টুকরো খবর
শেষ দিনেও শ্রদ্ধাই সম্বল পদত্যাগী পোপের
ঘড়িতে তখন রাত আটটা। ধীরে ধীরে বন্ধ হচ্ছে ইতালির ‘কাসেল গ্যানডলফো’-র মূল ফটক। আর সেই সঙ্গে পোপ হিসেবে ষোড়শ বেনেডিক্টের শেষ দিনটিও যেন ধীরে ধীরে চলে যাচ্ছে ওই বন্ধ ফটকের পিছনে। আর কোনও দিন ফিরবে না। ঠিক যেমন ভাবে আর কোনও দিন প্রধান ধর্মগুরু হিসেবে সামনে আসবেন না ষোড়শ বেনেডিক্ট। ১১ ফেব্রুয়ারি ইস্তফা জমা দিয়েছিলেন ষোড়শ বেনেডিক্ট। জানিয়েছিলেন, কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য শারীরিক এবং মানসিক দিক দিয়ে তিনি আর সক্ষম নন। তাই এই ইস্তফার সিদ্ধান্ত। বস্তুত, ভ্যাটিকানের গত ৬০০ বছরের ইতিহাসে পোপের পদত্যাগের ঘটনা এই প্রথম। কারণ, এত দিন কার্যত আমৃত্যু পোপ হিসেবে নিজেদের দায়িত্ব পালন করে গিয়েছেন প্রাক্তন ধর্মগুরুরা। সে দিক থেকে ষোড়শ বেনেডিক্টের এ হেন পদত্যাগ অন্য রকম পরিস্থিতি তৈরি করে। প্রশ্ন উঠতে থাকে বিভিন্ন মহলে, পোপের পদত্যাগের আসল কারণ কী এটাই? কিন্তু বৃহস্পতিবার অন্তত প্রশ্ন, সন্দেহ, দ্বিধার ছবি দেখল না কাসেল গ্যানডলফো। পোপের গ্রীষ্মকালীন বাসভবন হিসেবে বেশি পরিচিত পাহাড়ের কোলের এই দূর্গটিতেই জীবনের শেষ ‘কাজের দিন’টি পার করলেন ষোড়শ বেনেডিক্ট। ‘সাধারণ তীথর্যাত্রী’ হিসেবে জীবনের শেষ অধ্যায়ের প্রথম দিনটি।

পাঁচ ফুট মহিলার সাড়ে ছয় ফুট চুল
একেই বলে চুল দিয়ে যায় চেনা। ১১ বছর ধরে চুল না কাটায় তার দৈর্ঘ্য বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ছয় ফুট। চিনের গুয়ানঝি প্রদেশের বছর চুয়াল্লিশের মহিলা সেন ইনজিউয়ান এই সুদীর্ঘ চুলের অধিকারী। আশপাশের মানুষদের মুগ্ধতা বেশ ভালই লাগে, জানালেন সেন। প্রতিটি পড়ে যাওয়া চুল জমিয়েও রাখেন তিনি। এ ভাবে প্রতি বছর প্রায় ৫০ গ্রাম চুল জমা হয় তাঁর। মোটা টাকার বিনিময়ে এই চুল কিনতেও চেয়েছেন অনেকেই। এমনকী দু’হাজার ডলার পর্যন্ত উঠেছে তাঁর চুলের দাম। তবে এত লম্বা চুলের যত্ন করা মুখের কথা নয়। সেনের নিজের উচ্চতা পাঁচ ফুট। তাই টুলের উপর উঠে না দাঁড়ালে চুল খুলতে পারেন না তিনি। স্নান করতে সময় লাগে কয়েক ঘণ্টা। চুল শুকোতে লাগে দিনের অর্ধেক। চুল চকচকে রাখতে সেন ব্যবহার করেন এক বোতল করে বিয়ার। এত করেও গিনেস বুকের রেকর্ড হয়তো অধরাই থেকে যাবে সেনের। কারণ চিনের হুয়াংলুয়ো গ্রামের রেড ইয়াও সম্প্রদায়ের মহিলাদের চুলের গড় দৈর্ঘ্য সাড়ে পাঁচ ফুট। তাঁরা জীবনে এক বারই চুল কাটেন। দীর্ঘ জীবন, আর্থিক প্রতিপত্তি ও সৌভাগ্যের প্রতীক তাঁদের লম্বা চুল। সেই সম্প্রদায়েই রয়েছে প্রায় সাত ফুট লম্বা চুলের অধিকারিণী।

গুরুতর অসুস্থ উগো চাভেস
গুরুতর অসুস্থ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট উগো চাভেস। ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুক্রবার জানালেন এ কথা। ক্যানসার চিকিৎসার জন্য কিউবা গিয়েছিলেন চাভেস। সেখান থেকে ফেরার দিন দশেকের মধ্যেই ফের অসুস্থ হয়ে সঙ্কটজনক অবস্থায় সেনা হাসপাতালে ভর্তি হলেন তিনি। সরকারি সূত্রে খবর, শ্বাসযন্ত্রের সংক্রমণে ভুগছেন তিনি।

নৃশংসতার দায়ে সাসপেন্ড পুলিশ
পুলিশ ভ্যানের পিছনে এক অভিযুক্তকে বেঁধে ছেঁচড়ে নিয়ে যাওয়ায় মৃত্যু হল তাঁর। পূর্ব জোহানেসবার্গে শুক্রবারের ঘটনা। নিহতের নাম মিদো মাকিয়া, তিনি পেশায় ট্যাক্সিচালক। এই অপরাধে সাসপেন্ড করা হল ঘটনার সঙ্গে জড়িত আট পুলিশ অফিসারকে। এই নৃশংসতার তীব্র নিন্দা করেছেন প্রেসিডেন্ট জ্যাকব জুমা।

ফিরছেন মুশারফ
দেশে ফিরছেন পারভেজ মুশারফ। দেশে অন্তর্বর্তী সরকার তৈরির এক সপ্তাহের মধ্যেই পাকিস্তানে ফিরবেন বলে জানান তিনি। মুশারফের বিরুদ্ধে দু’টি গ্রেফতারি পরোয়ানা আছে।

জঙ্গির তালিকা
পাকিস্তানের ১০৯ জন ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গির তালিকায় রয়েছে তালিবানের দুই মহিলা সদস্য ও লস্কর-ই-জাংভির প্রধান মতি-উর-রহমান। কোয়েটায় সাম্প্রতিক দু’টি হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-জাংভি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.