টুকরো খবর
আলো নেই, অপরাধ বাড়ছে গন্ধেশ্বরীতে
গন্ধেশ্বরী নদীর পাড়ে সৌন্দর্যায়ণ ও নদীর উপরে কজওয়েটিতে আলোর ব্যবস্থা করার দাবি উঠেছে। সম্প্রতি বাঁকুড়ায় আসা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে এই দাবি জানিয়েছে গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটি। শনিবার বাঁকুড়ার চকবাজারে পুরসভার একটি দু’তলা মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করতে শহরে এসেছিলেন মন্ত্রী। মন্ত্রীকে কাছে পেয়ে তাঁর হাতে পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি ওই কমিটি দেয়। মন্ত্রী দাবিগুলি খতিয়ে দেখার মৌখিক আশ্বাস দিয়েছেন। বিগত দিনে গন্ধেশ্বরী নদীর পাড়ে একাধিক অপরাধমূলক কাজ হয়েছে। গত ছ’মাসের মধ্যেই দু’টি খুনের ঘটনা ঘটেছে এই নদী সংলগ্ন এলাকায়। এ ছাড়াও রাতের অন্ধকারে মাদক দ্রব্যের চোরা কারবারিরাও রমরমিয়ে নদী সংলগ্ন এলাকায় ব্যবসা চালাচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। জেলা পুলিশ সুপার মুকেশ কুমারের কথায়, “গন্ধেশ্বরী নদী সংলগ্ন এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ রুখতে বাঁকুড়া পুরসভাকে আলোর ব্যবস্থা করতে বলা হয়েছে।” গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটির সম্পাদক দেবী পালিত বলেন, “ওই কজওয়েতে আলো না থাকায় একদিকে যেমন রাতে পারাপারের অসুবিধা হচ্ছে, তেমনই সমাজ বিরোধীরাও অন্ধকারের সুযোগ নিচ্ছে। তাই কজওয়েতে আলো বসানোর দাবি জানিয়েছি।” বাঁকুড়ার পুরপ্রধান শম্পা দরিপার আশ্বাস, “গন্ধেশ্বরী নদীর কজওয়েতে আলো বসানোর কাজ আমরা দ্রুত শুরু করতে চলেছি। এক মাসের মধ্যেই সেই কাজ হয়ে যাবে।” নদী বাঁচাও কমিটি জানিয়েছে, মন্ত্রীর কাছে একই সঙ্গে গন্ধেশ্বরী নদীকে দুষণ মুক্ত করা, নদীর পাড়ে বে-আইনি নির্মাণকাজ বন্ধ করা ও নদীর পাড়ে উদ্যান তৈরির আর্জি জানানো হয়েছে।

দুই জেলায় অচল বিএসএনএলের ফোন
দুই জেলা জুড়ে অচল রইল বিএসএনএলের ল্যান্ড ও মোবাইল পরিষেবা। যার জেরে নাকাল হন সাধারণ গ্রাহক থেকে জেলা প্রশাসনের কর্তারাও। বাঁকুড়া জেলা শাসক বিজয় ভারতী বলেন, “হঠাৎই মোবাইল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার মধ্যে পড়ি। তবে ল্যান্ড লাইন কাজ করছিল বলে কিছুটা সমস্যা এড়ানো গিয়েছে।” বিএসএনএলের পরিষেবা নিয়ে এমনিতেই গ্রাহকদের ক্ষোভের অন্ত নেই। বাঁকুড়ার নুনগোলা রোডের বাসিন্দা দেবাশিস দে, বিষ্ণুপুরের মাধবগঞ্জ এলাকার রাজু রজকরা বলেন, “পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ক্রমাগত ঘটেই চলেছে। সরকারি সংস্থার গ্রাহক হয়েও আমরা সবচেয়ে খারাপ পরিষেবা পাচ্ছি।” বিএসএনএলের বাঁকুড়া জেলার জেনারেল ম্যানেজার শ্যামবাবু বলেন, “দুর্গাপুরের রিজিওনাল অফিসে প্রক্রিয়াগত কিছু ত্রুটির জন্যই এই বিপত্তি। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি।” একই অবস্থা পুরুলিয়া জেলারও। মানবাজারের (টেলিকম) জেটিও বিনোদকুমার যাদব বলেন, “বোরো থানার বুরুডি মোড়ে ক্যানাল খোঁড়ার কারণে মাটির নীচে থাকা অপটিক্যাল ফাইবার কেবল কেটে গিয়েছে। মেরামতির কাজ চলছে।”

