টুকরো খবর
পঞ্চায়েতে জোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রদীপ
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সঙ্গে কোনওরকম জোটের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রবিবার বাদুড়িয়ায় দলের পঞ্চায়েতি রাজ সম্মেলনে প্রদীপবাবু বলেন, “ন্যাড়া একবারই বেল তলায় যায়।” আরও জানান, সিপিএমের হার্মাদ বাহিনীকে হটিয়েছেন তাঁরা। তৃণমূলের জহ্লাদ বাহিনীকেও আটকাবেন। কংগ্রেস ছেড়ে ইতিমধ্যেই যাঁরা তৃণমূলে চলে গিয়েছেন তাঁদের সম্পর্কে প্রদেশ সভাপতির মন্তব্য, “অমন দু’চারজন চলে গেলে কংগ্রেসের কিছু যায় আসে না।” রাজ্যবাসীকে ধৈর্য্য ধরতে বলে প্রদেশ সভাপতির মন্তব্য, “দেখবেন রাইটার্স থেকে তৃণমূলের পতাকা নেমে গিয়ে কংগ্রেসের পতাকা উঠবে।” এ দিন সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে প্রদীপবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে চলচ্চিত্র শিল্পী দেব দেখা করতে চাইলে তা পারেন। দেবের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দেন। অথচ সাধারণ মানুষের কাজে তাঁর দেখা মেলে না। এমনকী আমরা দেখা করতে চাইলেও তিনি সময় দিতে পারেন না। আমরা এই সরকারের নাম দিয়েছি ‘উৎসব সরকার’।” পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান প্রদীপবাবু। তিনি বলেন, “পঞ্চায়েতের আগে ষড়যন্ত্র করছে তৃণমূল। আমরা মারামারির মোকাবিলায় প্রস্তুত। রাজনৈতিক ও গণতান্ত্রিক ভাবে তৃণমূল, সিপিএমকে জব্দ করতে হবে।” এ দিন সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কাজি আব্দুল গফ্ফর, দিলীপ মজুমদার কাজি আব্দুল রহিম দিলু প্রমুখ।

বসিরহাট মুখ্যমন্ত্রীর কাছে পাখির চোখ, মন্তব্য জ্যোতিপ্রিয়র
পঞ্চায়েতি রাজ সম্মেলনে বক্তব্য পেশ করতে গিয়ে ফের সিপিএমের সঙ্গে কোনওরকম সম্পর্ক না রাখার পরামর্শ দিলেন উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পর্যবেক্ষক ও রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার বাদুড়িয়ার স্বরূপনগরের কাচদহ বাজারে ওই সম্মেলনে মন্ত্রী বলেন, “সিপিএম রাজ্যে রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে চাইছে। ওদের নেতাদের সঙ্গে কথা বলবেন না। ওদের রাজনৈতিক প্রতিহিংসার চোখে দেখুন।” পাশাপাশি তাঁর মম্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সৎ ও নিষ্ঠার সঙ্গে মানুষের উন্নয়নে কাজ করেন এবং তিনি কত বড় মাপের নেত্রী তা আগামী ১৫ বছরের মধ্যে মানুষ বুঝতে পারবে।” আরও বলেন, “সিপিএম, কংগ্রেস এবং বিজেপি-র হয়ে যাঁরা পঞ্চায়েতে প্রার্থী হতে চাইছেন তাঁদের বাড়ি বাড়ি গিয়ে বলুন, গ্রামের মানুষের জন্য কাজ করতে গেলে তৃণমূলে আসুন। সকলকে সাদরে গ্রহণ করা হবে।” এ দিন কংগ্রেসের বেশ কিছু কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জ্যোতিপ্রিয়বাবু। মুখ্যমন্ত্রী বসিরহাটকে আলাদা ভাবে অর্থাৎ পাখির চোখ মনে করে এখানে উন্নয়নের জোয়ার বইয়ে দিতে চাইছেন বলে দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, “জেলায় ৬৪টি রাস্তার কাজ শুরু করা হবে। তার মধ্যে বসিরহাটে ৪৮টি রাস্তা হচ্ছে। গ্রামে গ্রামে আর্সেনিকমুক্ত পানীয় জল, বিদ্যুৎ ও সংখ্যালঘু মানুষের উন্নয়নে কাজ করা হচ্ছে।” এ দিন সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য পঞ্চায়েত সেলের আহ্বায়ক নারায়ণ গোস্বামী, বিধায়ক বীণা মণ্ডল, সাংসদ গোবিন্দ নস্কর, ব্লক সভাপতি রমেন সর্দার প্রমুখ।

পথ দুর্ঘটনায় জখম ১৫
ছবি: দিলীপ নস্কর।
মোটরভ্যানের সঙ্গে বাসের সংষর্ষে দু’টি গাড়িই রাস্তার পাশে খাদে উল্টে গেলে জখম হয়েছেন ১৫ জন যাত্রী। আহতদের হাসপাতালে পাঠানো হয়। রবিবার সকাসে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের রায়দিঘি-মথুরাপুর রোডে শোভানগর বাসমোড়ের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ মিলন মোড় থেকে মথুরাপুরগামী একটি বাসের সঙ্গে একটি যাত্রীবোঝাই মোটরভ্যানেপ সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে দু’টি গাড়িই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দু’টি গাড়িরই জনা পনেরো যাত্রী জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের পরে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ দু’টি গাড়িই আটক করেছে।

কমলো আনাগোনা
সীমান্ত-বাণিজ্যে প্রভাব না পড়লেও রবিবার, বাংলাদেশে তিন দিনের বনধের প্রথম দিন উত্তর ২৪ পরগনার পেট্রাপোল বন্দর দিয়ে কমে গেল দু’দেশের যাত্রীদের আনাগোনা। বন্দরের অভিবাসন দফতর সূত্রে জানা গিয়েছে, রোজ দু’দেশের মধ্যে যেখানে গড়ে আড়াই হাজার মানুষ যাতায়াত করেন, সেখানে রবিবার দুপুর একটা পর্যন্ত এ-পার থেকে গিয়েছেন মাত্র ৮৮ জন। ও-পার থেকে এসেছেন ৩৭৯ জন। বনধের কারণে আজ, সোমবার ঢাকা-কলকাতা সরকারি বাস চলাচল বন্ধ থাকছে।

দুর্ঘটনায় মৃত
বালি বোঝাই একটি ট্রাককে অন্য একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মারায় মৃত্যু হল এক খালাসির। তাঁর নাম রাজু মণ্ডল(২১)। তাঁর বাড়ি উত্তর ২৪পরগনার গোবরডাঙার রঘুনাথপুরে। শনিবার রাতে গলসির কাছে চাকা খারাপ হওয়ায় সেটি সারাচ্ছিলেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.