খেলার টুকরো খবর |
|
জয়ী তারকেশ্বর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
৩৩টি কলেজকে নিয়ে শুরু হল বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রিকেট। এ দিন হুগলির তারকেশ্বর কলেজ ৯ উইকেটে হারায় বাঁকুড়ার সোনামুখি কলেজকে। প্রথমে সোনামুখি ১৯ ওভারে করে ৭৮ রান। পরে তারকেশ্বর ১৯.২ ওভারে ৭৯-১ রান করে। আজ, মঙ্গলবার ইউওয়াইটি খেলবে বিএন দত্ত কলেজের বিরুদ্ধে।
|
ওয়ার্ড ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
আজ, মঙ্গলবার থেকে কাটোয়ার ওয়ার্ডভিত্তিক ক্রিকেটে কোয়ার্টার ফাইনাল পর্যায়ের খেলা শুরু হবে। এ দিন দু’টি খেলা হবে। প্রথমটিতে খেলবে ৫ ও ১৭ নম্বর ওয়ার্ড। দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে ৬ ও ১৮ নম্বর ওয়ার্ড। এই চার ওয়ার্ড ছাড়াও শেষ আটে পৌঁছেছে ৩, ৪, ১২ ও ১৪ নম্বর ওয়ার্ড। সব খেলাই হবে কাটোয়ায় স্টেডিয়াম ময়দানে।
|
হারল শিলিগুড়ি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সিএবি আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে দুর্গাপুর জোনে খড়গপুর ব্লুজ ৬৯ রানে শুভজিৎ মৈত্র দাতু মেমোরিয়াল কোচিং সেন্টার শিলিগুড়িকে হারায়। ডিসিসি মাঠে প্রথমে ব্যাট করে খড়গপুর ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। জবাবে ১০৫ রানের বেশি তুলতে পারেনি শিলিগুড়ি। শিলিগুড়ির হয়ে দেবজ্যোতি ঘোষ তিনটি ও গৈরিশ চক্রবর্তী তিনটি উইকেট নেন।
|
জয়ী বরাকর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেটে সোমবার আসানসোল স্টেডিয়ামের খেলায় জিতল বরাকর মারোয়ারি সিসি। তারা রাধানগর সিএকে ৭০ রানে হারায়। প্রথমে ব্যাট করে বরাকর ৪ উইকেটে ১৭৮ রান করে। ১০৮ রানে গুটিয়ে যায় রাধানগর।
|
চ্যাম্পিয়ন বালক
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
এইচসিএল বিবেকানন্দ ক্লাব ও এইচসিএল বয়েজ ক্লাবের উদ্যোগে ক্রিকেটে সোমবারের ফাইনালে চ্যাম্পিয়ন হল বালক সঙ্ঘ। স্থানীয় মাঠে তারা মিহিজাম সৃজনী ক্লাবকে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে মিহিজাম ৯২ রানে শেষ হয়ে যায়। জবাবে ২ উইকেটে জয়ের রান তুলে নেয় বালক সঙ্ঘ।
|
হারল বলরামপুর
নিজস্ব সংবাদদাতা • কুলটি |
পারবেলিয়া সরস্বতী ক্লাব ও আদিবাসী ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত ফুটবলে প্রথম দিন সোমবারের খেলায় জিতল হুগলি গুড়াপ আদিবাসী ক্লাব। পারবেলিয়া মাঠে তারা ইউনাইটেড বলরামপুরকে ১ গোলে হারায়।
|
জিতল মাইথন
নিজস্ব সংবাদদাতা • সালানপুর |
সালানপুর স্কুল মাঠে ক্রিকেটে সোমবারের খেলায় জিতল মাইথন সি একাদশ। তারা এইচসিএল জেটিএসকে ২১ রানে হারায়। প্রথমে ব্যাট করে মাইথন ৭ উইকেটে ১০৫ রান করে। জবাবে ৮৪ রানে খেলা শেষ করে দেয় জেটিএস।
|
হারল দোমহানি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটে সোমববার আসানসোল রেলমাঠের খেলায় বিজয়ী হল পূব রেল আসানসোল এসএ। তারা দোমহানি একাদশকে ৯১ রানে হারায়। প্রথমে ব্যাট করে পূর্ব রেল ৫ উইকেটে ২৯৪ রান করে। জবাবে ২০৩ রানের বেশি করতে পারেনি দোমহানি।
|
জিতল কোকওভেন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ডিপিএল স্পোটর্স কমিটির পরিচালনায় আন্তঃবিভাগীয় ক্রিকেটে প্রথম সেমিফাইনালে জিতল কোকওভেন স্পোর্টস ক্লাব। তারা ৯ উইকেটে পাওয়ার প্ল্যান্ট স্পোটর্স ক্লাব বি টিমকে হারায়। ডিপিএসএ মাঠে প্রথমে ব্যাট করে পাওয়ার প্ল্যান্ট ৯ উইকেটে ১১৪ রান করে। জবাবে ১ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় কোকওভেন।
|
চ্যাম্পিয়ন পিয়ারিগঞ্জ
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
তেলিপাড়া সবুজ সঙ্ঘের ক্রিকেটে চ্যাম্পিয়ন হল পিয়ারিগঞ্জ। ক্লাবের মাঠেই তারা আড়া ভিলেজ কালচারকে ৬০ রানে হারায়। জবাবে আড়া ১১৫ রানের বেশি করতে পারেনি। বিজয়ী দলের হয়ে ৪০ রান ও পাঁচটি উইকেট নিয়ে খেলার সেরা হন অমর। |
|