তারাবাজি
গ্রেগ চ্যাপেল আবার কলকাতায়! পরিবর্তনের এর থেকে বড় প্রমাণ আর কীই বা হতে পারে! কোনও ধরনা নেই। পোস্টার উঁচিয়ে বিক্ষোভ নেই। প্রাণনাশেরও কোনও হুমকি নেই। সব থেকে বড় কথা, গ্রেগ চ্যাপেলের মধ্যমা প্রদর্শনও অনুপস্থিত। লোকের হলটা কী? পৃথিবীটা হঠাৎ কি পাটা উইকেটে খেলা রঞ্জি ম্যাচ হয়ে গেল? নাকি চ্যাপেল এখন কাজের খোঁজে, তাই? এ-ও হতে পারে যে আইপিএল জিতে ক্রিকেট কলকাতার মনটাই উদার হয়ে গিয়েছে?
নিন্দুকেরা বলে, সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি বহু মাস ধরে সকালে উঠেই নিজের পশ্চাদ্দেশে নিজে লাথি মারার ব্যর্থ চেষ্টা করেছেন। কারণ নিজের হাতেই ইন্ডিয়া টিমের কোচের চাকরি গ্রেগকে তুলে দিয়েছিলেন। নিজের কবর নিজে খোঁড়ার ইতিহাস অবশ্য নতুন নয়। ইতিহাসে আছে রাজপুতরাই বাবরকে দিল্লি ডেকে আনে। তবে ইতিহাস ঘাঁটতে হবে না। মহম্মদ আসিফও তো বীণা মালিকের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে আত্মহননের মতো কাজ করেছেন। একই গাড্ডায় পড়েছিলেন ললিত মোদী। নিজের ট্যুইটার অ্যাকাউন্ট খুলে। আর অমিতাভ বচ্চন? রাম গোপাল বর্মার ছবি করে!
রাম গোপাল বর্মা বলতেই মনে পড়ল, গত শুক্রবারই তো মুক্তি পেল ২৬/১১-র সন্ত্রাসবাদী হামলা নিয়ে তৈরি তাঁর ছবি। সিনেমাটা দেখে কেউ আত্মহত্যা করেছে বলে এখনও পর্যন্ত কোনও খবর নেই। মানে দাঁড়াল, হয় আরজিবি নিজেকে অসম্ভব রকম বদলে ফেলেছেন, আর সাঙ্ঘাতিক ছবি বানিয়েছেন, নাকি সিনেমাটাই অনেকে দেখে ওঠেনি।
এর মধ্যেই হরভজন সিংহ ১০১তম টেস্ট ম্যাচটা খেলে ফেললেন। একশটা টেস্ট ম্যাচে যে তিনি ইন্ডিয়া ক্যাপ পরেছেন, সেটা নিশ্চিত করতেই বোধ হয় ওই একটা ম্যাচ বেশি খেলা। কারও যদি গুনতে ভুল হয়। জানা নেই কোন কৌশলে, কোন বোর্ড সদস্যকে দিয়ে, কী ভাবে এমন কাজ হাসিল করে নিয়েছেন ভাজ্জি!
শেষ টেস্টে আবার বীরেন্দ্র সহবাগকে দেখা গেল চশমা পরে মাঠে নামতে। যদিও চশমা তাঁর পারফরম্যান্স বৃদ্ধিতে কোনও প্রভাব ফেলতে পারেনি। তাই হয়তো টেস্টের ফাঁকে দূরবিন কিনতে বেরিয়েছিলেন তিনি।
দ্বিতীয় টেস্টের আগে চিবুকের হাড় ভেঙেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। যদিও সানি দেওলের ‘ঢাই কিলো কা হাত’ কোনও ভাবেই এর সঙ্গে জড়িত নয়।
আর এক মাসের মধ্যেই শুরু হয়ে যাবে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান সামার পার্টি’। আর পরপর ছয় গ্রীষ্ম জুড়েই যে ভাবে আইপিএল আমাদের সেন্সগুলোকে আক্রমণ করে যাচ্ছে, আপনি যদি কানে তুলো গুঁজে, ঠুলি পরেও বসে থাকেন, তাতেও রক্ষা পাবেন না। ঝলমলে পোশাকের চিয়ারলিডার আপনার চোখে পড়তে বাধ্য। শুধু কি তাই? ওই বিটকেলে বিউগলের আওয়াজ! সেটাও ‘কানের ভিতর দিয়ে মরমে’ প্রবেশ করে যথেষ্ট পীড়া দেবে। কিছু বছর আগেও কিন্তু এই শব্দটা অত খারাপ লাগত না। তারাই আবার আসছে। আর পালাবেন কোথায়?
এ বারে, একটা সার্ভে করেছিলাম যে, আইপিএল থেকে মানুষ কী মনে রাখবে? প্রশ্নটা ছিল, আধ মিনিটের জন্য চোখটা বন্ধ করুন, আর বলুন আপনার প্রিয় তিনটে আইপিএল ম্যাচ।

