টুকরো খবর
অবৈধ নির্মাণে অভিযুক্ত তৃণমূল
আদালতের স্থগিতাদেশ থাকা সত্বেও ইসিএলের জমিতে নির্মাণকাজের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ইসিএলের নিঘা ওয়াটার ফিল্টার পাম্পের কাছে ঘটনাটি ঘটে। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, তাঁদের ওয়াটার ফিল্টার প্রজেক্টের নর্দমার কিছু অংশ ভরাট করেই নির্মাণ কাজ হচ্ছে। তৃণমূলের নাম করে বিকাশ নুনিয়া, রামপুকার দুসাদ ও মহম্মদ নজরুল চার মাস আগে দলীয় কার্যালয় নির্মাণ শুরু করে। গত বছরের নভেম্বরে ইসিএল কর্তৃপক্ষ ওই নির্মাণ কাজ বন্ধ করার স্থগিতাদেশ চেয়ে আর্জি জানান আদালতে। আবেদন মঞ্জুর করে আদালত। কাজও বন্ধ ছিল। অভিযোগ, আবার দিন দুয়েক আগে তা শুরু হয়েছে। পুলিশ জানায়, রবিবার সকালে অভিযোগ পাওয়ার পরেই বিকাল সাড়ে তিনটে নাগাদ ঘটনাস্থলে গিয়েছিলেন। কাউকে দেখতে পাননি। জামুড়িয়ার শ্রীপুর ফাঁড়ির ওসি জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ইসিএলের জমিতে ওই নির্মাণকাজ করা যাবে না, একথাও অভিযুক্তদের জানিয়ে দেওয়া হয়েছে। তবে তৃণমূলের জামুড়িয়া ব্লক ১ কমিটির সভাপতি পূর্ণশশী রায়ের বক্তব্য, কংগ্রেস ইসিএলের জমিতে একটি কার্যালয় তৈরি করলেও তাতে ইসিএল কোনও আপত্তি জানায়নি। কিন্তু তৃণমূলের ক্ষেত্রেই বাধা দিচ্ছে ইসিএল কর্তৃপক্ষ। ইসিএলের সিএমডি কারিগরি সচিব নীলাদ্রি রায় বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হবে।” তবে জামুড়িয়ার যুব কংগ্রেস সভাপতি সোমনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, “শ্রমিক সংগঠনগুলির এরকম কার্যালয় ইসিএলের জমিতে থেকেই থাকে।” পূর্ণশশীবাবু বলেন, “আমরা দলীয় কর্মীদের সংযত থাকতে বলেছি। নীচুতলার কর্মীরা আবেগতাড়িত হয়ে এমন কাজ করছে। দলীয় স্তরে তাদের নিষেধ করা হয়েছে।”

পঞ্চায়েতে জোটের সম্ভাবনা ওড়ালেন প্রদীপ
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সঙ্গে কোনওরকম জোটের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রবিবার বাদুড়িয়ায় দলের পঞ্চায়েতি রাজ সম্মেলনে প্রদীপবাবু বলেন, “ন্যাড়া একবারই বেল তলায় যায়।” আরও জানান, সিপিএমের হার্মাদ বাহিনীকে হটিয়েছেন তাঁরা। তৃণমূলের জহ্লাদ বাহিনীকেও আটকাবেন। কংগ্রেস ছেড়ে ইতিমধ্যেই যাঁরা তৃণমূলে চলে গিয়েছেন তাঁদের সম্পর্কে প্রদেশ সভাপতির মন্তব্য, “অমন দু’চারজন চলে গেলে কংগ্রেসের কিছু যায় আসে না।” রাজ্যবাসীকে ধৈর্য্য ধরতে বলে প্রদেশ সভাপতির মন্তব্য, “দেখবেন রাইটার্স থেকে তৃণমূলের পতাকা নেমে গিয়ে কংগ্রেসের পতাকা উঠবে।” এ দিন সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে প্রদীপবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে চলচ্চিত্র শিল্পী দেব দেখা করতে চাইলে তা পারেন। দেবের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দেন। অথচ সাধারণ মানুষের কাজে তাঁর দেখা মেলে না। এমনকী আমরা দেখা করতে চাইলেও তিনি সময় দিতে পারেন না। আমরা এই সরকারের নাম দিয়েছি ‘উৎসব সরকার’।” পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান প্রদীপবাবু। তিনি বলেন, “পঞ্চায়েতের আগে ষড়যন্ত্র করছে তৃণমূল। আমরা মারামারির মোকাবিলায় প্রস্তুত। রাজনৈতিক ও গণতান্ত্রিক ভাবে তৃণমূল, সিপিএমকে জব্দ করতে হবে।” সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কাজি আব্দুল গফ্ফর, দিলীপ মজুমদার কাজি আব্দুল রহিম দিলু প্রমুখ।

