কাঁচামাল ও পরিকাঠামোর অভাবে রফতানি বাজারে ক্রমশ পিছিয়ে পড়ছে রাজ্যের চর্মশিল্প। চর্ম প্রযুক্তিবিদদের এই অভিযোগ মানছে রাজ্য সরকারও। শনিবার ইন্ডিয়ান লেদার টেকনোলজিস্টস অ্যাসোসিয়েশন (আইএলটিএ) আয়োজিত ‘লেক্সপো’-র উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় অবশ্য আশ্বাস দেন, এই শিল্পের সমস্যাগুলি নিয়ে তিনি রাজ্যের অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী ও ছোট-মাঝারি শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। প্রয়োজনে তারপর মুখ্যমন্ত্রীকেও জানানো হবে। সম্প্রতি শিল্প পরিকাঠামো কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই চর্মশিল্পের একদফা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে, জানান তিনি। আইএলটিএ-র দাবি, উপযুক্ত পরিকাঠামোর অভাব-সহ বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে এই শিল্পের জন্য দশ বছরের ‘রোডম্যাপ’ তৈরি করুক রাজ্য সরকার। দূষণ কমাতে বানতলায় ট্যানারি স্থানান্তরের বিষয়টিও অসম্পূর্ণ থেকে গিয়েছে, মানছেন রাজ্যের দমকলমন্ত্রী জাভেদ খানও। তাঁর বক্তব্য, দূষণ রোধের ব্যবস্থা সম্পূর্ণ না-হওয়ার মাসুল দিতে হচ্ছে এই শিল্পকে। যেমন পাঞ্জাবি পাড়ার অনেকেই টাকা দিয়েও পরিকাঠামো নেই বলে সেখানে জমি পায়নি। তাঁদের আন্দোলনে এক সময়ে তাঁরাও পাশে দাঁড়িয়েছিলেন বলে দাবি করেন জাভেদ। |