টুকরো খবর
ট্রেন না থামায় স্টেশনে ভাঙচুর
দাবি মতো একটি এক্সপ্রেস ট্রেন না দাঁড়ানোয় স্টেশনের বুকিং অফিসে ভাঙচুর চালাল একদল মাধ্যমিক পরীক্ষার্থী। শুক্রবার সকালে পূর্ব রেলের নলহাটি-আজিমগঞ্জ রেল লাইনের লোহাপুর স্টেশনের ঘটনা। রেল সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কয়েক জন মাধ্যমিক পরীক্ষার্থী ওই স্টেশনে হাওড়াগামী কবিগুরু এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবি জানায়। লোহাপুর স্টেশনের বুকিং অফিসের ইনচার্জ সৌরভ দাস জানান, স্টপেজ না থাকা সত্ত্বেও পড়ুয়াদের কথা ভেবে গত বুধবার সকালে কবিগুরু এক্সপ্রেস লোহাপুর স্টেশনে দাঁড়িয়েছিল। কিন্তু এ দিন ওই ট্রেনটি লোহাপুরে না দাঁড়ালে ক্ষুব্ধ পরীক্ষার্থীদের একাংশ স্টেশনের বুকিং অফিসে ঢুকে ভাঙচুর চালায়। সৌরভবাবুর দাবি, “লোহাপুর স্টেশনের সমস্ত কিছু মোরগ্রাম স্টেশন ম্যানেজারের মাধ্যমেই অপারেট হয়। বুধবার মোরগ্রাম স্টেশন ম্যানেজারের নির্দেশেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লোহাপুরে কবিগুরু এক্সপ্রেসের এক মিনিটের স্টপেজ দেওয়া হয়েছিল।” এ দিনই সকালেও ট্রেনটির নির্ধারিত সময় ৮টা ১০ মিনিটের আধঘণ্টা আগে মাধ্যমিক পরীক্ষার্থীরা তাঁর সঙ্গে দেখা করেন। তাদের জন্য কবিগুরু এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবি জানায়। সৌরভবাবু তাদের সেই অনুরোধের কথা মোরগ্রাম কন্ট্রোল অফিসে জানান। কিন্তু তাঁর দাবি, “ট্রেন আসার পনেরো মিনিট আগে কন্ট্রোল অফিস থেকে খবর আসে, এ দিন কোনও স্টপেজ দেওয়া যাবে না।” ট্রেন এসে না দাঁড়িয়েই চলে যাওয়ায় অপেক্ষারত মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশ স্টেশনের বুকিং অফিসে ঢুকে ভাঙচুর চালায়। সৌরভবাবু জানিয়েছেন, ওই নির্দিষ্ট ট্রেনটির আগে-পরে ট্রেন থাকা সত্ত্বেও পড়ুয়ারা এমন কাণ্ড কেন ঘটালেন বোঝা যাচ্ছে না।

ওয়ার্ড বাড়ল দুবরাজপুরে
পুনর্বিন্যাসের ফলে ফের দুবরাজপুর পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৫ থেকে বেড়ে ১৬ হল। শুক্রবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশনের পাঠানো ই-মেলে এ কথা জানাতে পেরেছে বর্তমান পুরবোর্ড। পুর-এলাকায় বসবাসকারী জনসংখ্যা ৩৫ হাজারের কম থাকায় আইন অনুযায়ী ২০০৮ সালের পুর-নির্বাচনের আগে ১৬টি ওয়ার্ড থেকে কমে ১৫টি ওয়ার্ড হয়েছিল। পুরসভার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড মিলে পাঁচ হয়েছিল। বর্তমানে এলাকার জনসংখ্যা ৩৮ হাজারেরও বেশি হওয়ায় ফের ১৬টি ওয়ার্ড করা হল বলে জানিয়েছেন পুরপ্রধান পীযূষ পাণ্ডে। তিনি বলেন, “বেশ কয়েকটি ধাপের পরে ঠিক হবে ওয়ার্ডের বিন্যাস কী হবে। তবে আশার ব্যাপার ওয়ার্ড কমে যাওয়ার ফলে দুবরাজপুর পুরসভা ‘ই’ বিভাগে নেমে গিয়েছিল। সেটা আবার ‘ডি’ বিভাগে উঠে আসায় বেশ কিছু সুযোগ সুবিধা অতিরিক্ত পাওয়া যাবে।” তবে ওয়ার্ড সংখ্যা বেড়ে যাওয়ায় এ বছরের পুরভোটে বিশেষ কোনও রাজনৈতিক সুবিধা হবে কি না সে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন কংগ্রেস পুরপ্রধান।

অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫ যুবক

কাঁকরতলা থেকে উদ্ধার হওয়া অস্ত্র। সিউড়িতে তাপস বন্দ্যোপাধ্যায়ের তোলা ছবি।
পাঁচ যুবককে বুধবার রাতেই গ্রেফতার করেছিল পুলিশ। জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার রাতে তাদের হেফাজত থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। পুলিশ জানায়, চারটি নাইন এমএম পিস্তল, একটি পাইপগান, তিনটি মাস্কেট ও বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। শুক্রবার জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা জানান, অপরাধমূলক কাজের উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ যুবককে বুধবার কাঁকরতলা থানা এলাকার হজরতপুর থেকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতেরা হল-- শেখ মিলন, আবু হানিফ, শেখ সামসের, শেখ নিয়ামুল এবং শেখ মুজিবর। প্রথম দু’জনের বাড়ি দুবরাজপুর থানা এলাকায়। বাকি তিন জনের বাড়ি খয়রাশোল থানার নওপাড়ায়। তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের বৃহস্পতিবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তা মঞ্জুর করেন। ধৃতদেরকে জেরা করে বৃহস্পতিবার রাতে ওই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.