টুকরো খবর |
অনুসরণের ‘পরামর্শ’ খাদ্যকর্তার
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দক্ষিণ দিনাজপুরকে মডেল করে ধান সংগ্রহের পরামর্শ দিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের অধিকর্তা জয়দেব জানা। বৃহস্পতিবার বালুরঘাট সার্কিট হাউসে দুই দিনাজপুর ও মালদহ জেলার বিভাগীয় আধিকারিক, এফসিআই এবং চালকল মালিকদের নিয়ে তিনি বৈঠক করেন। অধিকর্তা বলেন, “রাজ্যে ধান সংগ্রহে দক্ষিণ দিনাজপুর শীর্ষ স্থান লাভ করেছে। গত বছরের নভেম্বরে মাঠ থেকে ধান উঠতেই এই জেলা সহায়ক মূল্যে ধান কেনা শুরু করায় বর্তমানে খোলা বাজারে ধানের বাজার দর তেজি।” তার বক্তব্য, “দক্ষিণ দিনাজপুরে চালকল মালিকদের নিয়ে ব্লকে ব্লকে শিবির করে জেলা প্রশাসন থেকে ধান কেনার প্রক্রিয়াকে অনুসরণ করে উত্তর দিনাজপুর ও মালদহ জেলাকে ধান সংগ্রহে নামতে বলা হয়েছে।” দক্ষিণ দিনাজপুর জেলাশাসক দুর্গাদাস গোস্বামী জানান, জেলায় ৪৭৫টি শিবিরের মাধ্যমে সহায়ক মূল্যে ১ লক্ষ ১ হাজার টন ধান কেনা হয়েছে। চালে এর পরিমাণ ৬৮ হাজার টন। খাদ্য দফতরের অধিকর্তা জানান, ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর থেকে ৩৩,৩৩৫ টন, মালদহ থেকে ৩২,১৬৭ টন এবং উত্তর দিনাজপুর থেকে ২৬,০১১ টন চাল এফসিআই কিনে গুদামে মজুত করেছে।
|
ধৃত মূল অভিযুক্ত
নিজস্ব প্রতিবেদন |
রায়গঞ্জ কেবল টিভির কর্ণধার তথা উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সহ সম্পাদক সঞ্জীব বর্ধন খুনে মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি। বৃহস্পতিবার মালদহের ইংরেজবাজার থানার জাতীয় সড়কের ধারের একটি হোটেল থেকে তাকে ধরা হয়। এ দিন মালদহ জেলা পুলিশের সহযোগিতায় সিআইডির একটি দল তাকে গ্রেফতার করে। তাকে আপাতত মালদহ থানায় রাখা হয়েছে। ধৃতের নাম বিপ্লব ছেত্রী। তার বাড়ি রায়গঞ্জের রমেন্দ্রপল্লি এলাকায়। চার মাস ধরে সে ফেরার ছিল। একটি খুনের মামলায় কয়েকমাস আগে রায়গঞ্জ জেলা আদালত ধৃতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। ধৃতের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে রায়গঞ্জ থানায় একাধিক খুন, খুনের চেষ্টা, বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবার তোলাবাজি-সহ বিভিন্ন সমাজবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “সিআইডি স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে ওই যুবককে শহরের একটি হোটেল থেকে গ্রেফতার করেছে।” কেবল ব্যবসা নিয়ে বিরোধে ২০০৯ সালে ২৭ সেপ্টেম্বর রায়গঞ্জের রমেন্দ্রপল্লি এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন উকিলপাড়ার বাসিন্দা তথা রায়গঞ্জ কেবল টিভির আলোকচিত্রী বিশ্বজয় ঘোষ। সিআইডি ওই মামলার দায়িত্ব নেওয়ার পর গত ডিসেম্বরে বিপ্লব-সহ সাত অভিযুক্তের বিরুদ্ধে রায়গঞ্জ আদালতে চার্জ গঠন হয়।
|
মদের আসর স্কুলে, নালিশ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
স্কুলের স্টাফরুমে ‘মদের আসর’ বসানোর অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতে কোচবিহার শহরের জেনকিন্স স্কুলের এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টা নাগাদ স্কুলের গেট খোলা দেখে পথচলতি বাসিন্দারা ভিতরে গিয়ে দেখেন স্টাফরুমে ‘মদের আসর’ বসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল জানান, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনায় জড়িতদের পরিচয় জানার চেষ্টা হচ্ছে। স্কুলের পরিচালন সমিতির সভাপতি ও জেলাশাসক মোহন গাঁধী বলেন, “ঘটনাটি শুনেছি। গুরুতর অভিযোগ। পুরো বিষয়টি তদন্ত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় ছাত্র পরিষদ নেতা রাকেশ চৌধুরীর অভিযোগ, “তৃণমূল প্রভাবিত সরকারি শিক্ষক সংগঠনের এক রাজ্য নেতার মদতেই এই ঘটনা ঘটেছে।” তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বিষয়টি সম্বন্ধে খোঁজ নিচ্ছি। আমাদের কেউ দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে।”
|
পুড়ে মৃত্যু বধূর
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
অগ্নিদগ্ধ হয়ে এক বধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে তিনি মারা যান। পুলিশ জানায়, মৃতার নাম চন্দ্রমুখী চৌহান (৪৪)। তাঁর বাড়ি কালিয়াগঞ্জ থানার চিড়াইল পাড়া এলাকায়। গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে তিনির শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হন। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে বধূ অবসাদে ভুগছিলেন। সম্ভবত তিনি আত্মহত্যা করেন। এরই পাশাপাশি, ট্রাকের ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার মধুপুর এলাকায়। পুলিশ জানায়, মৃতার নাম জোৎস্না বর্মন(৪৪)। তাঁর বাড়ি চাপদুয়ার এলাকায়। বারোদুয়ারি বাজারের দিকে যাওয়ার সময় পিছন থেকে একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে।
