টুকরো খবর
সরকার নয়, সার্কাস চলছে: সূর্যকান্ত
বক্তা রাজ্যের বিরোধী দলনেতা। ছবি: সুব্রত গুহ।
পরিবর্তনের পর রাজ্যে সরকার নয়, সার্কাস চলছে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। আর তা সংশোধনের জন্য জনগণের পঞ্চায়েত গড়ে তোলার ডাক দিলেন তিনি। সোমবার বিকেলে কাঁথির টাউন হলে ডিওয়াইএফের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী ও কমিউনিস্ট আন্দোলনের পথিকৃত সুকুমার সেনগুপ্তের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এমন কথাই বললেন তিনি। সূর্যকান্তবাবু বলেন, “বামফ্রন্টের আমলে সারা রাজ্যে শিল্পে যে পরিমাণ লগ্নি হয়েছিল তার ২ শতাংশ লগ্নিও এই সরকারের ২১ মাসের আমলে হয়নি।” বিরোধী দলনেতার অভিযোগ, মুখ্যমন্ত্রী রাজ্যে জাতপাত ও ধর্মের নামে বিভেদ আনতে চাইছেন। এই কারণেই বিচ্ছিন্নতাবাদ মাথা চাড়া দিচ্ছে। বিডিওদের হাতে ক্ষমতা তুলে দিয়ে পঞ্চায়েত প্রতিনিধিদের ক্ষমতা হ্রাস করার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সুকুমার সেনগুপ্তের জীবনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন সূর্যকান্তবাবু। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর দুই সদস্য নির্মল জানা, প্রশান্ত পাত্র, ডিওয়াইএফের জেলা সম্পাদক প্রলয় দাস। সভাপতিত্ব করেন জেলা সভাপতি দীপক পণ্ডা।

জমি অধিগ্রহণে নিষেধ
পাঁশকুড়ার মেচগ্রামের কাছে বাইপাস সম্প্রসারণের জন্য নতুন করে আর জমি অধিগ্রহণ হবে না বলে সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। সোমবার জেলা পরিষদ অফিসে সভাধিপতি, সহ-সভাধিপতি, জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক, পাঁশকুড়া জমি সুরক্ষা সংগ্রাম কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, রাস্তার কাজ হবে। পরিকল্পনার কিছুটা পরিবর্তন করে আগে অধিগৃহীত জমিতেই বাইপাস রাস্তা সম্প্রসারণ হবে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, ৬ নম্বর জাতীয় সড়কে মেচগ্রামের কাছে প্রায় ৬ কিলোমিটার বাইপাস সম্প্রসারণের জন্য উত্তর ও দক্ষিণ মেচগ্রাম, কনকপুর, নারান্দা, মহৎপুর, জয়কৃষ্ণপুর ও পশ্চিম ন্যাকড়া গ্রামের বেশ কিছু কৃষিজমি অধিগ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। জমিমালিকেরা এর বিরুদ্ধে আন্দোলনে নামেন। পাঁশকুড়া জমি সুরক্ষা সংগ্রাম কমিটির সম্পাদক উৎপল প্রধান বলেন, “বাইপাস সড়ক সম্প্রসারণের জন্য ২০১০ সালের শেষ দিকে পুনরায় একশোরও বেশি কৃষকের প্রায় ৩০ একর জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি দিয়েছিল জেলা জমি অধিগ্রহণ দফতর। ২০১১ সালের মাঝামাঝি জমি মালিকদের শুনানিতে ডাকা হয়েছিল। প্রতিবাদ জানিয়ে আমরা বলেছিলাম আগেই যে জমি নেওয়া হয়েছে সেখানেই রাস্তা করতে হবে।” এই নিয়ে জেলা পরিষদে স্মারকলিপিও দিয়েছিলেন জমিমালিকেরা। মামুদ হোসেন বলেন, “ বৈঠকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানান আগে অধিগৃহীত জমিতেই বাইপাস সম্প্রসারণের কাজ করা যাবে। তাই নতুন করে অধিগ্রহণ করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ওড়িশা সীমান্তে পুলিশ ক্যাম্প
সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীদের অনুপ্রবেশ ঠেকাতে উদ্যোগী হল পূর্ব মেদিনীপুর পুলিশ-প্রশাসন। এক দিকে বঙ্গোপসাগর আর অন্য দিকে বাংলা-ওড়িশা দুই রাজ্যের সীমান্তরাজ্যের অন্যতম সৈকত পযর্টন কেন্দ্র দিঘা। এই ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে যাতে দুষ্কৃতীরা এ রাজ্যে প্রবেশ না করতে পারে তার জন্য বাংলা-ওড়িশা সীমান্তে সশস্ত্র পুলিশ ক্যাম্প বসাল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদের দিলসুখনগরে বিস্ফোরণের ঘটনার পর থেকেই নড়ে বসেছে কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসন। দিঘা লাগোয়া ওড়িশা সীমান্ত এলাকায় নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার সুকেশ জৈন। কাঁথির মহকুমা পুলিশ অফিসার ইন্দ্রজিৎ বসু জানান, সুরক্ষার জন্য উপকূল থানা তৈরিতে উদ্যোগী হয়েছে পুলিশ। মন্দারমণি ও জুনপুটে দুটি উপকূল থানা-সহ হলদিয়া মহকুমাতেও উপকূল থানা তৈরির উদ্যোগ চলছে বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন।

