|
|
|
সাত দিন যেমন
অসীম দাস |
|
|
|
শনিবারের রাশি: তুলা।
নক্ষত্র: স্বাতী।
শুভ রং: সাদা নীল, ও আকাশি।
এড়িয়ে চলুন: লাল, হলুদ, ও কমলা।
শুভ সংখ্যা: ২, ৭ ও ৯।
এড়িয়ে চলুন:৫ ও ৮। |
এ দিন চন্দ্র রাহুর নক্ষত্রে, শনি ও রাহুর সঙ্গে একযোগে থাকায় কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার জন্য পুরস্কৃত হতে পারেন। ব্যবসায়ীরা অংশীদারদের গতিবিধির উপর সতর্ক নজর রাখুন। সন্তানের সাহসিকতায় গর্বিত হতে পারেন। ভাই বা বোনের জন্য কোনও সুখবর পেতে পারেন। মায়ের পরামর্শে গৃহশান্তি বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে হঠকারি সিদ্ধান্ত না নেওয়াই ভাল। লিভার সংক্রান্ত যে কোনও রকম সমস্যা হলে সতর্ক থাকুন। |
|
|
|
রবিবারের রাশি: তুলা।
নক্ষত্র: বিশাখা।
শুভ রং: হলুদ, লাল, ও লেমন।
এড়িয়ে চলুন: ঘন নীল ও বেগুনি।
শুভ সংখ্যা: ৩, ৬ ও ৯।
এড়িয়ে চলুন: ৪ ও ৮। |
এ দিন চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে শনি ও রাহুর সঙ্গে একত্রে থাকায় এবং রাশির অষ্টমে বৃহস্পতির অবস্থানের জন্য কর্মক্ষেত্রে দূরভ্রমণের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের আইনি সমস্যা ও গুপ্তশত্রু বাড়ার আশঙ্কা থাকবে। বাবার শরীর নিয়ে উদ্বেগ বাড়তে পারে। সন্তানের কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে। রোম্যান্টিক আচরণের কারণে নতুন করে প্রেমে পড়তে পারেন। বাক্ চাতুর্যে দাম্পত্যে ভুল বোঝাবুঝি অবসানের সম্ভাবনা। লিভার অথবা কোনও গ্ল্যান্ডের সমস্যায় সতর্ক হোন। |
|
|
|
সোমবারের রাশি: বৃশ্চিক।
নক্ষত্র: অনুরাধা।
শুভ রং: সাদা, কালো ও আকাশি।
এড়িয়ে চলুন: লাল ও হলুদ।
শুভ সংখ্যা:১, ৪ ও ৮।
এড়িয়ে চলুন:৩ ও ৫। |
এ দিন চন্দ্র শনির নক্ষত্রে থাকায় এবং রাশির দ্বাদশে শনির, রাহুর সঙ্গে সহাবস্থানের কারণে শিল্পী ও কলাকুশলীদের জন্যে দিনটি নতুন কোনও শুভ বার্তা নিয়ে আসতে পারে। হোটেল বা প্লাস্টিক ব্যবসার সঙ্গে জড়িতরা লাভজনক অবস্থায় যেতে পারেন। সন্তানের বিবাহের পরিকল্পনা সার্থক হতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনও বন্ধুর ভূমিকা সম্পর্কের উন্নতি করতে পারে। দাম্পত্যে নতুন কোনও সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন। গলব্লাডার ও শিরদাঁড়ার সমস্যা হলে সতর্ক থাকুন। |
|
|
|
মঙ্গলবারের রাশি: বৃশ্চিক।
নক্ষত্র: জ্যেষ্ঠা।
শুভ রং: সবুজ ও লালি।
এড়িয়ে চলুন: লেমন ও কালো।
শুভ সংখ্যা: ৩, ৫, ও ৯।
এড়িয়ে চলুন: ২ ও ৪। |
