টুকরো খবর
সিপিএমের অফিসে হামলা, মারের নালিশ
সিপিএমের দলীয় অফিসে অফিসে হামলা ও লোকাল কমিটি সম্পাদককে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকাল ১০টা নাগাদ বর্ধমান শহররে বড় নীলপুরের ঘটনা। দলের চার নম্বর লোকাল কমিটির সম্পাদক উৎপল চক্রবর্তী বর্ধমান থানায় দায়ের করা অভিযোগে জানান, তৃণমূলের স্থানীয় নেত্রী শঙ্করী দে-র নেত্ৃত্বে প্রায় ৩০-৩৫ জন লোক তাঁদের অফিসে চড়াও হয়ে গালিগালাজ করে। পরে তাঁকে জামার কলার ধরে টানাটানি ও মারধর করা হয় বলেও অভিযোগ। তবে শঙ্করী দেবী পাল্টা বলেন, “ওই এলাকায় সিপিএমের দুই মহিলা সমর্থক সম্প্রতি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আরও সমর্থক আমাদের সঙ্গে আসতে চাইছেন। এতে ক্রুদ্ধ হয়ে সিপিএমের ওই নেতা এই দুই মহিলাকে মারধরের হুমকি দেয়। আমি ঘটনার প্রতিবাদ জানাতে কয়েকজনকে নিয়ে সিপিএমের পার্টি অফিসে গিয়েছিলাম। কেউ কাউকে মারধর করেনি।” ঘটনার পরে দুপুর গড়িয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার না করায় সিপিএমের শহর জোনাল কমিটির সম্পাদক তাপস সরকারের নেতৃত্বে বর্ধমান থানায় বিক্ষোভ দেখান দলের সমর্থকেরা। তাপসবাবুর অভিযোগ, “শহরে আমাদের নেতা-কর্মীরা প্রায় দিনই আক্রান্ত হচ্ছেন। বারবার এই হামলার পিছনে থাকা লোকেদের গ্রেফতারের দাবি জানাচ্ছি, কিন্তু পুলিশ কিছুই করেনি। বাধ্য হয়েই আমাদের রাস্তায় নামতে হচ্ছে।” বর্ধমান থানার আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায় বলেন, “ঘটনার তদন্ত চলছে।”

সিপিএম নেতাকে মারের অভিযোগ
সিপিএমের দলীয় অফিসে অফিসে হামলা ও লোকাল কমিটি সম্পাদককে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকাল ১০টা নাগাদ বর্ধমান শহররে বড় নীলপুরের ঘটনা। দলের চার নম্বর লোকাল কমিটির সম্পাদক উৎপল চক্রবর্তী বর্ধমান থানায় দায়ের করা অভিযোগে জানান, তৃণমূলের স্থানীয় নেত্রী শঙ্করী দে-র নেতৃত্ত্বে প্রায় ৩০-৩৫ জন লোক তাঁদের অফিসে চড়াও হয়ে গালিগালাজ করে। পরে তাঁকে জামার কলার ধরে টানাটানি ও মারধর করা হয় বলেও অভিযোগ। তবে শঙ্করী দেবী পাল্টা বলেন, “ওই এলাকায় সিপিএমের দুই মহিলা সমর্থক সম্প্রতি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আরও সমর্থক আমাদের সঙ্গে আসতে চাইছেন। এতে ক্রুুদ্ধ হয়ে সিপিএমের ওই নেতা এই দুই মহিলাকে মারধরের হুমকি দেয়। আমি ঘটনার প্রতিবাদ জানাতে কয়েকজনকে নিয়ে সিপিএমের পার্টি অফিসে গিয়েছিলাম। কেউ কাউকে মারধর করেনি।” এর পরে দুপুর গড়িয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার না করায় সিপিএমের শহর জোনাল কমিটির সম্পাদক তাপস সরকারের নেতৃত্বে বর্ধমান থানায় বিক্ষোভ দেখান দলের সমর্থকেরা। তাপসবাবুর অভিযোগ, “শহরে আমাদের নেতা-কর্মীরা প্রায়ই আক্রান্ত হচ্ছেন। বারবার এই হামলার পিছনে থাকা লোকেদের গ্রেফতারের দাবি জানাচ্ছি, কিন্তু পুলিশ কিছুই করেনি। বাধ্য হয়েই আমাদের রাস্তায় নামতে হচ্ছে।” বর্ধমান থানার আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায় বলেন, “ঘটনার তদন্ত চলছে।”

