প্রথম ডিভিশনে হারল বিবেকানন্দ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রথম ডিভিশন ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে বর্ধমান লোকো ইয়ং মেনস সোসাইটি বা ব্লিজ ২৮ রানে হারাল বিবেকানন্দ সঙ্ঘকে। ব্লিজ প্রথমে ৩৪.১ ওভারে ১১৫ রান করে। দলের সুব্রত কণ্ডুু ৩৫ রান ও উৎপল ঘোষাল ২৮ রান করেন। বিবেকানন্দের নিখিলেশ কামাথ ২০ রানে ৩টি, সন্দীপ যাবদ ১৩ রানে ২টি ও সুকান্ত ঘোষ ১৭ রানে ২ উইকেট দখল করেন। ২৬.৫ ওভারে ৮৭ রান করে সকলেই আউট হয়ে যায় বিবেকানন্দের। সর্বোচ্চ ৩৪ রান করেন অজয় গড়াই। ব্লিজের হয়ে বর্ষীয়াণ স্পিনার শেখ মইনুদ্দিন ১৯ রানে ৩টি, উৎপল ঘোষাল ২১ রানে ৩টি, তসলিম খান ১৪ রানে ২টি ও জয়ন্ত মুখোপাধ্যায় ২০ রানে ২টি উইকেট দখল করেছেন। অপর ম্যাচে শিবাজি সঙ্ঘ হারায় বংপুর চেতনা ক্লাবকে। প্রথমে শিবাজি ৪০ ওভারে ২৭৪-৯ রান করে। নিখিল সিংহ করেন ৫৭ বলে ৭৬ ও উত্তম যশ করেন ৫৬ বলে ৭৩ রান। দলের গুরুপ্রসন্ন চট্টরাজ ৪৩ করেন। বংপুরের বিশ্বনাথ দে ৩১ রানে ২, রনোজ সাহা ৩২ রানে ২ ও তারক বন্দ্যোপাধ্যায় ৫৭ রানে ২ উইকেট দখল করেছেন। বংপুর শুরু থেকে ব্যাটিং-বিপর্যয়ের মধ্যে পড়ে। ২১ ওভারে মাত্র ৮০ রানে সকলে আউট হয়ে যায়। শিবাজির উত্তম যশ ১২ রানে ৪, প্রসেনজিৎ কেওড়া ১৪ রানে ৩ ও উজ্বল দাস ৩০ রানে ২ উইকেট দখল করেন। ম্যাচের সেরা হয়েছেন উত্তম যশ। আগের ম্যাচের সেরা উৎপল ঘোষাল। দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে ন্যাশন্যাল স্পোর্টিং ক্লাব ১ উইকেটে হারায় কল্পতরু ক্লাবকে। প্রথমে কল্পতরু ২৮.৪ ওভারে ১০৬ রানে সকলে আউট হয়ে যান। দলের অয়ন চোংদার করেন ৩২ রান। ন্যাশনালের সজল নাগ ১৯ রানে ৫ উইকেট, বাদশা আলম মোল্লা ১৪ রানে ৩ উইকেট ও রাজীব আলি ৩০ রানে ২ উইকেট নেন। পরে ন্যাশনাল ২৭.১ ওভারে করে ১১০-৯। দলের অঙ্কুর দাঁ করেন ৩১ রান। কল্পতরুর সুব্রত চক্রবর্তী ১৪ রানে ৩টি, শশিধর তেওয়ারি ১৯ রানে ৩টি ও কৌশিক দাস ২৯ রানে ২ উইকেট নেন।
|
জয়ী রানিগঞ্জ ইয়ংস্টার
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় রবিবার আসানসোল স্টেডিয়ামের প্রথম খেলায় বিজয়ী হল রানিগঞ্জ ইয়ংস্টার। তারা দামড়া আরসিসিকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে দামড়া মাত্র ৪৪ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় রানিগঞ্জ। এই মাঠের দ্বিতীয় খেলায় বিজয়ী হল সিএলএ। তারা রঘুনন্দন মেমোরিয়াল সিসিকে ৮৯ রানে হারায়। প্রথমে ব্যাট করে সিএলএ ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে। জবাবে রঘুনন্দন ৮৬ রানেই শেষ হয়ে যায়। এই প্রতিযোগিতার এদিন সাঁকতোড়িয়া মাঠের খেলায় বিজয়ী হল নিয়ামতপুর সিসি। তারা বরাকর মারোয়ারিকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে বরাকর ৯৩ রানের বেশি তুলতে পারেনি। জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় নিয়ামতপুর।
