সংস্কৃতি যেখানে যেমন

ভাষাদিবসে অনুষ্ঠান শিলিগুড়িতে
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে শিলিগুড়ি মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং উবাচ সংস্থার সহযোগিতায় দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে অনুষ্ঠিত হল সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনায় অংশ নেন আকাশবাণী শিলিগুড়ির আধিকারিক সৌমেন বসু, লেখক হরেন ঘোষ, শিশু কিশোর অ্যাকাডেমির অরিন্দম মুখোপাধ্যায়। সঙ্গীত পরিবেশ করেন মৌসুমী দাশগুপ্তের পরিচালনায় সৃষ্টি মিউজিক অ্যাকাডেমির সভ্যরা। সুতপা রায়ের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন নৃত্য ছন্দমের সভ্য লিন্ডা, জাগৃতি, প্রিয়ংকা। আবৃত্তিতে ছিলেন অমিতাভ ঘোষ, শোভনা দে, দীপজ্যোতি দে, অরুণময় চক্রবর্তী প্রমুখ। এ ছাড়াও কবিতা পাঠ করেন সুবীর ভট্টাচার্য, অপর্না চক্রবর্তী। সঙ্গীতে ছিলেন সত্যজিৎ মুখোপাধ্যায়, বিনীতা পাল, ঊর্মি দাস, স্বপ্না চক্রবর্তী, মিঠু বণিক, সুজয় অধিকারী ও বিজয় বণিক। তবলায় ছিলেন দীপক কর্মকার, সিন্থেসাইজারে কৌস্তভ চক্রবর্তী এবং পারকারশনে বিজয় বণিক। অনুষ্ঠান শেষ হয় ঈশানী ভদ্রের পরিচালনায় মৌমিতা, ধৃতি, প্রত্যুষা, অবন্তিকা, রিম্পা, ডোনা, অঙ্কিতার নৃত্য দিয়ে।

আদালত কর্মচারীদের অনুষ্ঠান
১৮ই ফেব্রুয়ারী জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে জেলা জজ আদালত রিক্রিয়েশন ক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যার শুভ সূচনা করেন মাননীয় জেলা ও দায়রা বিচারক শুভাশিস দাশগুপ্ত। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন খোকন বর্মন, পিয়ালী চক্রবর্তী, শর্মিষ্ঠা মৈত্র, ইরা নন্দী ও সুদেষ্ণা পাল। এর পরে পরিবেশিত হয় আদালত কর্মচারীদের অভিনীত আগাগোড়া হাসির নাটক ‘গোলবদন’। রচনা শঙ্কর বসু ঠাকুর, নির্দেশনা দীপঙ্কর রায়। অভিনয়ে ছিলেন নিত্যানন্দ রায়, সপ্তজ্যোতি ভট্টাচার্য, পার্থসারথি গঙ্গোপাধ্যায়, বিমল কুমার দত্ত, রতন দে, অমিত কর, সুবোধ সরকার, সুতপা সরকার, নন্দিনী ঘোষ ও কুন্তল সেন। আলো, সুজিত সাহা, আবহ দীপঙ্কর সেনগুপ্ত, রূপসজ্জা রমেশ মাহাতো এবং সঞ্চালনায় ছিলেন মানস ভৌমিক। বিভাগীয় কাজের চাপ সামলে আদালত কর্মচারীদের এই প্রচেষ্টা সবার প্রশংসা কুড়িয়েছে।

বাচিকশিল্পীদের ২১ উদ্যাপন
২৪শে ,২১ স্মরণে, জলপাইগুড়ি জিলা পরিষদ মঞ্চ থেকে জলপাইগুড়ি ও শিলিগুড়ি শহরের বাচিক শিল্পীরা একসাথে ঐক্য ও সম্প্রীতির অনুষ্ঠানে কন্ঠ মেলালেন জলপাইগুড়ির আকাশ পাল চৌধুরী, অনিতা পাল চৌধুরী, রাজশ্রী নাগ, নিরুপম ভট্টাচার্য এবং শিলিগুড়ি শহরের পার্থ যপ্রতিম পাল, অরুময় চক্রবর্তী, অনন্যা চক্রবর্তী ও মিতালী বিশ্বাসের পরিবেশনায় শ্রোতা উপভোগ করলেন শ্রুতি নাটক ‘কি গেরো’ ও ‘সেয়ানে সেয়ানে’। রিক্রিয়েশন ক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যার সূচনা করেন মাননীয় জিলা বিচারক শুভাশিস দাশগুপ্ত। জলপাইগুড়ির আকাশ পালচৌধুরী ও অনিতা পালচৌধুরীর সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন শিলিগুড়ির কথা ও কবিতা।

