বধূ খুনের অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করল হাসনাবাদ থানার পুলিশ। বুধবার টাকির পঞ্চাশ নম্বর রেল গেটের কাছে নিহতের শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, নিহতের নাম পাপিয়া ঘোষাল (২৫)। নিহতের মায়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার স্বামী মৃন্ময় ঘোষাল এবং শ্বশুর নির্মলবাবুকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, হাসনাবাদের বিনোদ কলোনির বাসিন্দা পাপিয়ার সঙ্গে মৃন্ময়ের বিয়ে হয়েছিল ৬ বছর আগে। পাপিয়াদেবীর মা কল্যাণীদেবীর অভিযোগ, বিয়ের পর থেকে পাত্রপক্ষ অতিরিক্ত পণের দাবি জানাতে থাকে। এর মধ্যে মৃন্ময়ের সঙ্গে এক মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে উঠলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে বলে জানান তিনি। এ নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার সালিশির মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও লাভ হয়নি। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়। এরপরই খবর পেয়ে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে পাপিয়াদেবীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করলেও পাপিয়াদেবীর মৃত্যুকে আত্মহত্যা বলেই দাবি করেছেন মৃণ্ময়বাবু। দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
মুরগির বাচ্চা রাখার জন্য ঘর নির্মাণের টাকা দেওয়া হল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট-২ ব্লকে। অনুষ্ঠানটি হয় বুধবার বিকেলে মগরাহাট-২ বিডিও দফতরের মাঠে। উদ্যোক্তা ছিল মগরাহাট-২ পঞ্চায়েত সমিতি ও রাষ্ট্রীয় কৃষি বিকাশ দফতর। উপস্থিত ছিলেন মগরাহাট-২ ব্লকের বিডিও রিজওয়ান ওহাব, মগরাহাট-২ পঞ্চায়েত সমিতির সভাপতি খইরুল হক লস্কর, মগরাহাট পূর্ব কেন্দ্রের বিধায়ক নমিতা সাহা প্রমুখ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৪টি পঞ্চায়েতের ৩০০ পরিবারকে সাড়ে সাতশো টাকা করে অনুদান দেওয়া হয়েছে মুরগীর ঘর নির্মাণের জন্য। পঞ্চায়েত সমিতির সভাপতি খইরুল হক লস্কর বলেন, “পরে ওই পরিবারগুলিকে প্রতিপালনের জন্য ৪৫টি করে মুরগির বাচ্চা দেওয়া হবে। সরবরাহ করা হবে মুরগির বাচ্চা পালনের খাবার ও ওষুধ।”
|
এক অজ্ঞাতপরিচয় কিশোরীর মৃতদেহ উদ্ধার করল বাসন্তী থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া ও তালদার মাঝে একটি ফাঁকা মাঠে বছর কুড়ির ওই কিশোরীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই কিশোরীকে খুন করে ওই এলাকায় ফেলে রেখে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল টিটাগড়ের জি সি রোড এলাকা। পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর হয়। ইটে জখম পাঁচ পুলিশ। নলকূপ বসানোকে ঘিরে মঙ্গলবার মতিলাল যাদব নামে এক ব্যক্তির সঙ্গে পড়শি শিবনাথ সাউয়ের ঝামেলা হয়। অভিযোগ, শিবনাথের মাথায় রড মেরে পালায় মতিলাল। বৃহস্পতিবার মারা যান শিবনাথ। রাতে তাঁর আত্মীয় ও এলাকার কিছু লোক মতিলালের বাড়িতে ভাঙচুর চালায়। পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।
|
সম্প্রতি বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হল অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ে। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উৎসবে উপস্থিত ছিলেন সাহিত্যিক প্রচেত গুপ্ত, অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান সমীর দত্ত, পুরসভার কাউন্সিলার গায়ত্রী মুখোপাধ্যায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিবেদিতা নাগ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীরা পরিবেশন করে নৃত্যনাট্য ‘কালমৃগয়া’। শিক্ষিকারা পরিবেশন করেন শ্রুতিনাটক।
|
পালিত হল বসিরহাটের কৃপারাটি বুনোপাড়া অবৈতনিক প্রাথনিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী বর্ষ। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সিরাজুল ইসলাম, বসিরহাট-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগম, সাহিত্যিক কাজী মুরশিদুল আরেফিন প্রমুখ। শোভাযাত্রায় অনুষ্ঠানের সূচনা হয়। |