বাস থেকে পড়ে জখম, হাসপাতালে মাধ্যমিক ছাত্রের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পরীক্ষাকেন্দ্রে আসার পথে বাসের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। প্রথমে তাকে পরীক্ষাকেন্দ্রেই নিয়ে যাওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থা দেখে তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষমেশ হাসপাতালেই পরীক্ষা দিয়েছে সন্দীপ মণ্ডল নামে ওই ছাত্র। |
|
হাসপাতালেই পরীক্ষা দিচ্ছে সন্দীপ। ছবি: রামপ্রসাদ সাউ। |
সন্দীপের বাড়ি শালবনি থানা এলাকার সাতপাটিতে। সাতপাটি হাইস্কুলের এই ছাত্রের মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র হয়েছে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে। বাসে চেপেই যাতায়াত করছিল সে। সোমবারও সাতপাটি থেকে গোয়ালতোড়-মেদিনীপুর রুটের একটি বাসে ওঠে। ভিড় থাকায় সিঁড়ি বেয়ে বাসের ছাদে ওঠে। মৌপাল হাইস্কুলের কাছে বাসটি থামলে সিঁড়ি বেয়ে নীচে নামছিল সন্দীপ। এক হাত ছিল সিঁড়িতে। অন্য হাতে ছিল স্কুলব্যাগ। তখনই বেকায়দায় রাস্তায় পড়ে যায় সে। হাত-পা-মাথায় চোট লাগে। স্থানীয়রাই সন্দীপকে উদ্ধার করে মৌপাল হাইস্কুলে নিয়ে আসে। স্কুল-কর্তৃপক্ষ যোগাযোগ করেন ব্লক অফিস এবং ব্লক হাসপাতালে। কী করণীয়, তা জানতে চান। এ দিন ছিল অঙ্ক পরীক্ষা। তবে খাতায় নাম, রোল নম্বর লেখার পরই অসুস্থ বোধ করে সন্দীপ। তখন তাকে মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হয়। সাতপাটি থেকে একটি অ্যাম্বুল্যান্স এসে পৌঁছয় মৌপালে। হাসপাতালেই পরীক্ষা দেয় ওই ছাত্র।
জখম সন্দীপের সঙ্গে মেদিনীপুর মেডিক্যালে এসেছিলেন তার দিদি বুবুন মণ্ডল। তিনি বলেন, “আমি তখন বাড়িতে ছিলাম। হঠাৎই খবর পাই, ভাই বাস থেকে নামার সময় পড়ে গিয়েছে।” কী ভাবে ঘটল এই ঘটনা? প্রত্যক্ষদর্শী একজন জানান, ওই ছাত্র সিঁড়ি বেয়ে নামার সময় অন্য এক ছাত্রও বাসের উপর থেকে নামছিল। তার পা এই ছাত্রের হাতের উপর লাগার পরই দুর্ঘটনাটি ঘটে। সিঁড়ি হাতছাড়া হয়ে রাস্তায় পড়ে সন্দীপ। মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূন পড়িয়া বলেন, “ছাত্রটির চোট ছিল। স্কুলে এসে একবার বমিও করে। পরিস্থিতি দেখে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়।” |
|