‘তিস্তা নন্দিনী’র ভাষা দিবস
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস পালন করল জলপাইগুড়ির সাহিত্য পত্রিকা সংগঠন ‘তিস্তা নন্দিনী’। উকিলপাড়ার মাতৃসঙ্ঘ জনকল্যাণ আশ্রমের সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সোমা শর্মা, সীমা চৌধুরী, ডালিয়া চৌধুরী, পাপিয়া প্রমুখ। কবিতা পাঠে ছিলেন তারাপদ গুহ, দেবযানী সেনগুপ্ত, মানস ভৌমিক, পূণ্যপ্রভা বর্মন, অনিতা কর্মকার, তনুশ্রী পাল, রেবা সরকার এবং টিপলু বসু। স্বরচিত লেখা পাঠ করেন আরতি গুহরায়, কবিতা পাল এবং মহুয়া চক্রবর্তী। ভাষা দিবসের উপরে আলোচনা করেন ইন্দ্রানী সেনগুপ্ত এবং মানিক দত্ত। সঞ্চালক ছিলেন তনুশ্রী পাল।

আলোচনায় ছোটবেলা
বাবার চাকরির জন্য মালবাজার ও আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে কেটেছে শৈশবের বেশির ভাগ সময়। মালবাজারে চোখের সামনে খেলতে দেখেছেন চিতা শাবককে। তাই শিশু সাহিত্যে বার বার ঘুরে ফিরে এসেছে উত্তরবঙ্গ। শুক্রবার ফালাকাটা টাউন ক্লাব ও পূর্ণিমা সম্মেলন সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় নিজের ছোটবেলা ও সাহিত্য নিয়ে আলোচনায় এ কথা জানালেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এক পাঠকের প্রশ্নে শীর্ষেন্দুবাবু জানান, বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় তার প্রথম পছন্দ। তার থেকে প্রেরণা পেয়ে তিনি লেখালেখি শুরু করেন।

‘সৃষ্টি’র অনুষ্ঠান
জলপাইগুড়ি ‘সৃষ্টি’ মাইম থিয়েটার তিন বছর অতিক্রম করল। শুরুর দিকের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে এখন পদক্ষেপ অনেক দৃঢ়। একটি সুন্দর অনুষ্ঠান হল ২৭শে ফেব্রুয়ারি জলপাইগুড়ি সুভাষ ভবনে। মুখবন্ধে সৃষ্টি মাইম-এর সম্পাদক ও শিক্ষক সব্যসাচী দত্ত বলেন, “ভারতবর্ষের বিভিন্ন প্রদেশগুলোতে মূকাভিনয়ে আছে নানা বৈচিত্র্য। চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা।” একক অভিনয় করলেন দুর্বার শর্মা ও জয়দীপ চট্টোপাধ্যায়। ‘কনফ্লিক্ট’এ দুর্বার ও দীপঙ্কর মন্ডল। শেষ বিষয়: ‘সিস্টেম’।

সাহিত্যিক সংবর্ধিত
উত্তর দিনাজপুর জেলার ১৫ প্রবীণ লেখক ও সাহিত্যিককে সংবর্ধনা দিল রায়গঞ্জ কালচারাল ফোরাম। ২৩ ফেব্রুয়ারি রায়গঞ্জের বকুলতলা ফোরামের তরফে ভাষা শহিদ দিবসের অনুষ্ঠান আয়োজন হয়। সেখানেই গুনিজনদের সংবর্ধনা জানানো হয়েছে।

আশ্রমে অনুষ্ঠান
মাতৃসঙ্ঘ জন কল্যাণ আশ্রমের শিলিগুড়ি শাখার উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল অঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার অনুষ্ঠান। আশ্রম প্রতিষ্ঠাতা সুদীনকুমার মিত্রের ৯৫ তম জন্মদিন উপলক্ষে এই প্রতিযোগিতা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.