রাজাকারদের বিরুদ্ধে ও পার বাংলার আন্দোলনে তারাও শরিক, রবিবার এ পার বাংলার তরফে সেই বার্তাই পৌঁছে দিলেন কয়েকশো মানুষ। ও পার বাংলার ভাইদের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হল বার্তা, “শাহবাগের মহাজাগরণে, আমরাও আছি পাশে।”
রবিবার দুপুরে কিছু ক্ষণের জন্য পেট্রাপোল সীমান্ত হয়ে উঠেছিল এক টুকরো শাহবাগ। জড়ো হয়েছিলেন কয়েকশো কবি, সাহিত্যিক, শিক্ষক, নাট্যকার, লিটল ম্যাগাজিনের কর্মীরা। প্রথমে বনগাঁ স্টেশন থেকে সাত কিলোমিটার পথ মিছিলে হাঁটেন তাঁরা। দুপুর পৌনে ৩টে নাগাদ মিছিল পৌঁছয় সীমান্তে। কিছু দিন ধরেই যার প্রস্তুতি চলছিল ফেসবুক, মোবাইল ফোনের মাধ্যমে। |
মিছিলের সামনে বাইকে জাতীয় পতাকা হাতে কয়েক জন। পিছনে ম্যাটাডোরে ট্যাবলো। মধ্যে অসংখ্য পোস্টার-ব্যানার। প্রত্যেকের মাথায় টুপি। তাতে লেখা, “শাহবাগ, এ পার আমরা তোমার পাশে আছি।” গান-কবিতা-বক্তৃতায় চলে মিছিল। মিছিল থেকে পোস্টারে দাবি তোলা হয়, “রাজাকারহীন বাংলা চাই।” সঙ্গে পথচলতি মানুষের প্রতি তাঁদের আহ্বান, “বাঙালির আওয়াজ রক্ষা করতে চাই। আসুন তাদের পাশে দাঁড়াই।” পেট্রাপোল বন্দরে ঢোকার মুখে তাদের আটকে দেয় বিএসএফ-পুলিশ। রাস্তায় বসেই শুরু হয় শাহবাগ আন্দোলনের উপর লেখা গান, পথনাটক।
দূরে নো-ম্যানস ল্যান্ডে দীর্ঘ ক্ষণ ধরেই অপেক্ষা করছিলেন বাংলাদেশি বন্ধুরা। সেখানে যাওয়ার দাবিতে জওয়ানদের সঙ্গে বচসা বাধে এ পারের মিছিলের। একটা সময় জওয়ানরা দাবি মেনেও নেন। নো-ম্যানস ল্যান্ডের একটু দূর পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়। প্রতিনিধিমূলক কয়েক জন অবশ্য গেটের কাছে যাওয়ারও অনুমতি পান। গেটের মধ্যে থেকেই মিলিত হন সকলে। উড়তে থাকে দু’দেশের পতাকা। বাংলাদেশ থেকে যারা এসেছিলেন, তাঁদের নেতৃত্ব দেন বেনাপোলের মেয়র আশরাফুল আলম লিটন। তিনি বলেন, “ফের একবার আমরা ভারতীয়দের কাছে ঋণী হলাম। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়েও এ ভাবেই ভারতকে পাশে পেয়েছিলাম আমরা। এ বারের লড়াইতেও ওরা পাশে থাকায় আমরা কৃতজ্ঞ।” দুই বাংলার মানুষ শপথ নিলেন, একে অপরের পাশে থাকবার। একটু দূরে তখন অনেকে মিলে গাইছেন, ‘ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা।’ অসুস্থ শরীরে এসেছিলেন এ পার বাংলার কবি দীপশিখা ঘোষ ভৌমিক। তিনি বলেন, “এ আন্দোলন সব বাঙালির। তাই ছুটে এলাম।” শেষ কবে ও পার বাংলা এ ভাবে এ পার বাংলার বাঙালিদের পাশে পেয়েছেন, তা মনে করতে পারলেন না অনেকেই। স্থানীয় এক যুবকের কথায়, “বাঙালির একটাই জাতিসত্ত্বা। তা কাটাতাঁর দিয়ে মুছে ফেলা যাবে না। আজকে তা ফের একবার প্রমাণিত হল।”
|