বিয়েবাড়িতে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁদের নাম দুলাল বাগদি (২২) ও মিঠুন বাগদি (২২)। তাঁরা পাড়া থানা এলাকার আনাড়া ও বড়াহিড় গ্রামের বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে, পুরুলিয়া মফস্সল থানা এলাকার ছড়রা গ্রামের অদূরে। ওই দিন একটি গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত মোট 8 জনকে রাতেই পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক থাকায় তাঁদের মধ্যে তিন জনকে ঝাড়খণ্ডের বোকারোতে নিয়ে যাওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনাড়া থেকে একটি গাড়িতে করে বরযাত্রীরা পুরুলিয়া মফস্সল থানা এলাকার সিদপুর গ্রামে যাচ্ছিলেন। ওই গাড়িতে ৯ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরে সকলকেই পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। দু’টি গাড়িকেই আটক করেছে পুলিশ।
|
এক বধূকে কোদালের বাট দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠল স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ওন্দা থানার গোপালপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মঞ্জুরাম মণ্ডল (২০)। স্বামী দীপক মণ্ডল, শ্বশুর দয়াল মণ্ডল ও শাশুড়ি মঙ্গলা মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ মাস আগে ওন্দার পাতাডুবির বাসিন্দা মঞ্জুদেবীর সঙ্গে গোপালপুরের দীপকের বিয়ে হয়। অভিযোগ, দেনাপাওনার টাকা পাওয়ার পরেও বাপেরবাড়ি থেকে মঞ্জুকে টাকাপয়সা আনতে বলা হত। এই নিয়ে দিনের পর দিন মঞ্জুর উপরে অত্যাচার চালাত তার শ্বশুরবাড়ির লোকেরা। বুধবার দুপুরে শ্বশুরবাড়িতেই মঞ্জুর গলায় কোদালের বাট দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা পলাতক, দেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
জবকার্ড থাকা লোকজনকে একশো দিনের কাজ না দিয়ে যন্ত্র ব্যবহার করে মাটি কাটার অভিযোগ উঠেছে জয়পুরের জগন্নাথপুর পঞ্চায়েতের বিরুদ্ধে। বুধবার বিকেলে বিডিও-র কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করা হয়। স্থানীয় সূত্রের খবর, ১০০ দিনের প্রকল্পে ওই পঞ্চায়েতের অন্তর্গত একটি খেলার মাঠ সংস্কারের কাজ শুরু হয়েছে। অভিযোগকারীদের বক্তব্য, মাঠের মাটি সমতল করার কাজে যন্ত্র ব্যবহার করা হচ্ছে। অথচ জবকার্ডধারী গ্রামবাসীরা কাজ পাচ্ছেন না। অভিযোগ অস্বীকার করেছেন ওই পঞ্চায়েতের প্রধান সিপিএমের শিবানী কর্মকার। তাঁর বক্তব্য, “আমরা ওখানে যন্ত্র ব্যবহার করিনি। গ্রামবাসীরাই কাজ করছেন।” জয়পুরের বিডিও মহম্মদ মর্গুব ইলমি বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
|
বনকর্মীদের কাজে বাধা দেওয়া ও মারধরের অভিযোগে বৃহস্পতিবার আড়শায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম জলধর কুমার। বাড়ি পলপল গ্রামে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি বন দফতরের জমি থেকে ওই ব্যক্তি ও আরও কয়েক জন একটি ট্রাক্টরে পাথর তুলছিলেন। আড়শার রেঞ্জার ভক্তরঞ্জন মাহাতো জানান, তিনি ও তাঁর দফতরের কয়েক জন কর্মী সেখান দিয়ে যাওয়ার সময়ে তা দেখতে পেয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। রেঞ্জারের অভিযোগ, “তখন তারা আমার কর্মীদের বাধা দেয়। মারধরও করে।” পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে এ দিন আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিন জেল হাজতে পাঠান।
|
বাঁকুড়ার সোনামুখী থানার রাঙামাটি গ্রামে অভিযান চালিয়ে প্রায় ২৫ লিটার চোলাই নষ্ট করল পুলিশ। বুধবার রাতে ওই গ্রামে অভিযান চালানোর সময়ে চার জনকে পুলিশ গ্রেফতার করে। পরে ব্যক্তিগত বন্ডে তাদের ছেড়ে দেওয়া হয়। অন্য দিকে, বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে বুধবার বড়জোড়ার ফুলবেড়িয়া থেকে দু’জনকে পুলিশ গ্রেফতার করে।
|
বাড়ির ভিতর থেকে গলায় ওড়নার ফাঁস দেওয়া এক তরুণীর দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম রিনা বাউরি (২২)। বাড়ি নিতুড়িয়া থানার হিজুলি গ্রামে। মঙ্গলবার দুপুরের ঘটনা। |