|
|
|
|
কর্তাদের গাফিলতিতে এক দিন পর নীরবতা পালন |
রাজর্ষি গঙ্গোপাধ্যায় • হায়দরাবাদ |
নিয়মমাফিক নীরবতা পালন। নিজামের শহরে জঙ্গি হানার পর টেস্ট ম্যাচ হচ্ছে যখন, নিহতদের উদ্দেশ্যে দু’দেশের ক্রিকেটারদের দু’মিনিটের নীরবতা পালন হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু তাকে কেন্দ্র করে যে এ ভাবে বিতর্ক বেধে যাবে, কে জানত!
ঘটনাটা কী?
রবিবার সকালে মাঠে গিয়ে দেখা গেল, ভারত এবং অস্ট্রেলিয়া দু’দেশের ক্রিকেটাররাই ম্যাচ শুরুর আগে চুপচাপ দাঁড়িয়ে। মিনিট দু’য়েকের নীরবতা। কিন্তু ততক্ষণে প্রশ্ন উঠতে শুরু করেছে, এ জিনিস ম্যাচের দ্বিতীয় দিন কেন? প্রথম দিনই তো হওয়ার কথা।
কারণ যা জানা গেল, তা শুধু আশ্চর্যের নয়, রীতিমতো স্তম্ভিত করে দেওয়ার মতো। টেস্ট আয়োজনে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কর্তারা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে, ম্যাচের আগে নীরবতা পালন বলে যে একটা ব্যাপার ঠিক হয়ে আছে, স্রেফ ভুলে গিয়েছিলেন! আসলে শনিবার হায়দরাবাদে সিরিজের দ্বিতীয় টেস্ট দেখতে এসেছিলেন বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন। এবং তাঁর দেখভাল করতে গিয়েই নাকি এমন বিপত্তি। এইচসিএ কর্তা এমভি শ্রীধর বলছিলেন, “আমাদেরই ভুল। আসলে এক দিকে নিরাপত্তা নিয়ে মারাত্মক ঝক্কি পোহাতে হয়েছে। তার উপর বোর্ড প্রেসিডেন্ট এসেছিলেন। দুইয়ে মিলে ভারতীয় টিমের সঙ্গে ব্যাপারটা নিয়ে শনিবার যোগাযোগ করে ওঠা হয়নি। খেয়াল ছিল না।”
যে যোগাযোগটা হল আজ। ভারত বা অস্ট্রেলিয়া ওজর-আপত্তি তোলেনি ঠিকই। কিন্তু ব্যাপারটা নিয়ে অহেতুক বিতর্কের দায়ও নিচ্ছে না ভারতীয় টিম। টিমের এক মুখপাত্রকে ভাল রকম গজগজ করতে শোনা গেল এ দিন। প্রেসবক্সে দাঁড়িয়ে বলছিলেন, “শহরের অবস্থাটা আমরা জানি। কিন্তু আমাদের দায়টা কোথায়? গত কালও আমাদের আপত্তি ছিল না, আজও নেই। কিন্তু এটা নিয়ে যা করার, করা উচিত ছিল এইচসিএ-র। ওরাই তো সিকিউরিটি, টসএ সব অনেক কিছুর অজুহাত দিয়ে করল না।”
|
|
|
|
|
|