খেলার টুকরো খবর

জয়ী তারকেশ্বর

৩৩টি কলেজকে নিয়ে শুরু হল বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রিকেট। এ দিন হুগলির তারকেশ্বর কলেজ ৯ উইকেটে হারায় বাঁকুড়ার সোনামুখি কলেজকে। প্রথমে সোনামুখি ১৯ ওভারে করে ৭৮ রান। পরে তারকেশ্বর ১৯.২ ওভারে ৭৯-১ রান করে। আজ, মঙ্গলবার ইউওয়াইটি খেলবে বিএন দত্ত কলেজের বিরুদ্ধে।

ওয়ার্ড ক্রিকেট

আজ, মঙ্গলবার থেকে কাটোয়ার ওয়ার্ডভিত্তিক ক্রিকেটে কোয়ার্টার ফাইনাল পর্যায়ের খেলা শুরু হবে। এ দিন দু’টি খেলা হবে। প্রথমটিতে খেলবে ৫ ও ১৭ নম্বর ওয়ার্ড। দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে ৬ ও ১৮ নম্বর ওয়ার্ড। এই চার ওয়ার্ড ছাড়াও শেষ আটে পৌঁছেছে ৩, ৪, ১২ ও ১৪ নম্বর ওয়ার্ড। সব খেলাই হবে কাটোয়ায় স্টেডিয়াম ময়দানে।

হারল শিলিগুড়ি

সিএবি আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে দুর্গাপুর জোনে খড়গপুর ব্লুজ ৬৯ রানে শুভজিৎ মৈত্র দাতু মেমোরিয়াল কোচিং সেন্টার শিলিগুড়িকে হারায়। ডিসিসি মাঠে প্রথমে ব্যাট করে খড়গপুর ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। জবাবে ১০৫ রানের বেশি তুলতে পারেনি শিলিগুড়ি। শিলিগুড়ির হয়ে দেবজ্যোতি ঘোষ তিনটি ও গৈরিশ চক্রবর্তী তিনটি উইকেট নেন।

জয়ী বরাকর

আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেটে সোমবার আসানসোল স্টেডিয়ামের খেলায় জিতল বরাকর মারোয়ারি সিসি। তারা রাধানগর সিএকে ৭০ রানে হারায়। প্রথমে ব্যাট করে বরাকর ৪ উইকেটে ১৭৮ রান করে। ১০৮ রানে গুটিয়ে যায় রাধানগর।

চ্যাম্পিয়ন বালক

এইচসিএল বিবেকানন্দ ক্লাব ও এইচসিএল বয়েজ ক্লাবের উদ্যোগে ক্রিকেটে সোমবারের ফাইনালে চ্যাম্পিয়ন হল বালক সঙ্ঘ। স্থানীয় মাঠে তারা মিহিজাম সৃজনী ক্লাবকে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে মিহিজাম ৯২ রানে শেষ হয়ে যায়। জবাবে ২ উইকেটে জয়ের রান তুলে নেয় বালক সঙ্ঘ।

হারল বলরামপুর
পারবেলিয়া সরস্বতী ক্লাব ও আদিবাসী ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত ফুটবলে প্রথম দিন সোমবারের খেলায় জিতল হুগলি গুড়াপ আদিবাসী ক্লাব। পারবেলিয়া মাঠে তারা ইউনাইটেড বলরামপুরকে ১ গোলে হারায়।

জিতল মাইথন
সালানপুর স্কুল মাঠে ক্রিকেটে সোমবারের খেলায় জিতল মাইথন সি একাদশ। তারা এইচসিএল জেটিএসকে ২১ রানে হারায়। প্রথমে ব্যাট করে মাইথন ৭ উইকেটে ১০৫ রান করে। জবাবে ৮৪ রানে খেলা শেষ করে দেয় জেটিএস।

হারল দোমহানি
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটে সোমববার আসানসোল রেলমাঠের খেলায় বিজয়ী হল পূব রেল আসানসোল এসএ। তারা দোমহানি একাদশকে ৯১ রানে হারায়। প্রথমে ব্যাট করে পূর্ব রেল ৫ উইকেটে ২৯৪ রান করে। জবাবে ২০৩ রানের বেশি করতে পারেনি দোমহানি।

জিতল কোকওভেন
ডিপিএল স্পোটর্স কমিটির পরিচালনায় আন্তঃবিভাগীয় ক্রিকেটে প্রথম সেমিফাইনালে জিতল কোকওভেন স্পোর্টস ক্লাব। তারা ৯ উইকেটে পাওয়ার প্ল্যান্ট স্পোটর্স ক্লাব বি টিমকে হারায়। ডিপিএসএ মাঠে প্রথমে ব্যাট করে পাওয়ার প্ল্যান্ট ৯ উইকেটে ১১৪ রান করে। জবাবে ১ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় কোকওভেন।

চ্যাম্পিয়ন পিয়ারিগঞ্জ
তেলিপাড়া সবুজ সঙ্ঘের ক্রিকেটে চ্যাম্পিয়ন হল পিয়ারিগঞ্জ। ক্লাবের মাঠেই তারা আড়া ভিলেজ কালচারকে ৬০ রানে হারায়। জবাবে আড়া ১১৫ রানের বেশি করতে পারেনি। বিজয়ী দলের হয়ে ৪০ রান ও পাঁচটি উইকেট নিয়ে খেলার সেরা হন অমর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.