|
|
|
|
মহিলা ব্যাঙ্কে আপত্তি বর্মার |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
চলতি বাজেটেই দেশে প্রথম মহিলা ব্যাঙ্ক চালুর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। ব্যাঙ্ক কর্তাদের একটা বড় অংশ একে স্বাগত জানালেও এই সিদ্ধান্তে খুশি নন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জে এস বর্মা। প্রসঙ্গত দিল্লি ধর্ষণ-কাণ্ডের পর বিচারপতি বর্মার নেতৃত্বেই মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত আইন খতিয়ে দেখতে কমিটি গঠন করেছিল কেন্দ্র।
আলিগড় বিশ্ববিদ্যালয়ে এ দিন কে পি সিংহ স্মারক বক্তৃতায় যোগ দেন বিচারপতি বর্মা। সেখানে মহিলা ব্যাঙ্ক প্রসঙ্গে তিনি বলেন, একই সঙ্গে নাগরিক সমাজ ও সরকারের দৃষ্টিভঙ্গি আমূল না বদলালে আখেরে কোনও লাভই হবে না। মহিলাদের জন্য বিশেষ ব্যাঙ্ক তৈরি হলে সমাজের মূলস্রোত থেকে তাদের আরও দূরে সরিয়ে রাখা হবে। লিঙ্গবৈষম্য নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি না বদলালে শুধু আইন বদল করে খুব বেশি কিছু করা যাবে না, মত তাঁর। মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে বর্মা কমিটি তার রিপোর্টে কঠোর আইনেরই সুপারিশ করেছে। তবে জে এস বর্মা নিজে মনে করেন, যে কোনও সমাজেই যেটা জরুরি, তা হল বিচারের স্বচ্ছতা। আর এখানেই দায়িত্ব নাগরিক সমাজের। বিচারপতি বর্মার এই মন্তব্যের দিনই অবশ্য কংগ্রেসের মহিলা সংগঠনের সদস্যরা সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করে এই সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানিয়ে আসেন। মহিলা ব্যাঙ্ক গড়া নিয়ে সরকারের সদিচ্ছার প্রমাণ মিলেছে এ দিন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বক্তব্যেও। তিনি জানান, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, মধ্য ও উত্তর-পূর্ব দেশের এই ছয় প্রান্তে প্রথমে এই ব্যাঙ্ক তৈরি হবে। এ বছরের নভেম্বরেই তা চালুও হয়ে যাবে। দেশের বড় বড় ব্যাঙ্কের কর্তাব্যক্তি ও আরও কয়েক জনের সঙ্গে তাড়াতাড়িই বৈঠকে বসবেন বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। এ নিয়ে কী পদক্ষেপ করা হবে, তার প্রাথমিক নকশা তৈরি করবেন তাঁরা। মার্চের শেষেই তা তৈরি হয়ে যাবে বলে আশা চিদম্বরমের। তাঁর কথায়, “চূড়ান্ত খসড়া তৈরি হয়ে গেলে আমি নিজেই তা দেশবাসীকে জানাব।” |
|
|
|
|
|