|
|
|
|
কার্লোসের দ্বারস্থ সাপ্রিসা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
‘ধূর্ত শিয়াল’ ভরসা ‘বেগুনি দৈত্য’-দের।
কে ‘ধূর্ত শিয়াল’? কারাই বা ‘বেগুনি দৈত্য’?
আইএফএ শিল্ডে খেলতে আসা কোস্তারিকার দল দেপোর্টিভো সাপ্রিসা-কে তাদের সমর্থকেরা বলেন ‘এল মনস্ত্রুয়ো মোরাদো’। যে স্প্যানিশ শব্দমালার অর্থ ‘বেগুনি দৈত্য’।
আর ‘ধূর্ত শিয়াল’ আর কেউ নন। প্রয়াগ ইউনাইটেডের কোস্তারিকান বিশ্বকাপার কার্লোস হার্নান্ডেজ। অস্ট্রেলিয়ায় যিনি পরিচিত ‘এল ফক্স’ নামে। সেই কার্লোসই ভারতীয় ফুটবলের ‘অ-আ-ক-খ’ শেখানোর দায়িত্ব নিয়েছেন শহরে আসা দেশোয়ালি ক্লাবের ফুটবলারদের।
রবিবার দুপুরে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে কোস্তারিকার দলটির ইংরেজি জানা একমাত্র সদস্য গোলরক্ষক ফাউস্তো গঞ্জালেস সে কথা জানালেন। পাশাপাশি এ-ও বললেন, “কার্লোসের সঙ্গে আমাদের কথা হয়েছে। ও-ই বলল, মোহনবাগান বড় দল। পুণে এফসি-ও আই লিগে উপরের দিকে রয়েছে।”
মূলত অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের নিয়ে গড়া দলে মাত্র পাঁচ জন প্রথম দলের ফুটবলার। দলটিতে বিশ্বকাপার রয়েছে বলে আয়োজকরা দাবি করলেও কোচ ভ্লাদিমিরকে পাশে নিয়ে ফাউস্তো বলে গেলেন, “আপাতত কোনও বিশ্বকাপার এই দলে নেই।” বিশ্বকাপার যাঁকে বলা হচ্ছিল, সেই ওয়াল্টার সেন্তেনো ভিসা পাননি। কবে আসবেন তা নিয়েও ধোঁয়াশা।
এ দিকে, এখনও শিল্ডের মুক্তিযোদ্ধার পরিবর্ত দল ঠিক করতে পারেনি আইএফএ। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “আশা করছি, সোমবার জানিয়ে দিতে পারব।” তবে রবিবার শহরে পৌঁছল পুণে এফসি। বিকেলে ইস্টবেঙ্গল মাঠে অনুশীলনও করেছে তারা। মঙ্গলবার কল্যাণীতে ডেরেক পেরিরার দলের প্রতিপক্ষ মোহনবাগান। পুণে এফসি কোচ বলছেন, “শক্ত গ্রুপে রয়েছি। গ্রুপের বাধা আগে টপকাতে হবে। মোহনবাগান দল সোমবার সকালে শহর ছাড়ছে। কোচ করিম বেঞ্চারিফা বললেন, “লিগে মহমেডানের বিরুদ্ধে জয় ছেলেদের আত্মবিশ্বাস বাড়াবে শিল্ডের আগে।” |
|
|
|
|
|