লড়াই আজ মাঠের বাইরেও
মোরিনহোর মগজাস্ত্র আর ফার্গির গেমপ্ল্যান
রোনাল্ডো বনাম রুনি দুই অসাধারণ ফুটবলারের ব্যক্তিগত দক্ষতা! না কি মোরিনহো বনাম ফার্গুসন ধুরন্ধর দুই ফুটবল কোচের গেমপ্ল্যান! কোন উৎকর্ষতা মঙ্গলবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে বাজিমাত ঘটাবে? চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর ফিরতি রাউন্ডে রিয়াল মাদ্রিদ বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মহা-লড়াইয়ের চব্বিশ ঘণ্টা আগে ফুটবল-বিশ্ব এই জল্পনাতেই মশগুল।
জোহান ক্রুয়েফ মনে করেন, রিয়ালের ইতিহাসে রোনাল্ডোর গোল স্কোরিং দক্ষতা অ্যালফ্রেড ডি’স্তেফানোর চেয়েও বেশি! অ্যালান শিয়ারারের আবার ধারণা, এই ম্যাচ রোনাল্ডো কিংবা ফার্গুসন-মোরিনহো, তিন জনের কাছেই প্রচুর চাপের। তুলনায় রুনির উপর প্রচারের আলো অনেকটাই কম। সে কারণে ম্যাচের নায়ক শেষমেশ রুনি হয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই। ম্যাচের আগের দিন রুনি নিজেও বলছেন, “রোনাল্ডো ম্যাঞ্চেস্টারে যা খেলত এখন তার চেয়েও ভাল খেলছে। আবার আমার এখন ঠিক সেই বয়স, যখন ফুটবলার তার সেরা ফর্মে পৌঁছয়। ইউনাইটেডের হয়ে দু’শো গোল করা আমার লক্ষ্য। এখন সংখ্যাটা ১৯৬। সেটা মাথায় রেখে রিয়াল ম্যাচে নামব।”
হোসে মোরিনহোর মগজাস্ত্রের কাছে স্যর অ্যালেক্স ফার্গুসন ছিয়াশি শতাংশ বার পর্যুদস্ত হয়েছেন। অথচ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউয়ের ৭১ বছর বয়সি বস বরাবর মোরিনহোকে কব্জা করেছেন। সেখানে ফার্গির সাফল্য একশো শতাংশ। শেষ বার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলান নিয়ে ম্যাঞ্চেস্টারে এসে ম্যান ইউয়ের কাছে ০-২ হার হজম করেছিলেন মোরিনহো। রিয়াল মাদ্রিদ কি মোরিনহোর পয়া হবে? কেননা চ্যাম্পিয়ন্স লিগে যে দু’টিমাত্র স্প্যানিশ ক্লাবের ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউকে হারানোর কৃতিত্ব আছে তার অন্যতম রিয়াল। অন্যটি দেপোর্তিভো লা করুনা।

‘ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডকে আমি গোল দিলে তার পরে কী করব জানি না। হয়তো আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা গোলের সেলিব্রেশন হবে। তবে অবশ্যই সেই সুন্দর মুহূর্তটা পেতে চাই।’ ‘ওল্ড ট্র্যাফোর্ডে পুরনো টিমমেট রোনাল্ডোর সঙ্গে স্মরণীয় পুনর্মিলন ঘটানোর জন্য আমার ভেতর প্রচুর রসদ জমা আছে।’

মোরিনহোর দল ওল্ড ট্র্যাফোর্ডে চ্যাম্পিয়ন্স লিগে এখনও কোনও ম্যাচ জেতেনি। পোর্তো ও ইন্টারের হয়ে দু’বার ম্যান ইউয়ের কাছে হেরেছেন।
ফার্গুসন-মোরিনহো দ্বৈরথে ম্যান ইউ বস ১৫ সাক্ষাতে মাত্র দু’বার জিতেছেন।

রিয়ালের সেই ২০০৩ কোয়ার্টার ফাইনাল ম্যাচই তাদের শেষ বার ওল্ড ট্র্যাফোর্ডে লড়াই। আর কী ঐতিহাসিক লড়াই! ব্রাজিলের রোনাল্ডোর হ্যাটট্রিকে রিয়াল তিন-তিন বার এগিয়েও ৩-৪ হেরেছিল। আবার দু’পর্ব মিলিয়ে ৬-৫ জিতেছিল। বেকহ্যামের দ্বিতীয়ার্ধে চোদ্দো মিনিটের মধ্যে করা দু’গোলে সে দিন ওল্ড ট্র্যাফোর্ডে জিতেছিল ম্যান ইউ। মঙ্গলবার মারাদোনার সঙ্গে ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতে বিশেষ দর্শক হিসেবে থাকার কথা প্যারিস সাঁ জাঁ-র বেকহ্যামেরও। নিশ্চয়ই তুমুল আগ্রহ থাকবে দেখার, দশ বছর আগের বড় রোনাল্ডো এ বার হতে পারেন কি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
‘সিআর সেভেন’ পুরনো ক্লাবের শহরে পা রাখতেই বিমানবন্দর থেকেই সমর্থকদের তুমুল অভ্যর্থনা কুড়িয়েছেন এ দিন। বিশাল সমর্থক বাহিনীর মধ্যে রিয়ালের মতো ম্যান ইউ ভক্তও ছিল প্রচুর। এক সপ্তাহের মধ্যে দু’বার বার্সেলোনাকে হারিয়ে তেতে থাকা রিয়ালের ততোধিক চাঙ্গা থাকা মহাতারকা ম্যাঞ্চেস্টারে পৌঁছে বলেছেন, “বের্নাবৌতে এই ম্যাচের প্রথম লেগে আমি গোল করলেও ওল্ড ট্র্যাফোর্ডে গোল করতে পারলে আলাদা আনন্দ হবে। যার সঙ্গে অন্য কোনও গোলের তুলনা চলে না।”
রিয়াল অধিনায়ক কাসিয়াস ২৩ জানুয়ারির পর এই প্রথম স্কোয়াডে ঢুকেছেন। তবে সদ্য অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে ওঠা কাসিয়াসের এই ম্যাচে গোলকিপিং করার সম্ভাবনা খুব কম। মোরিনহো তাঁকে ম্যাঞ্চেস্টারে নিয়ে এসেছেন ম্যাচের অসীম গুরুত্ব মাথায় রেখে দলকে আরও উদ্বুদ্ধ রাখতে। রোনাল্ডো-দি’মারিয়া-বেঞ্জিমা-র্যামোস বা রুনি-ফার্দিনান্দ-এভরা-ফান পার্সি, দু’দলে এত বিরাট বিরাট নাম থাকা সত্ত্বেও। ফার্গুসনের আবার অন্য চিন্তা। ফার্দিনান্দের সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে ভিডিচ, না জনি ইভান্স? কাকা-র পরে নেমে দৌড় সামলাতে যে অঙ্ক নির্ভুল হওয়া জরুরি ফার্গির।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.