনজিৎ সেনগুপ্ত বলেন, “বাস মালিকদের মাধ্যমিক পরীক্ষার জন্য ধর্মঘট প্রত্যাহার করার কথা বলা হয়েছিল।” গত রবিবার ইসলামপুরে একটি বেসরকারি বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনার পর উত্তেজিত জনতা সাতটি বাস ভাঙচুর করে। একটি সরকারি বাস-সহ তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। ইসলামপুর পুর বাসস্ট্যান্ড চত্বরের ভিতরেই একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে, বাস পোড়ানোর ঘটনায় জড়িত ৪ জন ছাড়া আর কাউকে ধতে পারেনি পুলিশ। যদিও এদিন অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হয়েছে বলে পুলিশের দাবি।

বিক্ষোভ গ্রামবাসীর
নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগের তদন্তে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন কোচবিহারের সদর মহকুমা শাসক বিকাশ সাহা। সোমবার বিকালে দেউতিখাতা এলাকায় ঘটনাটি ঘটেছে। পরে পাত্রীর বয়স ১৮ বছর বলে পরিবারের লোকজন লিখিতভাবে জানানোর পর পিছু হঠেন প্রশাসনের কর্তারা। পুলিশ ও প্রশাসন সূত্রেই জানা গিয়েছে, দেউতিগুড়ির গণেশ বর্মন হতদরিদ্র কৃষক মেয়ে রুমা বর্মনের সঙ্গে ডাউয়াগুড়ির বলাই সিংহের বিয়ের আয়োজন হয়। গ্রামেরই কিছু লোক রুমা নাবালিকা বলে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানান। খবর পেয়ে মহকুমা শাসক এলাকায় গেলে উত্তেজনা বাড়ে। মহকুমা শাসককে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। পাত্রী আত্মহত্যার হুমকি দেন বলেও অভিযোগ। মহকুমা শাসক বলেন, “মেয়েটির স্কুলের শংসাপত্রের বয়স ঠিক নয়। মেয়েটি সাবালিকা বলে পরিবার ও দাইমা লিখিত দেওয়ায় বিয়েতে আর আপত্তি করা হয়নি।”

জেনকিন্স কাণ্ডের প্রশাসনিক তদন্তে জবানবন্দি গ্রহণ
জেনকিন্স স্কুল কাণ্ডের তদন্তে নেমে সোমবার অভিযুক্তদের লিখিত জবানবন্দি নিলেন মহকুমাশাসক (কোচবিহার সদর) বিকাশ সাহা। গত বৃহস্পতিবার রাতে জেনকিন্স স্কুলের শিক্ষকদের ঘরে মদ-মাংসের আসর বসানোর অভিযোগ ওঠে শিক্ষক-শিক্ষাকর্মীদের একাংশের বিরুদ্ধে। ওই ঘটনায় তৃণমূল প্রভাবিত সরকারি স্কুল শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি বিজন সাহা, দিলীপ রায় ও পীযূষ সরকার নামে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। এসএফআই ঘটনার প্রতিবাদে এ দিন স্কুলে বিক্ষোভ দেখায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন অভিযুক্ত দুই শিক্ষক ও এক শিক্ষাকর্মীকে ছয় পাতার প্রশ্নমালা দিয়ে লিখিত ভাবে ঘটনার তথ্য সংগ্রহ করা হয়। তিন জনকে আলাদা ঘরে বসিয়ে বিষয়গুলি লেখানো হয়।

মহিলাকে ‘মারধর’
প্রকাশ্যে নেশার বস্তু বিক্রির প্রতিবাদ করায় এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠেছে আরেক মহিলার বিরুদ্ধে। সোমবার বিকালে বালুরঘাটের সদরঘাট এলাকায় ড্রাগ বিক্রেতা এক মহিলা তাঁকে ধাক্কা দিয়ে চড় মারেন বলে অভিযোগকারী কাবেরী দাস গুরুঙ্গ থানায় অভিযোগ করেছেন। উত্তর চকভবানী এলাকার বাসিন্দা কাবেরাদেবী জানান, স্বামী ড্রাগের নেশায় আসক্ত। আত্রেয়ী নদীর ধারে কল্যাণী সদরঘাট এলাকায় নিয়মিত নেশার ঠেক বসে শুনে স্বামীর খোঁজে সেখানে যাই। রাস্তা ধারে নেশার পুড়িয়া বিক্রি দেখি প্রতিবাদ করি। সেই সময় এক মহিলা চড়াও করে মারধর করেন। পালিয়ে এসে পুলিশে অভিযোগ দায়ের করি। আইসি মনোজ চক্রবর্তী বলেন, “তদন্ত শুরু হয়েছে। এলাকায় অভিযান চালানো হবে।”

গোলমালে উত্তেজনা
মাছ লুঠের অভিযোগ ঘিরে ফরওয়ার্ড ব্লক ও তৃণমূল কংগ্রেসের গোলমালে উত্তেজনা ছড়াল দিনহাটার নাজিরহাটে। সোমবার নাজিরহাটের ছোট গারলঝোড়া গ্রামে ঘটনার জেরে একটি দোকান ও দুইটি ঘরও পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, দলের সমর্থক ফয়জল শেখের পুকুর থেকে মাছ লুঠের চেষ্টা করে একদল ফরওয়ার্ড ব্লক সমর্থক। তিনি বাধা দেওয়ায় ঘর ও দোকান পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে এলাকায় যান তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, ‘‘অভিযুক্ত ফরওয়ার্ড ব্লক কর্মীদের দ্রুত ধরার জন্য পুলিশকে বলেছি।” ফরওয়ার্ড ব্লক জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “পারিবারিক বিবাদকে কেন্দ্র করে গোলমাল হয়। অযথা রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে।”

নয়া জেলাশাসক
মালদহের জেলাশাসক শ্রীমতি অর্চনাকে বদলি করল রাজ্য সরকার। নতুন জেলাশাসক হচ্ছেন গোদালা কিরণ কুমার। বর্তমানে তিনি শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথারিটির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পদে আছেন। ইংরেজবাজার উপনিবার্চনের বিধি শেষ হতেই রাজ্য সরকার সোমবার জেলাশাসকের বদলির নির্দেশ জারি করে।

বিডিওকে বিক্ষোভ
১০০ দিনের প্রকল্পে রাস্তার কাজের টেন্ডার অবৈধভাবে করা হয়েছে বলে অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল কংগ্রেস। মালদহের চাঁচল-২ ব্লকে সোমবার বিকেলে। বিডিও ইয়াশি তামাং বলেছেন, “ওই টেন্ডার আগের বিডিও করে গিয়েছেন। ওই কাজের টেন্ডারের কাগজ জেলায় রয়েছে। তা পাঠাতে বলেছি।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের নালিশ
এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ করলেন চোপড়া এলাকার এক মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধান। রবিবার রাতে চোপড়া থানায়। তিনি পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন, দাসপাড়া এলাকার ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক বহুবার তাঁর সঙ্গে সহবাস করেছেন। পুলিশ জানায়, ওই যুবকের খোঁজ চলছে।

আহত মাধ্যমিক পরীক্ষার্থী
পরীক্ষা দিতে যাওয়ার পথে বাইক থেকে পড়ে আহত হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার গোয়ালপোখরের ঘটনা। আহত নাসিমা খাতুন গোয়ালপোখরের লোধন স্কুলের ছাত্রী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.