|
|
|
|
মন্ত্রিত্বের দাবিদার ৪৪, জিতেও সমস্যায় রিও |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সাত নির্দল বিধায়কের সমর্থন ও বিজেপি-সংযুক্ত জনতা দলের বিধায়কের দলে পাওয়ার জেরে বর্তমানে নাগাল্যান্ডে নেফিয়ু রিওর নেতৃত্বাধীন ড্যান জোটের বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে ৪৭। ৫৯টি আসনের মধ্যে ৪৭ জন বিধায়কের নাম-সহ গত কালই রাজ্যপাল নিখিল কুমারের কাছে তৃতীয় ‘ড্যান’ সরকার গড়ার দাবি জানিয়েছেন রিও। কিন্তু জিতেও সুখে নেই রিও। সমস্যাটা হল কাকে ছেড়ে কাকে মন্ত্রী করেন! প্রায় একই সমস্যায় পড়শি রাজ্য মেঘালয়ে সরকার গড়তে চলা মুকুল সাংমাও।
ঘটনা হল, সরকার গড়ার হ্যাটট্রিক করলেও নিজের দল এনপিএফ, ৭ নির্দল প্রার্থী ও জোট শরিকদের তুষ্ট করে মন্ত্রিসভা গড়া যে কত সমস্যার তা হাড়ে-হাড়ে টের পাচ্ছেন রিও। তাঁকে নিয়ে মন্ত্রিসভার সর্বাধিক সদস্য সংখ্যা মাত্র ১২। এ দিকে, এনপিএফ একাই ৩৮টি আসন পেয়েছে। সঙ্গে রয়েছেন গত বারের ও এ বারের জোটসঙ্গী বিজেপি ও সংযুক্ত জনতা দলের দুই বিধায়ক। রিও ইতিমধ্যেই জোট শরিকদের মন্ত্রিসভায় স্থান দেওয়ার ব্যাপারে কথা দিয়ে রেখেছেন। ফলে, মন্ত্রিসভায় আর মাত্র ৯ জনের স্থান খালি রয়েছে। অথচ দাবিদারের সংখ্যা ৪৪।
রিও আপাতত অঙ্ক কষে প্রথমবারের বিধায়কদের ছাঁটতে পারেন। তাঁদের পরিষদীয় সচিব বা বিভাগীয় চেয়ারম্যান করা হবে। কিন্তু তাতেও সমস্যা। ভোটের আগেই রাজ্যের বাণিজ্য রাজধানী ডিমাপুরের এনপিএফ শাখা ডিমাপুর থেকে একজনকে মন্ত্রীর চেয়ারে দেখার দাবি জানিয়ে রেখেছে। ডিমাপুর থেকে এ বার যে দুই এনপিএফ বিধায়ক জিতলেন, দুইজনই প্রথমবার। তাই, রিওর সমস্যা, কাকে রেখে কাকে মন্ত্রী করবেন। দুইবারের স্পিকার কিয়ানিলি পেসেয়িকে আগে থেকে মন্ত্রিত্বের প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী।
ফেঁঁসে আছেন মেঘালয়ে মুকুল সাংমাও। ১১ জন নির্দল বিধায়ক আর ২ জন এনসিপি বিধায়কের সমর্থনসহ মেঘালয়ে সরকার গড়তে চলেছেন মুকুল। মেঘালয় প্রদেশ কংগ্রেসের বৈঠকের পরে বিধায়কদের নেতা হিসাবে ফের মুকুল সাংমার নাম ঘোষণা করা হয়। ৬০ সদস্যের বিধানসভায় ২৯টি আসন পেয়েছিল কংগ্রেস। রাজ্যপালের সঙ্গে দেখা করে মুকুল সরকার গড়ার দাবিও জানান। কিন্তু মাত্র ১১টি মন্ত্রী-পদের জন্য ৪২ জন বিধায়ক মুখিয়ে। বিপন্ন মুকুল, সনিয়ার শরণে দিল্লি পাড়ি দিয়েছেন। |
|
|
|
|
|