|
|
|
|
গান থেকে স্লোগান, নকল করছেন মমতা, কটাক্ষ সূর্যের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
“আমাদের গান থেকে স্লোগান, সবই নকল করতে শুরু করেছেন উনি (মুখ্যমন্ত্রী)।” বৃহস্পতিবার জেলায় এসে ঠিক এই ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত মিশ্র। তাঁর কথায়, “আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি। আপনি লড়াই করছেন না কেন? আমাদের আটকানো যাবে না। লড়াই চলবেই। আমাদের না আটকে প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি আটকান।” দেশের চারটি প্রান্ত থেকে ‘সংগ্রাম বার্তা জাঠা’ শুরু করেছে সিপিএম। এই জাঠা পৌঁছবে দিল্লিতে। |
|
দেশের চারটি প্রান্ত থেকে ‘সংগ্রাম বার্তা জাঠা’ শুরু করেছে সিপিএম। —নিজস্ব চিত্র। |
বৃহস্পতিবার ওড়িশা হয়ে একটি জাঠা খড়্গপুরে এসে পৌঁছয়। খড়্গপুরের রূপনারায়ণপুরে এক সভা হয়। কর্মসূচিতে যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের সংবর্ধনা জানানো হয়। বিরোধী দলনেতা ছাড়াও ছিলেন সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার, জোনাল সম্পাদক কমল পলমল প্রমুখ। সূর্যকান্তবাবু বলেন, “কৃষকের জীবনে যে সঙ্কট চলছে, তা মোকাবিলার দাবি নিয়ে আমাদের আন্দোলন। কেন্দ্রের সরকার জনবিরোধী নীতি নিয়ে চলছে। আমাদের বক্তব্য, নীতি বদলাও। না হলে দিল্লির সরকার বদলাতে হবে।” প্রসঙ্গক্রমে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বিরোধী দলনেতার বক্তব্য, “কেন্দ্র যে সব পাপ করেছে, তার অংশীদার আপনিও। কংগ্রেসের সঙ্গে ছিলেন। বিজেপির সঙ্গেও ছিলেন। আমাদের না আটকে বরং আজকের দিনে কোথায় দাঁড়িয়ে আছেন, দেখুন।” আর দীপকবাবু বলেন, “কেন্দ্রের সরকার গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দাবিতেই আমাদের আন্দোলন চলছে।” |
|
|
|
|
|