ধান বোঝাই একটি লরির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। রবিবার দুপুরে সাঁওতালডিহি থানার পাহাড়িগোড়া মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। মারা যান শরৎ গরাই (৫৫) নামে অনন্তপুর গ্রামের ওই বাসিন্দা। সাঁওতালডিহির দিক থেকে আসা একটি লরির ধাক্কায় মোটরবাইকের আরোহী তিন জন ছিটকে পড়েন। তাঁদের পাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক শরৎবাবুর মৃত্যু হয়েছে বলে জানান। বাকি দু’জনকে পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্য দিকে, রাস্তায় পুঁতে রাখা ফালিতে টায়ার ফেঁসে গিয়ে উল্টে গেল ধান বোঝাই একটি লরি। গুরুতর জখম হলেন লরির খালাসি রাজু বাউরি। মানভূম কলেজের কাছে, মানবাজার-বরাবাজার রাস্তায় শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। চালক লাফ দিয়ে নেমে পড়লেও আটকে পড়েন ওই খালাসি।
|
অস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
আগ্নেয়াস্ত্র সমেত এক যুবককে ধরল পুলিশ। পুলিশ জানায়, ধৃত মহেন্দ্র হাঁসদা নামের ওই যুবকের বাড়ি রাইপুর থানার অসুরগেড়িয়া গ্রামে। শনিবার সন্ধ্যায় রাইপুরের জানডাঙা এলাকা থেকে তাকে ধরা হয়। ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি। রবিবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
চোলাই উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
দেশি মদ ও চোলাই মজুত ও বিক্রি করার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। আটক করা হয়েছে ২০ লিটার চোলাই ও ৩০ বোতল দেশি মদ। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে খাতড়ার বেনাবাইদ গ্রাম থেকে পুলিশ ওই মদ আটক করে ও এক ব্যক্তিকে গ্রেফতার করে। রবিবার খাতড়া আদালতে হাজির করানো হলে ধৃতের জামিন মঞ্জুর হয়।
|
শিশু উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
পাঁচ দিনের এক শিশুকে পঞ্চায়েত অফিসের সামনে ফেলে রেখে পালিয়েছিল লোকজন। সেই ছেলেটিকে উদ্ধার করলেন বাসিন্দারা। শনিবার রাতে মানবাজারের বামনি গ্রামের ঘটনা। পুলিশ গিয়ে শিশুটিকে মানবাজার স্বাস্থ্যকেন্দ্রে রাখে। রবিবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা গিয়ে শিশুটিকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যান।
|
কলেজে শিবির
নিজস্ব সংবাদদাতা • শালতোড়া |
বাঁকুড়া জেলা আন্তঃকলেজ জাতীয় সেবা প্রকল্পের শিবির শুরু হল শনিবার শালতোড়া নেতাজি সেন্টেনারি কলেজে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনির্বাণ মান্না জানান, জেলার ১৭টি কলেজের প্রায় ২০০ পড়ুয়া ৪৪টি দলে এই প্রকল্পে যোগ দিয়েছেন। চার দিন ধরে তাঁরা বিভিন্ন গ্রামে স্বাস্থ্য, শিক্ষা-সহ নানা বিষয়ে নাটকের মাধ্যমে সচেতনতার প্রচার করবে।
|
বিজেপি-র অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ছাতনা |
সহায়ক মূল্যে ধান কেনার শিবির বাড়ানো, ছাতনা বাজার যানজট মুক্ত করা-সহ কিছু দাবিতে রবিবার বাঁকুড়া-পুরুলিয়া রাস্তা অবরোধ করল বিজেপি। দলের জেলা সহ সভাপতি জীবন চক্রবর্তীর অভিযোগ, “সরকারি ধান কেনার শিবির প্রায় হচ্ছেই না ছাতনায়। অবিলম্বে শিবির বাড়ানো উচিত প্রশাসনের।” |