সন্ন্যাসী প্রয়াত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী নির্মুক্তানন্দের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ১০৩ বছর। রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় অধ্যক্ষ স্বামী শিবানন্দের দীক্ষিত ছিলেন তিনি। রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, এ দিন সকালে বেলুড় মঠের আরোগ্য ভবনে মারা যান স্বামী নির্মুক্তানন্দ। গত ২০ বছর ধরে সেখানেই থাকতেন তিনি। রাতে বেলুড় মঠে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
|
বুদ্ধের বিরুদ্ধে মামলা মুকুলের |
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে দেওয়ানি মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল নেতা মুকুল রায়। ফেব্রুয়ারিতে একটি বেসরকারি টিভি চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বুদ্ধবাবু। এই পরিপ্রেক্ষিতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং রাজ্যসভার সাংসদ মুকুলবাবু শুক্রবার কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা ঠুকে দেন। তৃণমূল সূত্রের খবর, বুদ্ধবাবুর ওই মন্তব্যের পরই তৃণমূলের আইনজীবী সেলের পক্ষ থেকে তাঁকে নোটিস পাঠানো হয়েছিল। জবাবে বুদ্ধবাবুর আইনজীবী জানান, তৃণমূল নেত্রী সম্পর্কে কোনও অবমাননাকর মন্তব্য করা হয়নি। সেই জবাবে সন্তুষ্ট হননি তৃণমূল নেতৃত্ব। মুকুলবাবু বলেন, “একটা ফয়সালা চাই। তাই মামলা।”
|
রাজ্য মানবাধিকার কমিশনের নতুন রেজিস্ট্রার হলেন রবীন্দ্রনাথ সামন্ত। শুক্রবার যোগ দিয়েছেন। সাড়ে চার বছর ওই পদটি ফাঁকা ছিল বলে কমিশন সূত্রের খবর। এর আগে ওই পদে ছিলেন গণেশ সরকার। |