স্বামী খুন, বধূর জেল
স্বামীকে খুনের অভিযোগে ১৪ দিন জেলহাজত হল স্ত্রীর। ঘটনাটি বলরামপুর থানা এলাকার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলরামপুর থানার বারঘুটু গ্রামের বাসিন্দা কৃষ্ণ সিং সর্দারের (৩৭) সঙ্গে স্ত্রী কুন্তীদেবীর বনিবনা হয় না। কুন্তীদেবী একমাত্র সন্তানকে নিয়ে বাপেরবাড়ি ওই থানারই বাঁশিটাঁড় গ্রামে থাকেন। মাঝে মাঝে ওই যুবক স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে যেতেন। তেমনি রবিবারও দেখা করতে গিয়েছিলেন ওই যুবক। শ্বশুরবাড়িতেই স্ত্রীর সঙ্গে কোনও বিষয় নিয়ে তর্ক শুরু হয়। তখনই ওই যুবক শরীরে কোনও ভাবে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েন। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন। স্থানীয় এক গ্রাম পঞ্চায়েত সদস্যের অভিযোগের ভিত্তিতে মৃতের স্ত্রীকে পুলিশ গ্রেফতার করে। সোমবার ধৃতকে আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।

অন্ধকারে দু’টি গ্রাম
ট্রান্সফর্মার বিকল হয়ে থাকায় প্রায় মাস খানেক অন্ধকারে ডুবে রয়েছে আড়শার হারাদা ও কদমপুর গ্রাম। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, বিদ্যুৎ দফতরে জানানোর পরেও কাজ হয়নি। তাই অবিলম্বে ট্রান্সফর্মার সারানোর দাবিতে সোমবার আড়শা বিদ্যুৎ দফতরে এসইউসির পক্ষ থেকে স্মারকলিপিও দেওয়া হয়। দলের জেলা কমিটির সদস্য রঙ্গলাল কুমার জানান, মাধ্যমিক পরীক্ষা শেষ হতে চলল। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগে ট্রান্সফর্মার সারানোর দাবি জানানো হয়েছে। আড়শা বিদ্যুৎ দফতরের আধিকারিক দেবদাস ভট্টাচার্য জানান, দিন কয়েক ধরে ওই দু’টি গ্রামের ট্রান্সফর্মার বিকল হয়ে রয়েছে। আজ গ্রামের লোকজন তাঁদের কাছে এসেছিলেন। দ্রুত ট্রান্সফর্মার সারানোর আশ্বাস দিয়েছেন তিনি।

দুর্ঘটনায় মৃত্যু
লরির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। পুলিশ জানিয়েছে, বিনোদ মাহাতো (৪৫) নামে মৃত ওই ব্যক্তির বাড়ি পুরুলিয়া মফস্সল থানার সিন্দরি গ্রামে। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-বোকারো জাতীয় সড়কে, পুরুলিয়া মফস্সল থানার আইমন্ডি গ্রামের অদূরে। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ জানায়, ওই ব্যক্তি বাইকে করে চাষমোড় থেকে পুরুলিয়া শহরের দিকে যাচ্ছিলেন। লরিটির খোঁজ চলছে।

সচেতনতা শিবির
মানবাজারের মানভূম কলেজে এক সপ্তাহের জাতীয় সেবা প্রকল্পের শিবির শুরু হয়েছে সোমবার থেকে। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ সচেতনতা বিষয়ক শিবিরের উদ্বোধন করেন সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শমিতা মান্না। ১০ মার্চ পর্যন্ত শিবির চলবে বলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশুতোষ বিশ্বাস জানিয়েছেন।

কর্মিসভা
মানবাজারের কাশিডিতে কংগ্রেসের কর্মিসভা হয়েছে রবিবার। বাঘমুণ্ডির বিধায়ক তথা কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাতো বলেন, “পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জেলার বিভিন্ন ব্লকে কর্মীদের নিয়ে বৈঠক শুরু হয়েছে।”

সদস্য সংগ্রহ
পঞ্চায়েত নিবার্চনের আগে পুরুলিয়ায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। রবিবার প্রথম দিনেই জেলার ৩০০০ শিক্ষক সদস্যপদ গ্রহণ করেছেন বলে দাবি করেছেন সংগঠনের মুখপাত্র সমীরণ মুখোপাধ্যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.