নজর এ বার ওল্ড ট্র্যাফোর্ডে |
রোনাল্ডোকে আটকাতে ম্যাঞ্চেস্টারের
অস্ত্র ‘ছুরি-মেশিনগান’ ভালবাসাও |
নিজস্ব প্রতিবেদন |
মাদ্রিদ থেকে ফুটবল দুনিয়ার চোখ আপাতত ম্যাঞ্চেস্টারের দিকে। ‘এল ক্লাসিকো’-জ্বর কাটতে না কাটতে ওল্ড ট্র্যাফোর্ডে চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর ধুন্ধুমার যুদ্ধ রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। মেসি বনাম রোনাল্ডো রেশ কাটতে না কাটতে রুনি বনাম রোনাল্ডো। তার চেয়েও বোধহয় বেশি ম্যান ইউ বনাম রোনাল্ডো। ফার্গুসন বনাম রোনাল্ডো।
যতই কিনা রায়ান গিগস-কে এই মহা-ম্যাচে খেলিয়ে ৩৯ বছর বয়সি মিডফিল্ডারকে ম্যান ইউয়ের জার্সিতে ১০০০তম ম্যাচ খেলার সুযোগ দিতে চলুন ফার্গুসন। কিংবা প্রথম এশীয় ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে হ্যাটট্রিক করার পর ম্যান ইউ স্ট্রাইকার শিনজি কাগাওয়া সম্পর্কে তাঁর কোচ বলুন, “রুনির সঙ্গে কাগাওয়ারিয়ালের বিরুদ্ধে ভালই অ্যাটাকিং ফোর্স হবে।” মোদ্দা হল, রোনাল্ডোকে আটকানো।
দু’হাজার তিন থেকে ছ’বছর ম্যাঞ্চেস্টারে খেলা শেষে দু’হাজার ন’য়ে ৬ কোটি ৩৯ লক্ষ ডলার চুক্তিতে রিয়ালে যোগ দেওয়ার পর মঙ্গলবার রাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথম বার তাঁর পুরনো ক্লাবের মাঠে নামবেন। রোনাল্ডোকে এই ম্যাচে আটকানোর আপনার পরিকল্পনা কী? ফুটবল-বিশ্বে এই মুহূর্তে যেটা কোটি ডলারের প্রশ্ন তার জবাব ম্যান ইউ বস এক বাক্যে দিচ্ছেন। “বিরাট একটা ছুরি হাতে!” বিখ্যাত পুরনো শিষ্যকে আটকাতে ৭১ বছর বয়সি কোচের ‘প্ল্যান বি’-ও রয়েছে। “প্ল্যান বি হল মেশিনগান!” বলেছেন ফার্গি। |
|
এক ফ্রেমে রোনাল্ডো-মারাদোনা। ছবি রোনাল্ডোর টুইটারের সৌজন্যে। |
ছুরি-মেশিনগান থাকলে পাশাপাশি প্রেম-ভালবাসাও থাকছে দুর্ধর্ষ ফর্মে থাকা রিয়াল মাদ্রিদের সেরা ফুটবলারকে ওল্ড ট্র্যাফোর্ডে আটকাতে। ম্যাঞ্চেস্টারের অপরিহার্য ডিফেন্ডার প্যাট্রিক এভরা বলছেন, “সে দিন মাঠে আমরা ওকে বিরাট ভাবে অভ্যর্থনা জানাব। রোনাল্ডোর জন্য এখনও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টিম আর সমর্থকদের যে গভীর ভালবাসা রয়েছে সেই ভালবাসাকেই অস্ত্র করে ওকে এই ম্যাচে আমরা আটকাব। আবেগের চাপ বড় বিষম বস্তু। চার বছর আগে ম্যাঞ্চেস্টার ছাড়ার পরে এই প্রথম বার ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডো ওর পুরনো ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমে যে আবেগের শিকার হবে সেটার থেকে পুরোপুরি বেরিয়ে এসে নিজের ফর্মে খেলা মনে হয় না ওর পক্ষে সম্ভব হবে বলে। মাদ্রিদে প্রথম লেগ ম্যাচের পর ওর সঙ্গে কথা বলছিলাম। তখন ও নিজেই বলেছিল, ওল্ড ট্র্যাফোর্ডে ওর খেলা খুব কঠিন হবে।” সঙ্গে অবশ্য রোনাল্ডো কত ভয়ঙ্কর ফুটবলার সেটাও বলেছেন তাঁর বিপক্ষ ডিফেন্ডার। “তবে রোনাল্ডো গ্রেট ফুটবলার। দুর্ধর্ষ প্রতিদ্বন্দ্বী। ম্যাঞ্চেস্টারের বিরুদ্ধে রিয়ালকে যদি কেউ জেতাতে পারে তা হলে ও-ই পারবে।” স্বয়ং রোনাল্ডো আবার ম্যাঞ্চেস্টার আসার পথে মারাদোনার সঙ্গে ছবি তুলে টুইট করেছেন। এখন ফুটবলের রাজপুত্রের সঙ্গে সাক্ষাতে ‘সিআর সেভেন’ আরও তেতে থাকবেন কি না দেখার। রোনাল্ডোর সতীর্থ পেপে হুঙ্কার দিয়ে রেখেছেন, “পাঁচ দিনের মধ্যে দু’বার ‘এল ক্লাসিকো’ জিতে রিয়াল তেতে আছে। ম্যাঞ্চেস্টারের জন্য আমরা তৈরি।” |
|