পঞ্চায়েত নির্বাচনের আগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হল শনিবার উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকে। উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী উপেন বিশ্বাস।
বাগদা ব্লকের হেলেঞ্চা ও আষাঢ় এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কুচিয়ামোড়া নদীর উপর একটি সেতু। উপেনবাবুর বিধায়ক তহবিলের ৮ লক্ষ টাকায় কংক্রিটের সেতু তৈরি হওয়ায় খুশি এলাকার মানুষ।
প্রায় ২০ বছর আগে হেলেঞ্চাতে তৈরি করা হয়েছিল ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের অফিস ঘর। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই দফতরের কর্মীরা তৈরি হওয়া অফিসে যেতে আগ্রহী ছিলেন না। দীর্ঘদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকার ফলে অফিস ঘরগুলি বেহাল হয়ে পড়ে। কিছুদিন আগে তৎকালীন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) সঞ্জয় মুখোপাধ্যায় এবং বাগদা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ কার্তিক বাইন উদ্যোগী হন পুরনো ঘরটি চালু করতে। বাগদা পঞ্চায়েত সমিতি ৫ লক্ষ টাকা খরচে পুরনো অফিস সংস্কার করে নতুন ভবন তৈরি করে। শনিবার তার উদ্বোধন করেন মন্ত্রী। এদিন স্থানীয় গাদপুকুরিয়া সিনিয়র সিদ্দিকি মাদ্রাসার নবম ও দশম শ্রেণির ৩৯ জন ছাত্রীকে সাইকেল দেওয়া হয়। নির্মল ভারত অভিযান প্রকল্পে ১৪০ জন স্বচ্ছতা দূতকে সরঞ্জাম দেওয়া হয়। নিজগৃহ-নিজভূমি প্রকল্পে ৮টি ভূমি ও গৃহহীন পরিবারকে ৫৭ শতক জমি এ দিন পাট্টা হিসাবে তুলে দেওয়া হয়। পাশাপাশি ১০৫ জন ভূমিহীন মানুষের মধ্যে ১২ একর ৫৭ শতক জমির পাট্টা তুলে দেওয়া হয়। বিধায়ক তহবিলের ৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হেলেঞ্চায় বয়স্ক নাগরিক কেন্দ্রের উদ্বোধন করেন উপেনবাবু। বিধায়ক তহবিলের ৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত শিশু ও নারী উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন হয় স্থানীয় পারকৃষ্ণপুর এলাকায়। |