দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় • কলকাতা |
মুখোমুখি দুই ভারতীয় দল। অথচ লড়াইটা আফ্রিকা বনাম আফ্রিকার!
সম্মানের যুদ্ধ নাইজেরিয়ান ওডাফার সঙ্গে দক্ষিণ সুদানের প্রথম আন্তর্জাতিক গোলদাতা জেমস মোগার। মরক্কোর করিম বেঞ্চারিফার সঙ্গে কৌশলের যুদ্ধও ওই মোগারই। নেপথ্যে অবশ্য দেশের অন্যতম প্রশিক্ষিত কোচ ডেরেক পেরিরার মস্তিষ্ক।
আইএফএ শিল্ড শুনলেই বাঙালি ফুটবল জনতার হৃদয়ে জেগে ওঠে মোহনবাগানের ১৯১১-র ইতিহাস। কিন্তু সে রামও নেই। নেই অযোধ্যাও। বাগানে শিল্ড ঢুকেছে পাক্কা দশ বছর আগে। সেই ২০০৩-এ। বাগানের ‘ট্রফি চাই, ট্রফি দাও’-এর বাজারে আইএফএ শিল্ডই এ বার ঘুরে দাঁড়ানোর শেষ মঞ্চ ওডাফাদের। মোহনবাগান প্রতিনিধির সামনেই সোমবার লটারিতে ইস্টবেঙ্গলের গ্রুপে চলে গিয়েছে মুক্তিযোদ্ধার পরিবর্ত দল ওএনজিসি। সেখানে পুণে, সাপ্রিসা, ইউনাইটেড সিকিমের সঙ্গে কঠিন গ্রুপে মোহনবাগান। সোমবার সকালে কল্যাণীতে অনুশীলন সেরে হোটেলে যাওয়ার পথে কোচ করিমও বলে গেলেন, “কঠিন এই গ্রুপে পুণের বিরুদ্ধে নিজেদের সেরাটাই মেলে ধরতে হবে।” একই কথা আওড়ে টিমবাসে উঠলেন অধিনায়ক ওডাফাও।
কিন্তু বিপক্ষে যে মোগা! যার সঙ্গে আবার ওডাফার ফুটবল সংক্রান্ত মন-কষাকষি! আই লিগে পুণেতে অমীমাংসিত ম্যাচের পর দু’জনের একে অপরকে লক্ষ্য করে বিষোদগার এখনও ভোলেননি অনেকেই। ডেরেকের দলের মাঝমাঠ থেকে কর্মা সেওয়াং যখন তখন ইনসাইড কাট করে ঢুকে এসে বল বাড়ান ওই মোগাকেই। লম্বা মোগা শূন্যের বল হেড দিয়ে নামিয়ে দেন ডুহু পিয়েরকে। খুলে যায় পুণের গোলের রাস্তা। এই পরিস্থিতিতে জাতীয় দলে বাগানের নির্মল, নবি, জুয়েল। চোটের কারণে নেই অরিন্দম, স্নেহাশিস। তা হলে? ওডাফা মন্তব্য করতে না চাইলেও করিম বলছেন, “কোনও বিশেষ ফুটবলার নয়। নিজেদের নিয়েই ভাবছি।” মোগার হেড বন্ধ করতে দু’প্রান্ত থেকে সেন্টার তুলিয়ে বল বিপন্মুক্ত করার অনুশীলন হয়েছে এ দিন জোরকদমে। চিকিৎসকের কাছে যাওয়ায় এ দিন অনুশীলনে না থাকলেও গোলে শিল্টনকেই মঙ্গলবার দেখার সম্ভাবনা প্রবল। চার বিদেশির মধ্যে ইচে-ওডাফা থাকছেন। কুইনটন না টোলগে? এই প্রশ্নে করিম সময় নিচ্ছেন। তবে ৪-৪-২ ছকে দ্বিতীয় জনেরই খেলার সম্ভাবনা বেশি।
উলটো দিকে ডেরেক পেরিরার দলেরও জেজে, গুরজিন্দর, আরাতা এই মুহূর্তে জাতীয় দলে। সকালে অনুশীলন সেরে বেরোবার মুখে পুণে এফসি কোচ বললেন, “ওডাফা-টোলগের জন্যই সমীহ করছি মোহনবাগানকে। আর নিজের রিজার্ভ বেঞ্চকে দেখে নেওয়ার এটাই সুযোগ।” তিন বিদেশির মধ্যে মোগা-ডুহুর সঙ্গে নবাগত লাইবেরিয়ার বইমা কারপেকে নিয়েই বাগান লণ্ডভণ্ড করার ছক ডেরেকের।
সেই ছক ওডাফা-করিম ভেস্তে দিয়ে তিন পয়েন্ট নিয়ে তাঁদের ঐতিহ্যের শিল্ডে নিজেদের অস্তিত্ব মজবুত করতে পারে কি না সেই উত্তর পেতে অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার। |