পরীক্ষার সময় বাজছে মাইক, মানল প্রশাসন
মাধ্যমিক পরীক্ষা চলার সময় নিয়ম না মেনেই যে জেলা জুড়ে নানা অনুষ্ঠানে মাইক বাজছে, তা স্বীকার করে নিলেন বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। রবিবার আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার, বর্ধমানের (গ্রামীণ) পুলিশ সুপার-সহ সকল মহকুমাশাসককে মাইক ব্যবহার বন্ধ করতে উদ্যোগী হতে বলেছেন তিনি। রবিবার জেলাশাসক জানান, রাজ্য তথা জেলার কন্ট্রোল রুমে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকেরা বারবার অভিযোগ করছেন, রাতে অবাধে চলছে মাইক চলছে। এমন কী, খোলা জায়গায় মাইক বাজিয়ে অনুষ্ঠানও করা হচ্ছে। তা আটকাতে পুলিশ ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। মাইক আটক করতে থানাগুলিকে অবিলম্বে নির্দেশ দেওয়ার জন্যেও জানান তিনি। মাইক ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “শনিবার সকালে মাধবডিহি থানা এলাকায় একটি মাইক আটক করে মামলা দায়ের করেছি আমরা। রাতে আউশগ্রামে একটি ধর্মীয় জলসা থেকেও মাইক আটক করে মামলা দায়ের করা হয়েছে।”

ঢেঁকি ছাটা চাল তৈরির প্রকল্প চালু পূর্বস্থলীতে
জেলার প্রথম ঢেঁকি ছাঁটা চাল তৈরির প্রকল্পের উদ্বোধন হল পূর্বস্থলীর শ্রীরামপুরে। রবিবার খাদি ভবন প্রাঙ্গণে উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প, বস্ত্র ও ভূমি দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ ও বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। ছিলেন নাবার্ডের ম্যানেজার অমিতা ত্রিপাঠিও। নিকোনো উঠোনের এক কোনে সাজানো সাদা-সবুজ রঙের তিনটি ঢেঁকি। পাশে রয়েছে আরও তিনটি ঢেঁকি রাখার জায়গা। ঢেঁকির পাশে সাজানো ধান, কুলো, ঝাঁটা। উঠোনের অন্য দিকে চেয়ারে সার দিয়ে বসে রয়েছেন স্থানীয় মহিলারা। স্থানীয় একটি মহিলা স্বনির্ভর সঙ্ঘের উদ্যোগে এবং ক্ষুদ্র কুটির শিল্প দফতর ও শ্রীরামপুর পঞ্চায়েতের সহযোগিতায় শুরু হল এই প্রকল্প। স্বপনবাবু বলেন, “গ্রামের মহিলাদের স্বনির্ভর করতেই এই প্রকল্প। ঢেঁকি ছাঁটা চালের খাদ্যগুণ বেশি, ফলে বিপণনের সম্ভাবনাও বেশি।” অমিতবাবু জানান, চালের মান বাড়াতে সব সাহায্য করবে নাবার্ড। কলে ছাঁটা চালের মতো এই চালকেও মিহি ও মসৃণ করার চেষ্টা করা হবে। পঞ্চায়েত উপপ্রধান দিলীপ মল্লিক বলেন, “প্রাথমিক ভাবে ছ’টি ঢেঁকিতে ২০ জন মহিলা ২৫ দিন কাজ করবেন। মাসে প্রায় চার হাজার টাকা উপার্জন হবে। পঞ্চায়েতের তরফেই পরিকাঠামো তৈরি হচ্ছে। সামান্য টাকা দিতে হবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের। তার জন্য চার শতাংশ সুদে ঋণ পাবেন তাঁরা।”

বাবা-মাকে আটকে কিশোরীকে ‘ধর্ষণ’
বাড়ির লোকজনকে ঘরে আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় যুবকদের বিরুদ্ধে। বর্ধমানে কাটোয়ার টিকরখাঁজি গ্রামের এই ঘটনায় বছর পনেরোর ওই কিশোরী অবশ্য আদৌ ধর্ষিত হয়নি বলে পুলিশের দাবি। রবিবার ওই কিশোরী পুলিশে অভিযোগ করে, শনিবার রাতে জনা দশেক দুষ্কৃতী তার বাড়ির সামনে এসে এক যুবকের নাম ধরে ডাকাডাকি শুরু করে। ওই নামে সেখানে কেউ নেই জানাতে দরজা খুলতেই কিশোরীর বাবা, মা-সহ বাড়ির অন্যান্যদের ঘরে আটকে রেখে তার উপরে অত্যাচার চালায়। কিশোরী বলে, “ওরা প্রথমে আমাকে আর দিদিকে একটি ঘরে আটকে রাখে। পরে আমাকে পাশের ঘরে নিয়ে গিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে ধর্ষণ করে।” সে জানায়, প্রতিবাদ করলে দুষ্কৃতীরা তার মাথায় পিস্তলের বাঁট দিয়ে মারে। তবে এ দিন কাটোয়া হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণ এমনকী মাথায় আঘাতের চিহ্নও মেলেনি বলে চিকিৎসকেরা জানান। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, আজ, সোমবার অভিযোগকারিণী আদালতে জবানবন্দি দেবে।

