এখনও অধরা
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
তাঁর হাত ধরে টানাটানির সময়ে চিৎকার করে প্রতিবাদ করেছিলেন বছর বাইশের মহসিনা খাতুন। ‘শাস্তি’ হিসেবে বাড়ির সামনেই গুলি করে ওই তরুণীকে খুন করে এলাকার পরিচিত সমাজবিরোধী আব্দুল রহিম। শনিবার বিকেলে ওই ঘটনার পরে জেলা পুলিশ সুপার প্রসূন বন্দোপাধ্যায়ের আশ্বাস ছিল, পুলিশের জালে ধরা পড়বে দুষ্কৃতী। কিন্তু মালদহের সুজাপুরের ওই খুনের পরে প্রায় দেড় দিন পেরিয়ে গেলেও রবিবার রাত পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে রহিম ইতিমধ্যেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছে। প্রসূনবাবু অবশ্য বলেন, “রহিমকে ধরার জন্য একটি স্পেশাল টিম তল্লাশি চালাচ্ছে। সে যে বাংলাদেশে পালিয়ে যেতে পারে সে কথা মাথায় রেখে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।”
|
জামাতের ডাকা বন্ধের প্রথম দিন রবিবার কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত স্বাভাবিক রয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যায়, রবিবার চালকদের ছুটির দিন থাকে বলে অন্য দিনের চেয়ে ট্রাক কম যাতায়াত করে। সেই হিসাবেই এ দিন ভুটানের ১২টি ও ভারতের ৫টি ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশ গিয়েছে। অন্য দিকে বাংলাদেশ থেকে এ দেশে ঢুকেছে ২২টি পণ্যবাহী ট্রাক। দু’দেশে যাতায়াত করেছেন অন্তত ৪০ জন বাসিন্দা। মেখলিগঞ্জের মহকুমা শাসক জ্যোর্তিময় তাঁতি জানান, চ্যাংরাবান্ধা সীমান্ত স্বাভাবিক। ভারত বাংলাদেশ এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সম্পাদক মূলচাঁদ বুচ্চা বলেন, “অন্য রবিবারের মত দুই দেশে স্বাভাবিক সংখ্যার পণ্যবাহী ট্রাক যাতায়াত করেছে।”
|
কুপিয়ে খুন, নালিশ
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
জমি নিয়ে কিছুদিন ধরে কাকার সঙ্গে ভাইপোর বিবাদ চলছিল। ওই বিবাদের জেরে ভাইপোকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে কাকা ও তাঁর ছেলেদের বিরুদ্ধে। গত শনিবার রাতে ইংরেজবাজার থানার আটগামা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম জালালউদ্দিন শেখ (২০)। ভাইপোকে খুন করার অভিযোগে কাকা ফকির শেখ ও তাঁর তিন ছেলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় বাস্তু জমির দখল নিয়ে কাকার সঙ্গে ভাইপোর বচসা শুরু হয়। অভিযুক্তরা পলাতক।
|
ভস্মীভূত ১০টি বাড়ি
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
পুড়ে ভস্মীভূত হল ১০টি বাড়ি। মালদহের হরিশ্চন্দ্রপুরের বেজপুরা এলাকায় রবিবার বিকালে ঘটনাটি ঘটে। দমকল সূত্রে জানা যায়, মতিউর রহমান নামে এক বাসিন্দার বাড়ির রান্নাঘর থেকে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। বিধায়ক তজমুল হোসেন জানান, দ্রুত ত্রাণ দিতে পঞ্চায়েত-প্রশাসনকে বলেছি।
|
অবৈধ ভাবে চাষ করা পোস্ত খেতে হানা দিয়ে গাছ কেটে নষ্ট করে দিল পুলিশ। মালদহের চাঁচলের দামাইপুর ও জালালপুরে রবিবার দুপুরে পুলিশ হানা দিয়ে ১৫ বিঘা জমির গাছ নষ্ট করে দেয়। ওই চাষে জড়িতদের কেউ ধরা পড়েনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এ দিন চাঁচলের এসডিপিও পিনাকিরঞ্জন দাস জানান, জমির মালিকানা জানতে ভূমি ও ভূমি সংস্কার দফতরকে চিঠি দেওয়া হবে। তার পরেই এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
|
মোবাইল টাওয়ারের ব্যাটারি, যন্ত্রাংশ চুরি করার সময় এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। মালদহের রতুয়ার রঘুনাথপুর থেকে শনিবার রাতে ওই দুষ্কৃতীকে ধরা হয়। নাম আজমল খান। বাড়ি কালিয়াচকে। ধৃতের কাছ থেকে উদ্বার হয়েছে গুলি-সহ পাইপগান। ৪ জন পালিয়ে যায়। |