|
|
|
|
|
|
|
পুস্তক পরিচয় ৩... |
|
আশা জাগায় রবীন্দ্রবীক্ষা |
বইপোকা |
ক্ষীণাঙ্গ হইয়া ক্রমে অনিয়মিত হইয়া পড়িতেছিল রবীন্দ্রচর্চা প্রকল্পের ষাণ্মাসিক সংকলন ‘রবীন্দ্রবীক্ষা’। রবীন্দ্রভবনেরঅধ্যক্ষ তপতী মুখোপাধ্যায় সম্পাদিত সাম্প্রতিক ৫২ সংকলনটি ঘাঁটিয়া মনে হইল হাল ফিরিতেছে। মরিশাসে রবীন্দ্রনাথ, ঠাকুরবাড়ির অনুবাদকত্রয়ী, রবীন্দ্রনাথ-সংগৃহীত যোগীর গান, মাই পিকচার্স প্রবন্ধের বিভিন্ন পাঠ ইত্যাকার বিবিধ বিষয়ে সুলিখিত বেশ কয়েকটি প্রবন্ধ এই সংখ্যায় সংকলিত। আছে বেশ কিছু পাণ্ডুলিপিচিত্রও। প্রকাশিতব্য ৫৩ সংখ্যক সংকলনটিও। রবীন্দ্রভবনের কর্ম যে শুধু বিবিধ চমকপ্রদ মাধ্যমে রবীন্দ্ররচনার প্রচার নহে, বরং আরও বেশি রবীন্দ্র-গবেষণা সেই সত্যটি পুনর্বার স্বীকৃত হইতেছে। আশা করি এই কর্মোদ্যোগও যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন গোছের হইবে না। সঙ্গে প্রচ্ছদ (পরিকল্পনা: সমীরণ নন্দী, লিপি শমীন্দ্র ভৌমিক)। |
|
|
|
|
|