চুক্তির ভিত্তিতে ২৮ জন চিকিৎসক নিয়োগ করা হল পশ্চিম মেদিনীপুরে। বিভিন্ন গ্রামীণ হাসপাতাল, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এঁদের নিয়োগ করা হয়েছে ইন্টারভিউয়ের মাধ্যমে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সবিতেন্দ্র পাত্র বৃহস্পতিবার বলেন, “২৮ জনকে ইতিমধ্যে কাজে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও দু’জনকে নিয়োগ করা হবে।”
স্বাস্থ্য দফতর ২৮ জন চিকিৎসককে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়ায় সমস্যার কিছুটা সুরাহা হবে বলে মনে করছে বিভিন্ন মহল। বিশেষত, জঙ্গলমহলে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতাল, বিনপুর গ্রামীণ হাসপাতাল, খড়িকামাথানি গ্রামীণ হাসপাতাল, কুলটিকরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বালিগেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক জন করে চিকিৎসককে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কথায়, “জেলার বেশ কয়েকটি হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের সমস্যা রয়েছে। বেশ কয়েকটি পদ শূন্য। এই পরিস্থিতির চিকিৎসক-স্বাস্থ্য কর্মীরা কাজ করছেন।” সমস্যা সমাধানে ৩০ জন চিকিৎসক নিয়োগের তোড়জোড় শুরু করেছিল জেলা স্বাস্থ্য দফতর। ‘ন্যাশনাল রুরাল হেলথ্ মিশন’ (এআরএইচএম) প্রকল্পে এঁদের নিয়োগ করার সিদ্ধান্ত হয়। জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের কথায়, “৩০টি পদের জন্য ৫৪ জন আবেদন করেছিলেন। চুক্তিভিত্তিক নিয়োগে সে ভাবে আগ্রহ থাকে না। বিশেষত, চিকিৎসক পদের ক্ষেত্রে। তবে এ ক্ষেত্রে তা হয়নি।” চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ইন্টারভিউ হয়। এরপরই নিয়োগ প্রক্রিয়া দ্রত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়। ওই আধিকারিকের কথায়, “জেলায় একশোটিরও বেশি চিকিৎসকের পদ শূন্য ছিল। এই নিয়োগের ফলে সমস্যার কিছুটা সুরাহা হবে।” |