বর্জ্য ফেলা নিয়ে প্রশ্ন তুলল বামেরা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পুর এলাকার বাইরের নার্সিংহোমের চিকিৎসা বর্জ্য শিলিগুড়ি পুরসভার তরফে ফেলার সিদ্ধান্ত নিয়ে বামেরা প্রশ্ন তুলেছে। কংগ্রেস কাউন্সিলর সুজয় ঘটক-সহ অনেকে এই ব্যাপারে বৃহস্পতিবার বোর্ড মিটিংয়ে আপত্তি জানান। ওই সিদ্ধান্ত এ দিন অনুমোদন হয়নি। সাফাই বিভাগ সূত্রে জানা গিয়েছে, ওই নার্সিংহোম কর্তৃপক্ষ চিকিৎসা বর্জ্য সরানোর জন্য প্রতিদিন ৩ হাজার টাকা দেবেন। মাটিগাড়ার একটি উপনগরীর নার্সিংহোম কর্তৃপক্ষের তরফেও ওই প্রস্তাব দেওয়া হয়েছে। এ দিন বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন না সাফাই বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত। পরে যোগাযোগ করা হলে দুলালবাবু জানান, পুরসভার আয় বাড়বে বলেই ওই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হয়। কাউন্সিলররা না চাইলে তা হবে না।
|
স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল রামনগর ১ ব্লকের পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব গোবিন্দপুরে। বুধবার ১৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন গ্রাম পঞ্চায়েত প্রধান গীতা পাত্র। অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক অখিল গিরি জানান, ব্লকে এই নিয়ে মোট ১১টি উপস্বাস্থ্য কেন্দ্র চালু করা হল। |