৮ ‘কোথায় জলে মরাল চলে
—তার পাছে পাছে’।
৯ বিকশিত হওয়ার উপক্রম।
১০ এক বছরে আলো যে
দূরত্ব অতিক্রম করে।
১১ ‘ —একটি নদীর নাম।’
১২ রবীন্দ্রনাথের প্রসিদ্ধ কাব্যগ্রন্থ।
১৪ গাবজাতীয় কালো
রঙের গাছ।
১৫ দুষ্ট স্বভাববিশিষ্ট।
১৬ মনোগত বা কল্পনাপ্রসূত।
১৭ জাহাজের অধ্যক্ষ।
১৮ পিতামাতাহীন শিশুদের
আশ্রয়স্থল।
২০ অবিবেচনা।
২২ নানাপ্রকার বিঘ্ন।
২৪ রক্তচন্দন।
২৬ স্বভাবজ নয় কিন্তু
ক্রিয়ার দ্বারা নিষ্পন্ন।
২৭ অত্যন্ত অনুচিত কাজ।
২৮ অনুরাগ বা লিপ্সা।
২৯ কিংবা, পক্ষান্তরে।
৩০ প্রবাহ বা ঢেউ।
৩২ ছাদযুক্ত চত্বর।
৩৪ তদন্ত এমন হওয়াই ভাল।
৩৫ তৌল হিসেবে
নির্ধারিত দাম।
৩৬ বাতিল, রদ। |
|
১ বার্ধক্যজনিত ঈষৎ
বুদ্ধিভ্রংশ।
২ হুতোম প্যাঁচার
নকশার স্রষ্টা।
৩ প্রকাশ বা উদয়।
৪ সময়-অসময়
বিচার না করে।
৫ কাণ্ডজ্ঞানহীন, বোকা।
৬ আজেবাজে কথা।
৭ এক বছর।
১৩ প্রয়োজন সাধনের
ক্ষমতা।
১৬ প্রতিটি লোক হিসেবে।
১৮ অন্নদানকারিণী,
ভগবতী।
১৯ বুদ্ধিচর্চা।
২১ দেবীচণ্ডীর রূপবিশেষ।
২২ অপ্রশস্ত সময়।
২৩ গভীর অন্তরঙ্গতা।
২৫ একসঙ্গে অনেকে
পাশাপাশি বসে আহার।
২৬ ইনি বাংলায়
রামায়ণ অনুবাদ করেন।
২৮ সরকারি গৃহনির্মাণ
বণ্টন ও সংরক্ষণ ব্যবস্থা।
২৯ অধোগতি বা দুর্দশা।
৩১ ছোটবড় দড়ি।
৩৩ পরাধীন। |