একশো দিনের কাজের সুপারভাইজারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হাসনাবাদের ভবাণীপুর ২ পঞ্চায়েতের ঘোষালআটি মৌজায়। মারধরের অভিযোগ অবশ্য মানতে চাননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হাসনাবাদের বিডিও শ্যামলাল হালদার বলেন, “একটা ঘটনা ঘটেছে বলে শুনেছি। খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” সিপিএমের দাবি, গ্রামের উনন্নয়নে পরিকল্পিত ভাবে বাধা দিতে চাইছে তৃণমূল। সে জন্যই সুপারভাইজারকে মারধর করা হল। তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন গ্রামের মানুষ। মারধর করা হয়নি কাউকে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে ঘোষালআটি মৌজায় একশো দিনের কাজের প্রকল্পে একটি রাস্তার কাজ চলছিল। দেখভাল করছিলেন সুপারভাইজার মনিরুল গাজি। অভিযোগ, সে সময়ে তৃণমূলের স্থানীয় কিছু লোকজন এসে কাজ বন্ধ রাখতে বলে। তা মানতে না চাওয়ায় মাস্টার রোল কেড়ে নিয়ে মনিরুলকে মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, সিপিএম পরিচালিত ওই পঞ্চায়েতে উন্নয়নের কাজে চরম গাফিলতি চলছে। কয়েক দিন আগে এ ব্যাপারে দলের তরফে পঞ্চায়েতে বিক্ষোভ দেখানো হয়েছিল। রাস্তার কাজে গাফিলতির অভিযোগ ওঠায় মাস্টাররোল দেখতে চেয়েছিলেন গ্রামবাসীরা। তাতে মনিরুল হুমকি দেন গ্রামবাসীদের। গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত কর্তৃপক্ষ। |