এ দিন চন্দ্র বুধের নক্ষত্রে থাকায় এবং রাশির চতুর্থে বুধের, রবি ও শুক্রের সঙ্গে সহাবস্থানের জন্য কর্মক্ষেত্রে যোগ্যতার কারণে সুনাম বৃদ্ধির সম্ভাবনা থাকবে। মার্কেটিং ব্যবসার সঙ্গে জড়িতদের উপার্জন বাড়তে পারে। সন্তানের সাফল্যে বাড়িতে খুশির আমেজের যোগ। ভাই বা বোনের স্বাস্থ্যহানির সম্ভাবনা। দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে মানসিকভাবে জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্যে তীর্থ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। দাঁত, গলা ও নার্ভের সমস্যা হলে একাধিক ডাক্তারের পরামর্শ নিন। |
|
|
|
বুধবারের রাশি: ধনু।
নক্ষত্র: মূলা।
শুভ রং: সাদা, সবুজ, আকাশি ও কালো।
এড়িয়ে চলুন:হলুদ ও বেগুনি।
শুভ সংখ্যা:৩, ৬, ও ৯।
এড়িয়ে চলুন: ১ ও ৮। |
এ দিন চন্দ্র কেতুর নক্ষত্রে থাকায় এবং রাশির পঞ্চমে কেতুর অবস্থানের জন্যে চাকুরিজীবীদের জন্যে কিছুটা চাপ থাকলেও পদোন্নতির সম্ভাবনা বাড়বে। ব্যবসায়ীদের একাধিক উপায়ে উপার্জন বাড়ার যোগ থাকবে। সন্তানের বন্ধুসঙ্গ উদ্বেগের কারণ হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা দেখা যায়। প্রেমের ক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়তে পারে। দাম্পত্যে উপার্জন বৃদ্ধির পরিকল্পনায় সাফল্য আসতে পারে। |
|
|
|
বৃহস্পতিবারের রাশি: ধনু।
নক্ষত্র: পূর্বাষাঢ়া।
শুভ রং: সোনালি, কমলা, লেমন ও কালো।
এড়িয়ে চলুন: লাল ও ধূসর।
শুভ সংখ্যা:২, ৬ ও ৭।
এড়িয়ে চলুন: ১ ও ৯। |
এড়িয়ে চলুন এ দিন চন্দ্র শুক্রের নক্ষত্রে থাকায় এবং রাশির তৃতীয়ে শুক্রের, রবি ও বুধের সঙ্গে একত্রে অবস্থান করার জন্যে কর্মক্ষেত্রে মহিলা সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। কোনও ভিন্নধর্মী ব্যক্তি ব্যবসায়ে উপার্জন বাড়াতে পারে। সন্তানের শিক্ষাকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ার সম্ভাবনা থাকবে। বাইরের কোনও সমস্যা বাড়িতে অশান্তি নিয়ে আসতে পারে। সন্দেহের কারণে প্রেমে ভুল বোঝাবুঝির আশঙ্কা। দাম্পত্যে আবেগ আর খরচ দুটোই বাড়ার সম্ভাবনা থাকবে। |
|
|
|
শুক্রবারের রাশি: মকর।
নক্ষত্র: উত্তরাষাঢ়া।
শুভ রং: আকাশি, কালো ও সবুজ।
এড়িয়ে চলুন: হলুদ ও গেরুয়া।
শুভ সংখ্যা: ১, ৪ ও ৮।
এড়িয়ে চলুন:৩ ও ৬। |
এড়িয়ে চলুন এ দিন চন্দ্র রবির নক্ষত্রে থাকায় এবং রাশির দশমে শনির, রাহুর সঙ্গে অবস্থান করায় কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন ও শত্রু বৃদ্ধির সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য নতুন কোনও বিনিয়োগ করা ঠিক হবে না। সন্তানের উচ্চশিক্ষার কথা ভাবতে পারেন। ভাইয়ের আঘাতপ্রাপ্তির যোগ দেখা যায়। মায়ের ভুল চিকিত্সার আশঙ্কা থাকবে। অতি সাহসী মনোভাব প্রেমে সাফল্য আনতে পারে। দাম্পত্যে কোনও সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন। মাইগ্রেন বা ঘাড়ের সমস্যা হলে সাবধান হোন। |
|
|
|
|
|
|
|
|
|
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission. |
|
|