|
জিতল শ্রমিকনগর
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় শনিবারের খেলায় বিজয়ী হল শ্রমিকনগর স্পোর্টিং ক্লাব। এমএএমসি মাঠে তারা ৭ উইকেটে এএসপিএসএকে হারায়। প্রথমে ব্যাট করে এএসপিএ মাত্র ৯৮ রান করে। দীনেশ গুপ্ত ২৮ রান করেন। জবাবে তিন উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় শ্রমিকনগর। কল্যাণ চট্টোপাধ্যায় ৩৮ ও সুরজ রাম ৩৪ রান করেন। বিজয়ী দলের হয়ে চন্দন কেউড়া ২৩ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নেন। সিএবি আয়োজিত অনুর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায় দুর্গাপুর জোনে ডিসিসি ক্লাব ৮ উইকেটে দাতু মেমোরিয়াল কোচিং সেন্টার শিলিগুড়িকে হারায়। ডিসিসি মাঠে প্রথমে ব্যাট করে শিলিগুড়ি ৭ উইকেট হারিয়ে ১২০ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ডিসিসি। সৌম্যব্রত নাগ অপরাজিত ৩৫, আকাশ সরকার ৩৫, বিশাল ঘোষ ২৪ রান করেন। বিজয়ী দলের হয়ে সঞ্জীব সাহা দু’টি উইকেট নেন।
|
জয়ী কমিশনারেট
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল পুলিশ কমিশনার একাদশ ও আসানসোল জার্নালিস্ট একাদশ প্রীতি ক্রিকেট ম্যাচে বিজয়ী হল পুলিশ কমিশনার একাদশ। আসানসোল মাঠে তারা জার্নালিস্ট একাদশকে ৪৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে কমিশনারেট ৮ উইকেটে ১৩৪ রান করে। জবাবে ৭ উইকেটে ৯১ রানের বেশি করতে পারেনি জার্নালিস্ট একাদশ। সাতটি চার সহ সর্বোচ্চ ৫৪ রান করেন পুলিশ কমিশনার অজয় নন্দ। জার্নালিস্টদের মধ্যে সর্বোচ্চ ৪৪ রান করেন বাসুদেব চট্টোপাধ্যায়।
|
জিতল পূর্ব রেল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল রেলমাঠে আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় বিজয়ী হল পূর্বরেল আসানসোল এসএ। তারা বিসিএসিকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে বিসিএসি ৯৬ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় পূর্বরেল।
|
জয়ী বেলডাঙা
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
কুইলাপুর ইয়ুথ ক্লাব আয়োজিত ক্রিকেটে চ্যাম্পিয়ন হল বেলডাঙা আদিবাসী ইবন গাঁওতা। কুইলাপুর জলট্যাঙ্কি মাঠে তারা মধুকুণ্ডা সিসিকে ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে মধুকুন্ডা ৮ উইকেটে ১৪৯ রান করে। জবাবে ৫ উইকেটে জিতে যায় বেলডাঙা। ফাইনালের সেরা বিকি সিংহ। প্রতিযোগিতার সেরা বিজিত দলের ফনী বাউড়ি। আয়োজক সংস্থা জানায়, পাঁচ বছরের প্রতিযোগিতায় ২০টি দল যোগ দিয়েছিল।
|
|
সঞ্জয় রায় ও বাবুল সিংহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
হল দুর্গাপুরের ফরিদপুর স্কুল মাঠে। —নিজস্ব চিত্র। |
|