আমানতে সুদ বাড়ল ব্যাঙ্কে
নিজস্ব প্রতিবেদন |
আমানতে সুদের হার বাড়াল বেশ কয়েকটি ব্যাঙ্ক। ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৫ কোটি টাকার নীচে ১ বছরের জমায় সুদ ৮.৭৫% থেকে বেড়ে হল ৯%। ৩০ দিন থেকে ১ বছরের কম মেয়াদে নয়া হার ৮.৭৫%। ১ বছর বা তার বেশি আমানতে প্রবীণরা বাড়তি ৫০ বেসিস পয়েন্ট সুদ পাবেন। পাশাপাশি, ইউকো-র ১ থেকে ৫ কোটি টাকার আমানতে ৯১-১২০ এবং ১২১-১৮০ দিনে সুদ বেড়ে হচ্ছে ৮.৭৫%। প্রবীণরা ৯.৫০% সুদ পাবেন।পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও ১ কোটি টাকার কম আমানতে ১৮০ দিন থেকে ১ বছরের কম মেয়াদে সুদ বাড়িয়ে করেছে ৮.৭৫%। তবে প্রবীণদের বাড়তি সুদ ৫০ থেকে কমিয়ে ২৫ বেসিস পয়েন্ট করেছে ব্যাঙ্কটি। সম্প্রতি স্টেট ব্যাঙ্কও কিছু মেয়াদে সুদ ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। |
লগ্নি করতে চায় তুরস্ক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পশ্চিমবঙ্গে লগ্নি করতে চায় তুরস্ক সরকার। পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, যন্ত্রাংশ এবং পর্যটন শিল্পে লগ্নি করতে তারা আগ্রহী। সম্প্রতি তুরস্কের রাষ্ট্রদূত শিল্পমন্ত্রীর সঙ্গে দেখা করে এই ইচ্ছার কথা জানিয়েছেন। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, তুরস্কের রাষ্ট্রদূত এ নিয়ে আগ্রহ দেখিয়েছেন। বিশেষ করে পর্যটন, পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, যন্ত্রাংশ তৈরিতে লগ্নি করতে চায়। |
সুবীর চাকি পশ্চিমবঙ্গে সিআইআইয়ের নয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উমেশ চৌধুরী নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেন। |