উল্টোডাঙা উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে ভিআইপি রোড থেকে ই এম বাইপাসমুখী যানচলাচল বন্ধ থাকলেও উড়ালপুলটির ভিআইপি রোডমুখী রাস্তা দিয়ে ছোট গাড়ি চালাবে পুলিশ। আজ, সোমবার সকাল থেকে ছোট গাড়ি চলাচলের জন্য ওই রাস্তা খুলে দেওয়া হবে। তবে পুলিশ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাস কিংবা মালবাহী গাড়ি উড়ালপুলের ওই রাস্তা দিয়ে চলতে দেওয়া হবে না।
অন্য দিকে পুলিশ জানিয়েছে, ভিআইপি রোডের যানজট এড়াতে ই এম বাইপাসমুখী গাড়িকে ভিআইপি রোড ও রাজারহাটের সংযোগস্থল থেকে নিউ টাউন-রাজারহাট বাইপাস দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। পুলিশের দাবি, এর ফলে খুব সহজেই নিউ টাউন-রাজারহাট বাইপাস দিয়ে চিংড়িহাটা হয়ে ই এম বাইপাসে পৌঁছে যাওয়া যাবে। তবে এমনিতেই সেক্টর ফাইভ এবং নিউ টাউন এলাকায় অফিসপাড়া থাকার কারণে ব্যস্ত সময়ে যানজট বাড়ছে। এর মধ্যে আবার বেশি সংখ্যক বাইপাসমুখী গাড়ি ওই পথ ধরে চলাচল করলে অফিসটাইমে যানজট আরও বাড়বে বলে আশঙ্কা পুলিশের একাংশেরই।
কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) দিলীপ আদক বলেন, “মাধ্যমিকের কথা মাথায় রেখে ওই রাস্তা দিয়ে ছোট গাড়ি চালানোর অনুমতি দিয়েছে কেএমডিএ। তবে ওই উড়ালপুলে ওঠার মুখে ‘হাইড বার’ বসানো হবে, যাতে বড় গাড়ি ওই উড়ালপুল ব্যবহার করতে না পারে। |
সেতু ভেঙে পড়ার পরে ভিআইপি রোডের একাংশের চেহারা। রবিবার। ছবি: দেশকল্যাণ চৌধুরী |
এ ছাড়া, ঠিক হয়েছে, ভিআইপি রোড থেকে সল্টলেক সংযোগকারী স্লিপ রোড দিয়ে গাড়ি চালানো হবে।” পুলিশকর্তারা বলছেন, ওই উড়ালপুলের উপরে এ বার যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হবে। পুলিশ সূত্রে খবর: আজ, সোমবার ‘হাইড বার’ বসানো সম্ভব না হলে
রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত উড়ালপুল দিয়ে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।
উল্টোডাঙা উড়ালপুলে যান নিয়ন্ত্রণ করার ফলে ই এম বাইপাস থেকে ভিআইপি রোডে যাওয়ার ক্ষেত্রে ফের হাডকো ও উল্টোডাঙা মোড়ে যানজট তৈরি হবে বলে আশঙ্কা করছে পুলিশ। পুলিশের দাবি, প্রতিদিন ওই উড়ালপুল ব্যবহার করে গড়ে প্রায় কয়েক হাজারের বেশি গাড়ি। উড়ালপুলে যান নিয়ন্ত্রণের জেরে গাড়ির পুরো চাপ এসে পড়বে উল্টোডাঙা মোড়ে। পুলিশের একাংশ বলছে, এর ফলে আজ সপ্তাহের প্রথম দিনে ফের হাডকো ও উল্টোডাঙা মোড় যানজটে অবরুদ্ধ হতে পারে। ফলে ই এম বাইপাস, উল্টোডাঙা মেন রোড-সহ বিভিন্ন রাস্তায় যানজট হতে পারে বলে পুলিশের একাংশ মনে করছে। তা হলে যানজট রুখতে কী পরিকল্পনা নিচ্ছে পুলিশ?
ট্রাফিক কর্তারা মনে করছেন, উল্টোডাঙা উড়ালপুলের ভিআইপি রোডমুখী রাস্তা এবং ইএম বাইপাসমুখী স্লিপ রোড দিয়ে ছোট গাড়ি চালানো হলেই যানজট অনেকটাই এড়ানো যাবে। পুলিশের এক কর্তার বক্তব্য,“ওই উড়ালপুল চালু হওয়ার আগে উল্টোডাঙা এলাকায় যানজট লেগেই থাকত। উড়ালপুল চালু হওয়ার পরে যানজট অনেকটাই কমে যায়। এখন যানচলাচল নিয়ন্ত্রণ করা হলে ফের যানজট হওয়াটা স্বাভাবিক।” কলকাতা ট্রাফিক পুলিশের কর্তাদের আশা, ছোট গাড়ি চালানোর এই পদ্ধতিতে কিছুটা হলেও উল্টোডাঙা মোড়ের যানজট এড়ানো যাবে। কলকাতা ও বিধাননগর পুলিশের কর্তারা জানান, উড়ালপুলটির বিমানবন্দরমুখী রাস্তা ক্ষতিগ্রস্ত হয়নি। বিশেষজ্ঞেরা পরীক্ষা করে তাতে যান চলাচল করতে দেওয়ার ছাড়পত্র দিয়েছেন। |