টুকরো খবর |
ঘাটালে বোর্ড মিটিং বয়কট তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ঘাটাল পুরসভার বোর্ড মিটিং বয়কট করল তৃণমূল। জোট শরিকের এহেন আচরণে ক্ষুব্ধ কংগ্রেস। তবে বাম কাউন্সিলারদের নিয়ে নিয়ম মেনেই বোর্ড মিটিং হয়েছে বৃহস্পতিবার। তৃণমূল ও কংগ্রেস পরিচালিত ঘাটাল পুরসভায় দুই দলের মধ্যে মন কষাকষি চলছে অনেক দিন ধরেই। বছর খানেক আগে ঘাটাল পুরসভায় দুই দলের মধ্যে বিরোধ এমন অবস্থায় পৌঁছেছিল যে, তৃণমূলের ভাইস চেয়ারম্যান-সহ দলীয় কাউন্সিলাররা বহু দিন পুরসভায় ঢোকেননি। এমনকী জোট ছেড়ে বেরিয়ে আসার কথাও ঘোষণা করেছিলেন তাঁরা। কিন্তু দলেরই একাধিক কাউন্সিলার সেই সিদ্ধান্ত না মানায় শেষ পযর্ন্ত পিছু হঠতে বাধ্য হন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। এ বারের বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকার প্রসঙ্গে তৃণমূলের ঘাটাল শহর কমিটির সম্পাদক অরুণ মণ্ডলের বক্তব্য, “সমন্বয় কমিটির মিটিং না করেই বোর্ড মিটিং ডাকা হয়েছে। তাই আমরা বয়কট করার সিদ্ধান্ত নিই।” উল্লেখ্য জোট পরিচালিত পুরসভা হলে বোর্ড মিটিং করার আগে শরিকদের নিয়ে সমন্বয় কমিটির মিটিং করার কথা। কংগ্রেস নেতা তথা পুরসভার চেয়ারম্যান জগন্নাথ গোস্বামী বলেন, “এ বারে সমন্বয় কমিটির বৈঠক না হলেও মৌখিক ভাবে নিজেদের মধ্যে আলোচনা হয়েছিল। তাতে তৃণমূল নেতৃত্ব জানিয়েছিল বোর্ড মিটিং-এর পরই আলোচনায় বসা হবে। কিন্তু কিছু না জানিয়ে আচমকা অনুপস্থিত থেকে বিরোধীদের কাছে কংগ্রেসকে হেয় করা মেনে নিতে পারছি না।” তৃণমূলের একটি সূত্রের খবর, গরহাজিরা নিয়ে দলের এই সিদ্ধান্তে একাধিক তৃণমূল কাউন্সিলারেরও সায় ছিল না। এই নিয়ে নিজেদের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে কোন্দল। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কাউন্সিলর বলেন, “হয় বোর্ড থেকে বেরিয়ে আসুক দল, না হলে মাঝে-মধ্যে এই রকম হঠকারী সিদ্ধান্ত মানা সম্ভব নয়।”
|
বদলিতে রাজনীতি, বিক্ষোভ-স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কর্মী বদলিতে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তুলে বাম কর্মী সংগঠন জেলা কো-অর্ডিনেশন কমিটি বুধবার মহকুমা অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করল। জেলাশাসকের দফতরে ডেপুটেশনও দেয় তারা। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সম্প্রতি প্রশাসনের একই অফিসে দীর্ঘ দিন ধরে কর্মরত ১৬ জন কর্মীকে অন্যত্র বদলির নির্দেশ দিয়েছে। তার প্রতিবাদে এই কর্মসূচি। বদলি হওয়া ১৬ জনের মধ্যে কাঁথি মহকুমাশাসকের দফতরেই তিন মহিলা কর্মী-সহ ৭ জন আছেন। তাঁদের মধ্যে কো-অর্ডিনেশন কমিটির মহকুমা সম্পাদক অতুল্যসুন্দর উকিল-সহ ওই কমিটিরই পাঁচ জন এবং দু’জন ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সদস্য রয়েছেন। এই বদলি রাজনৈতিক কারণে বলে কো-অর্ডিনেশনের অভিযোগ। ফেডারেশনের অবশ্য বক্তব্য, এটা রুটিন বদলি।
|
অন্তঃসত্ত্বা তরুণীর অপমৃত্যু দাঁতনে
নিজস্ব সংবাদদাতা • এগরা |
অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক অন্তঃস্বত্ত্বা তরুণীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম নিহারা বিবি (২৪)। মাস আটেক আগে ওড়িশার সুলিয়াপাদা থানা এলাকার লাউপাদা গ্রামের বাসিন্দা নিহারার সঙ্গে বিয়ে হয় দাঁতন থানার শালিকোঠা গ্রামের ব্যবসায়ী শেখ মইরুদ্দিনের। বিয়ের পর থেকেই অশান্তি চলছিল। পারিবারিক অশান্তির জেরেই বুধবার ওই তরুণী বিষ খান বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। রাতেই শ্বশুরবাড়ি থেকে পুলিশ তাঁর দেহ উদ্ধার করে। অবশ্য এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি।
