টুকরো খবর |
প্রেমিকের মায়ের বকুনি, ডেবরায় বিষ খেলেন তরুণী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রেমিকের মায়ের বকুনি খেয়ে আত্মহত্যা করল প্রেমিকা। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডেবরার ধামতোড়ে। অভিযোগের প্রেক্ষিতে প্রেমিকের মাকে গ্রেফতারও করেছে পুলিশ। ধৃত কল্পনা দোলুইকে বৃহস্পতিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে তাঁর জেল হেফাজতের নির্দেশ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিষ খেয়ে আত্মহত্যা করেন দীপালি বাটুল (১৯) নামে ওই প্রেমিকা। এরপর এলাকায় শোরগোল পড়ে। পুলিশ সূত্রে খবর, ধামতোড়ের রবি দোলুইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দীপালির। রবির পরিবার এই সম্পর্ক মানতে চায়নি। রবির মা কল্পনাদেবী এই সম্পর্ক নিয়ে দীপালিকে বকাবকি করেন। অভিমানে বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি। বুধবার বিষয়টি নিয়ে ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। মৃতার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয় কল্পনাদেবীকে। বৃহস্পতিবার তাঁকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
|
মহিলা তৃণমূলের সম্মেলন গড়বেতায়
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পঞ্চায়েত নির্বাচনের আগে দলের মহিলা সংগঠনকে চাঙ্গা করতে সম্মেলন করল পশ্চিম মেদিনীপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সম্মেলন হল গড়বেতা স্টেডিয়ামে। উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক স্মিতা ভট্টাচার্যের মতো নেত্রীরা। মূলত, পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের যোগদান, কী ভাবে বিরোধীদের হারিয়ে জেলার ত্রিস্তর পঞ্চায়েত দখলে আনা যায়, তা নিয়েই আলোচনা হয়। বক্তারা সকলেই জানান, গোষ্ঠী-কোন্দল ভুলে সকলকে এক সঙ্গে ঝাঁপাতে হবে। গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের সন্ত্রাসের জন্য বিরোধীরা বেশিরভাগ জায়গায় প্রার্থী দিতে পারেনি বলেও অভিযোগ করেন তাঁরা। দলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “আমরা চেয়েছিলাম প্রতি সংসদ থেকে ৫ জন করে মহিলাদের নিয়ে আসতে। কিন্তু মহিলারা এতটাই উৎসাহিত যে সংসদ থেকে তারও বেশি উপস্থিত হয়েছেন। নির্বাচনে এ বার ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। আমাদের আশা, মহিলারাও পঞ্চায়েত নির্বাচনে উল্লেখযোগ্য ভূমিকা নেবেন।” সম্মেলনে বিধায়ক শ্রীকান্ত মাহাতো, মহিলা তৃণমূলের জেলা সভাপতি উত্তরা সিংহ, জেলা তৃণমূল সভাপতি দীনেন রায় উপস্থিত ছিলেন।
|
মেদিনীপুরে ডিআইজি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ট্রাফিক ব্যবস্থার পরিকাঠামো খতিয়ে দেখতে মেদিনীপুরে এলেন ডিআইজি (ট্রাফিক) কে কে মল্লিক। বৃহস্পতিবার তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ছিলেন ডিএসপি (ট্রাফিক) মনোরঞ্জন ঘোষ-সহ পদস্থ পুলিশ আধিকারিকেরা। জেলায় ট্রাফিকের কী কী পরিকাঠামো রয়েছে, আর কী প্রয়োজন, কোন কোন এলাকা দুর্ঘটনাপ্রবণ, দুর্ঘটনা এড়ানোর জন্য সেখানে কী পদক্ষেপ করা হয়েছে, এ সব খতিয়ে দেখা হয়। আলোচনা হয়। আলোচনার পর ডিআইজি (ট্রাফিক) প্রয়োজনীয় কিছু নির্দেশও দেন। জেলা পুলিশ সূত্রে বলা হচ্ছে, এটা রুটিন পরিদর্শন।
|
বনধের দিন খোলা রেশন দোকান |
|
খোলা রেশন দোকানের ছবিটি মেদিনীপুর শহরের মহাতাবপুরে তোলা।—নিজস্ব চিত্র। |
খাদ্য সুরক্ষা বিল সংশোধন, সকলের জন্য খাদ্য-সহ নানা দাবিতে বৃহস্পতিবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল রেশন ডিলারদের সংগঠন। এ রাজ্যে ধর্মঘটের সমর্থন করে ‘ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশন’। পশ্চিম মেদিনীপুরে প্রায় চোদ্দোশো রেশন দোকান রয়েছে। তার মধ্যে বেশ কিছু দোকান এ দিন বন্ধ থাকলেও অনেক ডিলারই দোকান খুলেছিলেন। বাম বিরোধী ‘পশ্চিমবঙ্গ এম আর ডিলার্স, কে ওয়েল ডিলার্স’ জাতীয়তাবাদী সংগঠনের সমর্থকরাই দোকান খুলেছিলেন।
|
তৃণমূলের বিক্ষোভ |
|
ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
রেল বাজেটে জেলা বঞ্চিত হয়েছে। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে মেদিনীপুর স্টেশনের সামনে বিক্ষোভ দেখাল যুব তৃণমূল। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, ঘুরপথে যাত্রী ভাড়া বাড়ানো হয়েছে। এর ফলে যাত্রীরা সমস্যায় পড়বেন। অন্য দিকে, বাজেটে লালগড়ে রেললাইনের উল্লেখ নেই। আরও কিছু প্রকল্পের উল্লেখ নেই। এর ফলে জঙ্গলমহলের মানুষ ক্ষুব্ধ বলেও দাবি তাঁদের। |
|