টুকরো খবর
হিরাপুরে ব্যহত যান চলাচল
বাসিন্দাদের বাধায় হিরাপুরের রিভারসাইড এলাকায় চলাচল করতে পারছে না যাত্রীবাহী বাস। চারদিন ধরে এলাকার কিছু বাসিন্দা বোরিংডাঙা সংলগ্ন রিভারসাইড রোডে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। তাঁদের অভিযোগ, গত এক মার্চ স্কুল থেকে বাড়ি ফেরার পথে মিনিবাসের ধাক্কায় মারা যায় স্কুল ছাত্র আইলেন মান্ডি (৬)। ক্ষতিপূরণের প্রতিশ্রুতি মিললেও বাসটির মালিক তা দিচ্ছেন না। সোমবার আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ রায় জানান, এ দিনও তাঁরা বাস চালাতে পারেননি। তিনি বলেন, “ঘাতক মিনিবাসের মালিক নির্দিষ্ট ক্ষতিপূরণ দিতে চেয়েছেন। কিন্তু বাসিন্দারা আরও বেশি টাকা চাইছেন। তা দেওয়া সম্ভব নয়। আরও অভিযোগ, ওই এলাকায় বাস চালানো হলে বাসিন্দারা বাস ভাঙচুর করার হুমকি দিচ্ছেন বাসিন্দারা। তাই বাস নিয়ে যেতে কেউ রাজি হচ্ছেন না। হিরাপুর পুলিশ জানায়, বিক্ষুব্ধদের সঙ্গে বাস মালিকদের একাধিকবার বৈঠক করার ব্যবস্থা করেছেন তাঁরা। কিন্তু সন্তোষজনক সমাধানসূত্র না বেরনোয় সমস্যা মিটছে না। দ্রুত বাস চালানোর ব্যবস্থা করা হবে।

বিদ্যুতের দাবি
বিদ্যুতের দাবিতে সোমবার রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির আপকার গার্ডেন কার্যালয়ে স্থানীয় কাউন্সিলর ওয়াসিমূল হকের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। তাঁরা আসানসোল ৩২ নম্বর ওয়ার্ডের গুলজার মহল্লার বাসিন্দা। অভিযোগ, দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী শহর এলাকার বাসিন্দাদের জন্য নির্মিত বিএসইউপি কলোনির আবাসনগুলিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। গত দেড় বছর ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন তাঁরা। স্থানীয় বাসিন্দা তথা কংগ্রেস নেতা এসএম মুস্তাফার অভিযোগ, পুরসভা ও বিদ্যুৎ আধিকারিকদের এবিষয়ে উদ্যোগী হতে আবেদন করলেও কিছুই হয়নি। আসানসোল পুরসভার ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায় জানান, কারিগরি সমস্যার জন্য বিদ্যুৎ সংযোগে কিছুটা বিলম্ব হয়েছে। তবে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

অসহযোগিতা, শ্রমিক বিক্ষোভ
শ্রমিকদের স্বার্থে কোনও কাজ করছেন না বলে অভিযোগ উঠল ইসিএলের বাঁকোলা কোলিয়ারির পার্সোনেল ম্যানেজারের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সোমবার বাঁকোলা কোলিয়ারি কার্যালয়ে আড়াই ঘণ্টা বিক্ষোভ দেখান খাদান শ্রমিক কংগ্রেস। তাঁদের অভিযোগ, পার্সোনেল ম্যানেজার গৌতম সেনগুপ্ত শ্রমিকদের কোনও কাজ করছেন না। গৌতমবাবু জানান, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা।

বিদ্যুৎ চুরিতে অভিযুক্ত শতাধিক
বিদ্যুৎ চুরির অভিযোগে গত ৭ দিনে ১১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি। একই সঙ্গে প্রায় ৫০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডিভিশনাল ইঞ্জিনিয়র মিতেশ দাশগুপ্ত জানান, বেশ কিছুদিন ধরেই মহকুমার বিভিন্ন প্রান্তে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি আসানসোলের আপকার গার্ডেন এলাকায় মিটারে কারচুপির সময়ে দু’জনকে হাতেনাতে ধরেন বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা।

দুষ্কৃতী গ্রেফতার
ডিকি ভেঙে টাকা চুরির অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল রানিগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নরেশ পণ্ডিত। গত ৭ জানুয়ারি তিলক রোড এলাকার বাসিন্দা বীরু ডোমের স্কুটারের ডিকি ভেঙে কয়েক হাজার টাকা লুঠ হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই দুষ্কৃতীকে ধরেছে।

যন্ত্রাংশ চুরিতে ধৃত
রেলের যন্ত্রাংশ চুরির অভিযোগে এক দুষ্কৃতীকে বমাল ধরল রানিগঞ্জ আরপিএফ। পুলিশে জানিয়েছে, ধৃত ওই দুষ্কৃতীর নাম শেখ কালাম। রবিবার রাতে রানিগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

কোথায় কী

আসানসোল

সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতা। সকাল দশটা। রেল মাঠ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.