|
ক্রেতা সুরক্ষা নিয়ে সচেতনতা শিবির
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ক্রেতা সুরক্ষা নিয়ে বুধবার এক সচেতনতা শিবির হল কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়ে। শিবিরে কলকাতা রিজার্ভ ব্যাঙ্কের ম্যানেজার সুকুমার ভট্টাচার্য বলেন, “ভারতে ৫ হাজারের বেশি চিটফান্ড রয়েছে। সচেতনতার অভাবে ফাঁদে পড়ে সাধারণ মানুষ এই সব সংস্থায় অর্থ লগ্নি করে সর্বস্বান্ত হচ্ছেন। আগে ভাল করে খোঁজ নিয়ে তবেই অর্থ লগ্নি করা উচিৎ।” কাঁথি ক্রেতা সুরক্ষা কমিটির সহযোগিতায় ও পূর্ব মেদিনীপুর ক্রেতা সুরক্ষা দফতরের ব্যবস্থাপনায় এই শিবিরে উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের সহকারী ম্যানেজার স্বপনকুমার দাস, জেলা ক্রেতা সুরক্ষা দফতরের সহ অধিকর্তা দীপককুমার সামন্ত প্রমুখ।
|
পুলিশি হেফাজত
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
|
আদালত চত্বরে জ্যোৎস্না মোহান্তি |
ছাত্রী খুনের ঘটনায় ধৃত মহিলার ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার তমলুক সিজেএম আদালতে ধৃত জ্যোৎস্না মোহান্তিকে তোলা হলে বিচারক সুমনকুমার ঘোষ এই নির্দেশ দেন। গত মঙ্গলবার তমলুক থানার আবাসবাড়ি এলাকায় বাড়িতে ঢুকে শুভাশ্রী দে নামে এক উচ্চমাধ্যমিক ছাত্রীকে খুনের অভিযোগ ওঠে তমলুক থানায় শালগেছিয়ার বাসিন্দা জ্যোৎস্নাদেবীর বিরুদ্ধে। ছাত্রীর মা আরতি দে-র অভিযোগের ভিত্তিতে বুধবার তমলুক থানার পুলিশ অভিযুক্ত জ্যোৎস্নাদেবীকে নন্দকুমার থেকে গ্রেফতার করে।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়াল রামনগর থানার অরকবনিয়া গ্রামে। বুধবার বিকেলে ফিশারির পাশের এক চালাঘর থেকে সুভাষ মণ্ডল (৪২) নামে ওই যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাছ চাষের জন্য সুভাষ সস্ত্রীক ওখানে বসবাস করলেও তাঁর নিজস্ব বাড়ি কাঁথি থানার শৌলা গ্রামে। ওই যুবককে খুন করা হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ। তবে, থানায় কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
|
শিক্ষিকার আত্মহত্যা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন এক প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। মৃতের নাম আরতি রায় (৫৮)। বাড়ি লালগড় থানার রামগড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বৃহস্পতিবার সকালে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আরতিদেবী রামগড়ের সারসবেদিয়া প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছিলেন। এ দিন ভোরে তিনি নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে নেন। ঘটনাটি ঘটে বাড়ির থেকে কিছুটা দূরে। মানসিক অবসাদে ওই শিক্ষিকা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
|
পাট্টা বিলি |
‘নিজ ভূমি নিজ গৃহ’ প্রকল্পে বৃহস্পতিবার পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির গোপালপুর ও অমর্ষি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার ১৯ জনকে মোট ৫৩ ডেসিমেল জমির পাট্টা দেওয়া হল। উপস্থিত ছিলেন এগরার মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস, বিডিও বুলবুল বাগচি, পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা মিশ্র এবং ব্লক ভূমি আধিকারিক সৌগত বিশ্বাস। মহকুমাশাসক জানান, “ওই ১৯ জনের হাতে পরে বাড়ির তৈরির টাকাও তুলে দেওয়া হবে।” |
|