পুলিশের নাকের ডগায় চুরি হুড়ায় |
পুলিশের শিবির থেকে খানিক দূরে পর পর চারটি দোকানে চুরির ঘটনা ঘটল হুড়ার লধুড়কা মোড়ে। বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় সূত্রের খবর, কয়েক জন দুষ্কৃতী হার্ডওয়্যার, পোশাক ও একটি মিষ্টির দোকান-সহ চারটি দোকানে লুঠপাট চালায়। হার্ডওয়্যার দোকানের মালিক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “বৃহস্পতিবার রাত্রেই খবর পেয়ে দোকানে এসে দেখি দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা প্রায় সব কিছুই নিয়ে গিয়েছে।” পোশাকের দোকানের মালিক সমীর বন্দ্যোপাধ্যায়েরও একই অভিযোগ। তিনি জানান, পাশের মিষ্টির দোকানের এক কর্মী রাতে দোকানে শুয়েছিল। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাকে ধারাল অস্ত্র দেখিয়ে চুপ করিয়ে দেয়।” বাসিন্দাদের অভিযোগ, কাছেই পুলিশের একটি শিবির রয়েছে। তারমধ্যেই এই চুরির সাহস দূষ্কৃতীরা পেল কী করে? পুলিশের এক আধিকারিকের দাবি, রাতে এলাকায় পুলিশ টহল দেয়। ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের। শুক্রবার সকালে বিষ্ণুপুর থানার প্রকাশঘাট এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতের নাম বুদ্ধদেব পাত্র (২১)। ওই এলাকাতেই তাঁর বাড়ি। কাজের সঙ্গে তিনি পড়াশোনা করছিলেন। মুনিনগর উচ্চ বিদ্যালয় থেকে এ বার তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, একটি বাড়ি তৈরির জল তোলার জন্য বিদ্যুতের সাহায্যে পাম্প চালানো হচ্ছিল। পুলিশের অনুমান, জল আনতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন বুদ্ধদেব। মৃতের বাবা গোরাচাঁদ পাত্রের কথায়, “সংসারের দারিদ্রের জন্যই ছেলেটা পড়াশোনা করতে করতেই কাজ করত। আমাদের সব শেষ হয়ে গেল।” গ্রামবাসীদের একাংশের অভিযোগ, “পাম্প চালানোর জন্য গ্রামের বৈদ্যুতিন খুঁটি থেকে হুকিং করে বিদ্যুৎ টানা হয়েছিল। সে জন্যই এই দুর্ঘটনা।” পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।
|
আগুনে পুড়ে গেল আটটি বাড়ি। শুক্রবার ওন্দা থানার গোপালপুর ও খাতড়া থানার জালতোড় গ্রামে এই অগ্নিকাণ্ড হয়। গ্রামবাসী ও দমকলের কর্মীরা গিয়ে আগুন নেভান। দমকলের অনুমান, গোপালপুরে ওই চারটি বাড়ির পিছনে থাকা ধানের পালুইয়ে কোনও ভাবে আগুন লাগে। পরে তা ছড়িয়ে যায়। জালতোড়ে একটি বাড়িতে রান্না করার সময় আগুন পাশের আরও তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। ওন্দার বিডিও মনমোহন ভট্টাচার্য ও খাতড়ার বিডিও মৈত্রী চক্রবর্তী জানান, ক্ষতিগ্রস্থদের আপাতত কম্বল, খাবার-সহ ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। প্রশাসন থেকে তাঁদের বাড়ির ব্যবস্থা করা হবে।
|
এক বধূকে ধর্ষণের অভিযোগে পড়শিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত অঙ্কুর মাহাতোর বাড়ি বান্দোয়ান থানা এলাকায়। বৃহস্পতিবার রাতে ওই বধূ থানায় অভিযোগ করেন, সে দিন বিকেলে বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে ওই ব্যক্তি তাঁকে ধর্ষণ করেন। সেই রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
|
একটি চোলাই ঠেকে হানা দিয়ে চার জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে খাতড়া থানার বনতিল্লা গ্রামের ঘটনা। আটক করা হয় ১০ লিটার চোলাই। ধৃতদের রাতেই থানা থেকে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয়। |