|
১০০ দিন কাজে মেলেনি মজুরি
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
১০০ দিনে অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হল জবকার্ড সমিতি। বৃহস্পতিবার সমিতি আহ্বায়ক মানিক বর্মন জানান, আবেদন করে কেউ কাজ পাচ্ছেন না। কাজ করেও পরিদর্শকের গাফিলতিতে টাকা পাচ্ছেন না। সমিতির অভিযোগ, হলদিবাড়ির বক্সিগঞ্জ এবং উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতে ১৬ ও ৪০ জন ভাতার আবেদন করে পাচ্ছেন না। উত্তর বড়হলদিবাড়িতে ২৮ জন কাজ পাননি। বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ৮ জন আবেদন করেও কাজ পাননি। দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতে জানুয়ারিতে ১৭০ জন কাজ করে অর্থ পাননি। বিডিও দিব্যেন্দু মজুমদার বলেন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
|
থানায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বধূ হত্যায় অভিযুক্ত স্বামী-সহ শ্বশুড়বাড়ির লোকেদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ দেখালেন মেয়ের বাড়ির লোকেরা। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট থানার ঘটনাটি ঘটেছে। মৃত বধূর নাম দীপিকা সিংহ দাস (২৩)। বাড়ি শহরের শিবাজী কলোনীতে। পাঁচবছর আগে তার সঙ্গে চকভবানী এলাকার রঞ্জিত সিংহ দাসের বিয়ে হয়। গত ২২ ফেব্রুয়ারি ওই বধূ অগ্নিদগ্ধ হন। গত মঙ্গলবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর পরে মৃতা বধূর বাবা দেবাশিস সিংহের অভিযোগক্রমে স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে পণের দাবিতে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। আইসি মনোজ চক্রবর্তী অভিযুক্ত গ্রেফতারের আশ্বাস দিলে উত্তেজনা কমে।
|
যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ধর্ষণে বাধা দেওয়ায় এক মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হল। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের জেলা ও দায়রা জজ মণিশঙ্কর দ্বিবেদী ওই আদেশ দেন। সাজাপ্রাপ্তের নাম ছোটকা বর্মন। সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, গত বছরের ১৭ ফেব্রুয়ারি রাতে বালুরঘাটের চক আন্ধারু গ্রামে গীতা হাঁসদা নামে এক বধূ বাড়িতে একা ছিলেন। ওই যুবক দরজা ভেঙে ঘরে ঢুকে মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। মহিলা বাধা দিলে অভিযুক্ত কুপি থেকে কেরোসিন তেল ঢেলে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয়।
|
নবীকরণ বন্ধ, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
খারাপ পারফরম্যান্সের অভিযোগে ২২ চুক্তিভিত্তিক কন্ডাক্টরের নবীকরণ আটকে দেওয়ার অভিযোগ উঠল এনবিএসটিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে। সিটু নেতৃত্বের অভিযোগ, গত বুধবার ৮৪ জন চুক্তিভিত্তিক কন্ডাক্টরের নবীকরণের তারিখ ছিল। নিগমের পরিচালন বোর্ডের সদস্য আবদুল জলিল আহমেদ জানান, নিশ্চয়ই কোনও সুনির্দিষ্ট কারণ রয়েছে। বোর্ড মিটিঙে বিষয়টি কথা হবে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বৃহস্পতিবার হিলি ও বংশীহারী এলাকায় দুটি পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থী ৭ জন ছাত্রী-সহ জখম হয়েছেন ১২ জন। বালুপাড়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো ও একটি বাইকে পর পর ধাক্কা মারলে বাইক আরোহী সুভাষ নাথ (৫৬) মারা যান। বংশীহারীর শিবপুরে একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ৭ জন ছাত্রী জখম হন।
|
জালিয়াত ধৃত
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
জাল জাতি শংসাপত্র তৈরি চক্রের এক পান্ডাকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাতে তপনের বালাপুর থেকে তাকে পুলিশ ধরে। ধৃতের নাম জিল্লুর রহমান মণ্ডল। |
শিশুকন্যার দেহ |
অজ্ঞাত পরিচয় শিশু কন্যার দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার তুফানগঞ্জের মারুগঞ্জের আমলাগুড়িরর ঘটনার। শিশুটির বয়স আনুমানিক তিন মাস। এ দিন সকালে এলাকার একটি জলাশয়ে শিশুর দেহ পড়ে থাকতে দেখে থানায় জানান বাসিন্দারা। |
|