আইপিএল চিয়ারলিডার্স

প্রীতি জিন্টা
কী! তিনটে নাম মনে করতে পারছেন না? ঘাবড়াবেন না। আপনি একা নন। ছিয়ানব্বই শতাংশ আইপিএল দর্শকই ঠিক করে তিনটে ম্যাচের নাম বলতে পারেননি। তার মধ্যে সব থেকে মনে রাখার মতো ম্যাচ হিসাবে যেটা বেরিয়ে এসেছে, তা হল প্রথম আইপিএল-এর প্রথম ম্যাচ। ওই ব্রেন্ডন ম্যাকালামের ম্যাচ। আটচল্লিশ শতাংশ লোক মনে রেখেছেন ওই ম্যাচ। আমার মনে হয় আপনারও মনে আছে। অষ্টআশি শতাংশ লোক বলতে পারেনি শেষ আইপিএলের ম্যান অব দ্য ম্যাচ কে ছিলেন! আশ্চর্যের, চৌষট্টি শতাংশ মনেই করতে পারেননি ২০১০-এর ফাইনালে চেন্নাই সুপার কিংস কাকে হারিয়েছিল!
আর বলুন তো লোকে সব থেকে কোন ঘটনাগুলো মনে রেখেছেন? শ্রীসন্তের চড় খাওয়া, দাদা-বুকাননের ঝামেলা, ফেক আইপিএল প্লেয়ার ব্লগ, ললিত মোদীর ট্যুইট, চিয়ারলিডারদের চাকরি যাওয়া, এসআরকে-র ওয়াংখেড়ে পর্ব, লুক পমার্সবাখের মলেস্টেশন, রেভ পার্টিতে ড্রাগ খেয়ে ধরা পড়া। এই ঘটনাগুলোই নব্বই শতাংশের মনে গেঁথে আছে।
লোকে যদি সামনের আইপিএলেও এমন সব ঘটনাই দেখতে চান, তবে তার একটা উইশলিস্ট দিলাম। দুই টিম মালিকের মধ্যে সংঘাত। দেখার মতো হবে প্রীতি জিন্টা কী করে সিদ্ধার্থ মাল্যকে হারান? যদি আদৌ সেটা সম্ভব হয়। আমরা এখনও দেখিনি দুই টিম মিলে কোনও ম্যাচকে ফিক্স করতে। অন্যকে জেতাতে নিজের সর্বস্ব উজাড় করে দিতে! নিঃসন্দেহে দেখার মতো একটা ব্যাপার হবে সেটা। আর এখনও কোনও ব্যাটসম্যানকে স্কার্ট পড়ে ব্যাট করতে নামতে দেখিনি। ক্রিকেটে যদি কখনও এমন হয়, সেটা হবে আইপিএল-এই। শেষে, ঠাকুর যদি মুখ তুলে চান, তবে আইপিএল-এ একটা এমএমএস স্ক্যান্ডালও জুটে যেতে পারে!
তবে যত দিন এমন না হয়, সার্কাসটা চলতেই থাকুক। আর হ্যাঁ, দাদার নাকি এ বার উপস্থিতি থাকবে না আইপিএল-য়ে। তা হলে একা খান! সেটা কেমন হবে?



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.