ক্যাম্পাসে হানাহানি রুখতে আগামী ছ’মাস ছাত্র সংসদের নির্বাচন স্থগিত রাখার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আধিকারিকদের ক্যাম্পাসে ঢুকতে দিলেন না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক দল পড়ুয়া।শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে পড়ুয়ারা তাঁদের আটকে দেওয়ায় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে রইলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ামক-সহ অন্যান্যরা। পড়ুয়ারা অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছেন।
|
কলেজ স্ট্রিটে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তির শুক্রবার মৃত্যু হল। মৃতের নাম বেদপ্রকাশ গুপ্ত। ৯০ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বেদপ্রকাশবাবুর স্ত্রী কবিতা। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, রান্নার স্টোভ থেকেই আগুন লাগে। মৃত্যুর আগে তদন্তকারী অফিসারদের কাছে দেওয়া জবানবন্দিতে বেদপ্রকাশবাবু জানিয়েছেন, তাঁর স্ত্রী স্টোভ জ্বালিয়ে রান্না করছিলেন। আচমকা স্টোভ ফেটে তাঁর গায়ে আগুন লেগে যায়। বাঁচাতে এসে আগুনের কবলে পড়েন তিনিও। শুক্রবার বেদপ্রকাশের মৃত্যুর পর তাঁর দেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
আমিনুলের বাবা-মাকে ডেকে পাঠালেন রাজ্যপাল |
কড়েয়ার যুবক মির আমিনুল ইসলামের বাবা মির ইজারুল ইসলাম ও মা শাহনাজ ইধারকে ডেকে পাঠালেন রাজ্যপাল এন কে নারায়ণন। ৬ মার্চ। বুধবার বিকেল ৫টায় রাজ্যপাল তাঁদের সঙ্গে দেখা করবেন বলে রাজভবন থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে। ইজারুলের আইনজীবী নৌশাদ হোসেন শুক্রবার জানান, পুলিশের বিরুদ্ধে অভিযোগের নথিপত্র নিয়ে তিনিও সঙ্গে যাবেন। এই বিষয়ে সোমবার কলকাতা হাইকোর্টেও একটি মামলা করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনে কড়েয়া থানার সামনে গায়ে আগুন দেন প্রতিবাদী যুবক আমিনুল। ১ জানুয়ারি তিনি মারা যান। সেই ঘটনায় আলোড়নের সৃষ্টি হয়। রাজ্যপালের হস্তক্ষেপ প্রার্থনা করেন ইজারুল। রাজ্যপাল আগেই বিষয়টি সম্পর্কে অবহিত ছিলেন। এ বার শোকাহত বাবা-মায়ের বক্তব্য শুনতে তাঁদের ডেকে পাঠালেন। |