শহরের পুরনো চক বাজারের মাছের আড়ত উঠে আসতে চলেছে কালনা নিয়ন্ত্রিত বাজার সমিতির ভবনে। সোমবার মহকুমাশাসকের কার্যালয়ে একটি বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে।প্রায় দেড় দশক আগেই জিউধারা এলাকার নিয়ন্ত্রিত বাজার সমিতি ঘিঞ্জি চকবাজার এলাকা থেকে মাছের আড়ত সরিয়ে আনার চেষ্টা করেন। সংস্থার ভবনের মধ্যে মাছের আড়ত চালানোর জন্য কয়েকটি ঘর নির্দিষ্ট আর্থিক চুক্তিতে বিলিও করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে পুরনো জায়গা ছেড়ে বেশিরভাগ আড়তদারই উঠে আসতে চাননি বলে অভিযোগ। সম্প্রতি চকবাজারের ১৭ জন মাছ ব্যবসায়ী নিয়ন্ত্রিত বাজার সমিতির চেয়ারম্যান তথা কালনার মহকুমাশাসক শশাঙ্ক শেঠির কাছে মাছের আড়তটি নিয়ন্ত্রিত বাজার সমিতিতে স্থানান্তরিত করার জন্য আবেদন জানান। সোমবার মহকুমাশাসকের কার্যালয়ে একটি বৈঠক বসে। ঠিক হয়, অক্ষয় তৃতীয়ার পরই আড়তটি নিয়ন্ত্রিত বাজার সমিতির ভবনে চলে আসবে। মহকুমাশাসক জানান, নিয়ন্ত্রিত বাজার সমিতির কমপ্লেক্সের মধ্যে মাছের আড়তটি দ্রুত চালু হবে। আলো, জল-সহ প্রয়োজনীয় পরিকাঠামোগত ব্যবস্থা করবে নিয়ন্ত্রিত বাজার সমিতি। নিয়ন্ত্রিত বাজার সমিতির কমপ্লেক্সের ভিতর সদ্য নির্মিত সব্জি হিমঘরটি চালুর ব্যাপারেও আলোচনা হয়। |
দুঘর্টনায় মৃত্যু হল এক ছাত্রের। নাম রাজা ভট্টাচার্য (২০)। বাড়ি কাটোয়ার ছোটলাইন এলাকায়। এ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল তাঁর। সোমবার আত্মীয়ের সঙ্গে বাইকে চড়ে ফেরার পথে কাটোয়ার ডাকবাংলো মোড়ে বাইক উল্টে জখম হন দু’জনেই। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রাজার মৃত্যু হয়। |
কাটোয়া
শিবির। জাজিগ্রাম প্রাথমিক বিদ্যালয়। দিনরাত।
উদ্যোগ: জাতীয় সেবা প্রকল্প, কাটোয়া কলেজ। |