বাস দুর্ঘটনায় আহত ১৫
হাসপাতালে । —নিজস্ব চিত্র।
একটি বেসরকারি বাসের সঙ্গে ম্যাটাডোরের ধাক্কায় জখম হয়েছেন ১৫ জন যাত্রী। রবিবার মন্তেশ্বরের মালডাঙা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ভগবতী হাজরা, গোলাপ আলি মোল্লা ও লক্ষ্মণ বাগ নামে গুরুতর আহত তিন জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের মন্তেশ্বর প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সকাল ৬টা নাগাদ মালডাঙা ব্যসস্ট্যান্ড থেকে কালনাগামী এই বাসটি ছাড়ে। অধিকাংশ বাসযাত্রীই কুসুমগ্রাম এবং সাতগাছিয়া বাজারে যাচ্ছিলেন। মালডাঙা সেতু থেকে নামার পরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িনো একটি ম্যাটাডোরকে ধাক্কা মারে। দুমরে যায় বাসের সামনের অংশ। যাত্রীরা সকলেই কমবেশি আহত হন। পুলিশ বাসটিকে আটক করেছে, তবে চালকের খোঁজ মেলেনি।

গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধের নির্দেশ
পঞ্চায়েত ভোটে দলকে ঐক্যবদ্ধ করতে মাঠে নামলেন তৃণমূলের রাজ্য ও জেলা নেতারা। রবিবার বর্ধমান টাউনহলে পঞ্চায়েত নির্বাচনের আগে দলের প্রস্ততি সভা আয়োজিত হয়। জেলার ৩১টি ব্লকের পদাধিকারিরা ছাড়াও, গ্রামীন এলাকার বিধায়ক, পঞ্চায়েতের নানা স্তরের প্রতিনিধিরা হাজির ছিলেন। ছিলেন দলের নানা গোষ্ঠীর নেতারাও। অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন, “গোষ্ঠীবাজি করবেন না। মানুষের সামনে ঐক্যবদ্ধ হতে হবে। গোষ্ঠীবাজি করার খবর পেলে দল থেকে বের করে দেওয়া তো হবেই, কোনও নেতা মদত দিচ্ছেন জানতে পারলে তাঁকেও বহিষ্কার করা হবে।” তিনি আরও বলেন, “জেলা থেকে ব্লক স্তরে একটি করে কোর কমিটি গড়া হবে। সেই কমিটিই প্রার্থী ঠিক করবে। কোনও প্রার্থীকে নিয়ে ব্লক স্তরে বিতর্ক হলে জেলা কোর কমিটি বিতর্ক মেটাবে। এই কমিটি যে সিদ্ধান্ত নেবে তা মানতে হবে সকলকে।” পঞ্চায়েত দখলে আনার কথা বলেন বিধায়ক স্বপন দেবনাথও।

ডিজেল পাচারে ধৃত
চোরাই ডিজেল পাচারের অভিযোগে বাবা ও দুই ছেলেকে গ্রেফতার করল পুলিশ। তাদের নাম কানাই আঁকুড়ে ও দুই ছেলে শ্রীকান্ত ও হাবল। বুদবুদ থানার মুন্সেফপুরের একটি বাড়িতে হানা দিয়ে তাদের ধরা হয়। পুলিশ জানায়, একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে। তাতে প্রায় ৬০০ লিটার ডিজেল ভর্তি তিনটি ড্রাম, চারটি তেল মাপার যন্ত্র, ৪০০ লিটার ডিজেল ও ২০ লিটার কেরোসিন ভর্তি ১০টি প্লাস্টিকের পাত্র, ১০ লিটার রাসায়নিক মিলেছে।

পৃথক দুর্ঘটনায় মৃত দু’জনের
বালি বোঝাই একটি ট্রাককে অন্য একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মারায় মৃত্যু হল এক খালাসির। তাঁর নাম রাজু মণ্ডল(২১)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গার রঘুনাথপুরে। শনিবার রাতে গলসির কাছে চাকা খারাপ হয়ে যাওয়ায় সেটি সারাচ্ছিলেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। একই সময়ে জামালপুরের আঝাপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক কনস্টেবলের। তাঁর নাম খগেন পাত্র (৫৭)। পুলিশ জানায়, “রাত পাহারার কাজ করতেন তিনি। জিপ থেকে নেমে চা খেতে রাস্তা পেরোবার সময়ে ট্রাকটি তাঁকে ধাক্কা মারে।”

তদন্তে সিবিআই
গুড়াপের হোমের আবাসিক গুড়িয়ার মৃত্যুর ঘটনার তদন্তে নেমে রবিবার জামালপুরের দামোদরের তেলকুপি ঘাট ও চর ঘুরে দেখল সিবিআই। গুড়িয়ার দেহ উদ্ধারের পরে তদন্তে নেমে ১৭ জুলাই ওই চর থেকে গুড়াপের হোমের আরও দুই আবাসিকের দেহাবশেষ উদ্ধার করে সিআইডি। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই। এ দিন তাদের পাঁচ সদস্য প্রথমে জামালপুর থানায় পুলিশের সঙ্গে বৈঠক করেন। তেলকুপি ঘাটে কিছু লোকজনকে জিজ্ঞাসাবাদও করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.