দেরি রাস্তার বকেয়া কাজে, মেনে নিলেন মন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে ১২ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। তার সবিস্তার প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরি করতে রাজ্যের পঞ্চায়েত দফতরের ইঞ্জিনিয়ার ও অফিসারেরা এমনই ব্যস্ত ছিলেন যে, রাস্তা তৈরির বকেয়া কাজ ভাল ভাবে করা যায়নি। এই কারণে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় চলতি আর্থিক বছরের শেষ কয়েক মাসে উল্লেখযোগ্য সাফল্যও আসেনি। এই স্বীকারোক্তি পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশের একটি চিঠির জবাবে এ কথা জানিয়েছেন সুব্রতবাবু।
মন্ত্রী চিঠিতে লিখেছেন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা শুরু হওয়ার পর থেকে ২০১২ সাল পর্যন্ত রাজ্যে ১২ হাজার ৪৩৮ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। খরচ হয়েছে ৪১২৩ কোটি টাকা। অর্থাৎ প্রাপ্ত বরাদ্দের ৯১.৩৬% টাকা খরচ করে ৮২.৮৯% রাস্তার কাজ শেষ হয়েছে। কিন্তু গত বছরের ৭ ডিসেম্বর নতুন করে যে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির অনুমোদন মিলেছে, তার ডিপিআর তৈরি করাটাই রাজ্যের কাছে অগ্রাধিকার ছিল। সেই কারণেই গত বছরের মাঝামাঝি থেকে রাস্তা তৈরির চালু কাজে তেমন নজর দেওয়া যায়নি। তাঁর কথায়, “ঠিকাদার না-পাওয়াটাও কাজের গতি কম হওয়ার অন্যতম কারণ। সেই বাধা কাটিয়ে ওঠাটাই এখন সব চেয়ে বড় চ্যালেঞ্জ।”
রাস্তার বকেয়া কাজে দেরির বিষয়টি মেনে নিলেও সুব্রতবাবুর দাবি, গত ১০ বছরে বাম সরকার যে-টাকা আনতে পারেনি, নতুন সরকার এক বছরেই সেই পরিমাণ বরাদ্দ আদায় করেছে। বৃহস্পতিবার তিনি মন্তব্য করেন, সড়ক নির্মাণে এই আমলের সাফল্য-ব্যর্থতা দেখার সময় এখনও আসেনি। নতুন অনুমোদন আসার পরে দরপত্র ডাকা হয়েছিল। সেই কাজ চূড়ান্ত হওয়ার পথে। আগামী বছরে কাজ না-হলে এই সরকারকে অবশ্যই জবাব দিতে হবে। |