গাড়ি চুরি করে দ্রুত পালাতে গিয়ে জখম
চুরি হওয়া গাড়ি। —নিজস্ব চিত্র।
চোরাই গাড়ি নিয়ে পালাতে গিয়ে জখম হয়েছে দুই দুষ্কৃতী। রবিবার দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টারের পলাশডিহা মোড়ের কাছে জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, রামপুরহাট থেকে গাড়িটি চুরি করে নিয়ে আসছিল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে রামপুরহাট হাসপাতাল পাড়ার বাসিন্দা গোলাম ওস্তাগিরের একটি গাড়ি চুরি হয়। শনিবার তিনি রামপুরহাট থানায় অভিযোগও করেন। রবিবার অন্য একটি গাড়িতে করে কয়েকজনের সঙ্গে হারিয়ে যাওয়া গাড়ির বিমা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে দুর্গাপুরে আসছিলেন তিনি। তখনই মুচিপাড়ার কাছে তিনি তাঁর চুরি যাওয়া গাড়িটিকে দেখতে পান। তবে গাড়িটির নম্বর প্লেট বদলে দেওয়া হয়েছিল। গাড়িটির কাছে গিয়ে গাড়ির মালিকের খোঁজ শুরু করেন গোলাম ওস্তাগির। পরিস্থিতি বেগতিক আঁচ করে গাড়িতে থাকা দু’জন গাড়ি নিয়ে জাতীয় সড়ক ধরে ছুটতে শুরু করে। গোলাম ও তাঁর সঙ্গীরা নিজেদের গাড়িতে সেই গাড়ির পিছু ধাওয়া করেন। সিটি সেন্টারের পলাশডিহা মোড়ের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুষ্কৃতীদের গাড়িটি রাস্তার ধারে উল্টে যায়। জখম হন গাড়ির ভিতরে থাকা দুই দুষ্কৃতী। পুলিশ তাঁদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকে।

পুড়ল বাড়ি, খড়ের পালুই
খড়ের পালুইয়ে আগুন লাগল তালতোড় গ্রামে। স্থানীয় বাসিন্দা প্রহ্লাদ মাজির খড়ের পালুইয়ে আগুন লাগে। তিনটে পাম্প লাগিয়ে জল ঢেলে আগুন নেভান গ্রামবাসীরা। তৃণমূল নেতা কাজল মাজি জানান, দমকল বিভাগে খবর দেওয়া হয়েছিল। তবে তারা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুল লেগে তিনটি ঘর ও দু’টি খড়ের পালুই পুড়ে গেল ঘটনা ঘটেছে ফরিদপুর (লাউদোহা) থানার কাঁটাবেড়িয়া গ্রামেও। রবিবার দুপুরে স্থানীয় বাসিন্দা গণেশ গড়াইয়ের বাড়িতে আগুন লাগে। দুর্গাপুর থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্বে আনে। স্থানীয় বাসিন্দা বাণী ঘোষ জানান, এলাকায় জলের আকাল রয়েছে। একবার আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জন্য পৃথক দমকল কেন্দ্র গড়ার দাবি জানিয়েছেন তিনি।

পাঁচটি রুটে বাস
শনিবার থেকে পাঁচটি রুটে চালু হল বাস পরিষেবা। দক্ষিণবঙ্গ রাস্ট্রীয় পরিবহন সংস্থা সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া থেকে আসানসোল, বেনাচিতি থেকে বাঁকুড়া, দুর্গাপুর স্টেশন থেকে লাউদোহা, বেনাচিতি থেকে জামগড়া এবং গলফ নগর থেকে বর্ধমান রুটে চলবে বাসগুলি। শনিবার এর সূচনা করেন দুর্গাপুরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায়। ছিলেন দক্ষিণবঙ্গ রাস্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর তথা আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অন্তরা আচার্য।

পত্রিকা ছেঁড়ায় অভিযুক্ত তৃণমূল
পানাগড়ের বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরে ঢুকে সিপিএমের দলীয় মুখপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার। সিপিএমের অভিযোগ, এই পত্রিকা রাখা যাবে না বলেও হুমকি দেয় তারা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এমন ঘটনা ঘটিয়েছে বলে সিপিএম নেতাদের দাবি। পুলিশকে ঘটনার কথা মৌখিক ভাবে জানানো হয়েছে বলেও জানান সিপিএম নেতারা। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। প্রদেশ তৃণমূল সদস্য তথা প্রাক্তন কাঁকসা ব্লক সভাপতি দেবদাস বক্সি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।
দরজা ভেঙে চুরি
আলমারি ভেঙে গয়না চুরির ঘটনা ঘটল কাঁকসা থানার পানাগড়ে। রবিবার সন্ধ্যার ঘটনা। ওই বাড়ির কর্তা হরবন্ধু পাল জানান, এ দিন বাড়িতে তিনি একাই ছিলেন তিনি। তবে কিছু ক্ষণের জন্য দরজায় তালা দিয়ে বাইরে বেরিয়েছিলেন। ফিরে এসে দেখেন, পিছনের দিকের দরজা ভাঙা। আলমারি তছনছ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

পুলিশকর্মীর দেহ
পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। জামুড়িয়ার খাস কেন্দায় খনিকর্মী আবাসনের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম রাজকুমার সামুই (২৪)। পুলিশ জানায়, প্রাথমিক ভাবে ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলেই মনে করা হচ্ছে। ময়না-তদন্তের পরেই বিষয়টি আরও পরিষ্কার হবে। ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ কমিশনার অজয় প্রসাদ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.