জাল নোট-সহ গ্রেফতার
জাল নোট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কোলাঘাট থানার ভোগপুর বাজারে। পুলিশ জানিয়েছে, ধৃত মানস বারিক পেশায় শ্রমিক সরবরাহের ঠিকাদার। তিনি খেজুরির পাচুড়িয়া গ্রামের বাসিন্দা। ধৃতকে সোমবার তমলুক আদালতে তোলা হলে বিচারক তিন দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এ দিন সন্ধ্যায় ভোগপুর ষ্টেশন সংলগ্ন বাজারে একটি দোকানে মিষ্টি কেনার পর দোকানদারকে এক হাজার টাকার একটি নোট দেন মানসবাবু। নোট দেখে দোকানদারের সন্দেহ হওয়ায় তিনি পুলিশে খবর দেন। কোলাঘাট থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে আটক করে। উদ্ধার হয় আরও তিনটি এক হাজার টাকার জাল নোট।

সভাগৃহের নামকরণ
এলাকার বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক রমণীমোহন মাইতির নামে নামকরণ করা হল মহিষাদল পঞ্চায়েত সমিতির অধীনে ২ নম্বর অঞ্চলের পঞ্চায়েত ভবনের নবনির্মিত সভাগৃহের। গাঁধীবাদী নেতা রমণীমাহনবাবু এলাকায় আজও বিশেষ ভাবে সমাদৃত। এই উপলক্ষে এক সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান-সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা। দক্ষিণ কাশিমনগরের ইটামগরা ১ নং অঞ্চলটি শীঘ্রই যাতে তাঁর নামে নামকরণ হয়, তার উদ্যোগও ইতিমধ্যে গৃহীত হয়েছে।

স্নানে নেমে মৃত্যু
পুকুরে স্নানের সময় জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মারিশদা থানার খড়িপুকুরিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম ভানুগোপাল পাত্র(৪০)। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ভানুবাবুর মৃগী রোগ ছিল। রবিবার দুপুরে বাড়ির কিছু দূরের একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন ভানুবাবু। কিন্তু জলে নামতেই মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি জলে ডুবে যান। বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাড়ির লোকেরা ভানুবাবুকে পুকুরে ভাসতে দেখেন। এরপর তাঁকে খড়িপুকুরিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত বলে জানান।

মৃতদেহ উদ্ধার
রূপনারায়ণের ধার থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার দুপুরে কোলাঘাট থানার পুলিশ দেহটি উদ্ধার করে। দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতের পকেট থেকে এস এম টুডু নামে খড়্গপুর রেল ওয়ার্কশপের একটি পরিচয় পত্র পাওয়া গিয়েছে। দেহটি ময়না-তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

হস্তক্ষেপ নয় নির্বাচিত সংস্থায়
রাজ্য সরকার গণতান্ত্রিক ভাবে নির্বাচিত কোনও সংস্থার কাজে হস্তক্ষেপ করবে না বলে অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় সোমবার কলকাতা হাইকোর্টে জানান। হলদিয়া পুরসভার নির্বাচিত বোর্ডকে কাজ করতে দেওয়া হচ্ছে না এবং পুলিশকে জানিয়েও লাভ হচ্ছে না বলে অভিযোগ জানিয়ে সেখানকার চেয়ারপার্সন তমালিকা পণ্ডা শেঠ হাইকোর্টে মামলা করেছেন। এ দিন বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে সেই মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেল জানান, নির্বাচিত সংস্থার কাজে হস্তক্ষেপ না-করাটাই সরকারের নীতি। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের ব্যাপারে তিনি পূর্ব মেদিনীপুরের এসপি-র সঙ্গে কথা বলবেন। সাংসদ শুভেন্দু অধিকারী ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বিকেলে হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করেন।

স্মারকলিপির সিদ্ধান্ত
শহর কংগ্রেসের উদ্যোগে রবিবার সভা হল কাঁথিতে। গৃহনির্মাণ ও কর নির্ধারণের ক্ষেত্রে অনিয়ম, বিপিএল তালিকা প্রস্তুতির ক্ষেত্রে দলবাজি ও প্রতি বাড়িতে জলের লাইনের সংযোগ দেওয়ায় দুর্নীতির প্রতিবাদে দলের পক্ষ থেকে কাঁথি পুরসভায় স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয় এ দিন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.