ট্রেনের মধ্যে কাউন্সিলর গুলিবিদ্ধ হওয়ার কয়েক দিনের মধ্যেই পুলিশ পোস্ট চালু হল রিষড়ায়। বৃহস্পতিবার রিষড়া রেল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম-লাগোয়া লেভেল ক্রসিংয়ের পাশে এই এই পুলিশ পোস্টের উদ্বোধন করেন এডিজি (রেল) অমরকান্তি সরকার। উপস্থিত ছিলেন এসআরপি (হাওড়া) মিলনকান্তি দাস, পাশাপাশি ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের মাঝে তৈরি করা হয়েছে একটি পুলিশ কিয়স্ক। তৃণমূল কাউন্সিলর বিজয় মিশ্র গুলিবিদ্ধ হওয়ার পরে তড়িঘড়ি এই পুলিশ পোস্টের উদ্বোধন নিয়ে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। যদিও সে সব উড়িয়ে দিয়ে এডিজি (রেল) বলেন, “এই পুলিশ পোস্টের আগে থেকেই অনুমোদন ছিল, জায়গা ছিল না। জায়গা হয়েছে, তাই খুলে দেওয়া হল।” তিনি জানান, এই দু’টি জায়গায় ২ জন পুলিশ অফিসার এবং ৮ জন পুলিশকর্মী থাকবেন। এডিজির দাবি, গত ১০ জানুয়ারি উধারি যাদব নামে এক দুধবিক্রেতা প্ল্যাটফর্মে গুলিবিদ্ধ হওয়ার পরই রেল পুলিশের কর্তারা এই পুলিশ পোস্টটি চালু করার ব্যাপারে উদ্যোগী হন। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় পুরপ্রধান শঙ্কর সাউ রেল ওভারব্রিজের উপর অসামাজিক কার্যকলাপ রোখার জন্য আবেদন জানান রেল পুলিশ ও প্রশাসনকে।
|
পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের নসিবপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অশোক কুমার কাঞ্জিলাল। তিনি সিঙ্গুর নসিবপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক। বৃহস্পতিবার ওই শিক্ষক স্কুলের মধ্যেই ছাত্রীটির শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। বাড়ি ফেরার পরে ওই দিন রাতেই ছাত্রীটি পরিবারের সকলকে বিষয়টি জানায়। ঘটনা জানাজানি হওয়ার পরে শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্কুল ঘেরাওমুক্ত করে ও অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়। পরে ছাত্রীর বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। |